হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: পুরাতন আসবাবপত্র ২,০০০ টাকায় ধারে বিক্রয় করা হল, যে বহিতে লিপিবদ্ধ করতে হবে-

    A
    বিক্রয় বহি

    B
    ক্রয় বহি

    C
    নগদান বহি

    D
    প্রকৃত জাবেদা

    Note: পুরাতন আসবাবপত্র বিক্রয় সংক্রান্ত লেনদেন সবসময় প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
    1. Report
  2. Question: প্রাপ্ত কারবারী বাট্টা কোথায় লিপিবদ্ধ করা হয?

    A
    নগদান বইতে

    B
    পাওনাদার হিসাব

    C
    ক্রয় বহিতে

    D
    কোথাও না

    Note: পণ্য ক্রয়-বিক্রয় কালে পণ্যেল ক্রয়মুল্য লিখিত মূল্য থেকে বিক্রেতা ক্রেতাকে যে পরিমাণ মুল্য ছাড় দেয় তাকে কারবারী বাট্টা বলে। একে কোন হিসাব দেখানো হয় না। চালানে পণ্যের মূল্য হতে বাদ দিয়ে দেকানো হয়।
    1. Report
  3. Question: হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টি?

    A
    ৯টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৭টি

    Note: Not available
    1. Report
  4. Question: যেটি লেনদেন লিপিবদ্ধ করণ প্রক্রিয়ার ধাপ নয়-

    A
    জাবেদা করণ

    B
    লেনদেন বিশ্লেষণ

    C
    রেওয়ামিল প্রস্তুত

    D
    খতিয়ানভুক্ত করা

    Note: রেওয়ামিল প্রস্তুতকরণ লেনদেন লিপিবদ্ধ করণ প্রক্রিয়ার কোন ধাপ নয়।
    1. Report
  5. Question: মি: শরিফের নিকট হতে পণ্য ক্রয় করে ২৫,০০০ টাকার চেক প্রদান করা হলো। জাবেদা হবে-

    A
    ব্যাংক হিঃ ডেঃ ২৫,০০০; ক্রয় হিঃ ২৫,০০০

    B
    ক্রয় হিঃ ডেঃ ২৫,০০০; ব্যাংক হিসাব ২৫,০০০

    C
    ক্রয় হিঃ ডেঃ ২৫,০০০; নগদনা হিঃ ২৫,০০০

    D
    কোনটিই নয়

    Note: পণ্য ক্রয় করে চেক প্রদান করলে, ব্যাংক হতে টাকা চলে গেল ধরা হয়। ফলে ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়। অন্যদিকে পণ্য ক্রয় করা হলে ক্রয়নামক ব্যয় বৃদ্ধি পায়। ফলে ক্রয় হিসাব ডেবিট করা হয়। সুতরঅং প্রদত্ত লেনদেনটির জাবেদা হবে- ক্রয় হিঃ ডেঃ ২৫,০০০; ব্যাংক হিসাব ২৫,০০০।
    1. Report
  6. Question: ১,০০০ টাকা মূল্যের পণ্য বিনামুল্যে খরিদ্দারের মধ্যে বিতরণ করা হয়েছে। এখানে ডেবিট হবে-

    A
    উত্তোলন হিসাব

    B
    বিক্রয় হিসাব

    C
    চলতি হিসাবে

    D
    কোনটিই নয়

    Note: বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় বিক্রয় বাড়ানোর জন্য বা ভোক্তাদের সাথে পণ্যেল পরিচিতি বাড়ানো জন্য। যা বিজ্ঞাপন হিসেবে ধরা হয়। সুতরাং ১০০০ টাকা মূল্যের পন্য বিনামূল্যে খদ্দিারগণের মধ্যে বিতরণ করা হয়ছে যা বিজ্ঞাপন হিসাবে ডেবি করে লিপিবদ্ধ করা হয়।
    1. Report
  7. Question: VAT কোন হিসাবে ডেবিট করতে হয়?

    A
    ক্রয় বিক্রয় হিসাবে

    B
    লাভ-লোকসান হিসাবে

    C
    চলতি হিসাবে

    D
    কোনটিই নয়

    Note: VAT কে ভ্যাট চলতি হিসাবে ডেবিট করতে হয়।
    1. Report
  8. Question: কোনটি ব্যক্তিক খতিয়ান?

    A
    নগদান খতিয়ান

    B
    সম্পত্তির খতিয়ান

    C
    মাল ক্রয় খতিয়ান

    D
    পাওনাদার খতিয়ান

    Note: প্রদত্ত প্রকল্প গুলোর মধ্যে পাওনাদার খতিয়ান হচ্ছে ব্যক্তিক খতিয়ান।
    1. Report
  9. Question: পাইকারী বিক্রেতা খুচরা বিক্রেতার নিকট হতে সাধারণতঃ পণ্যের তালিকা মূল্য হতে কিছু পরিমাণ মূল্য কম নিয়ে থাকে। যে পরিমাণ মূল্য কম নেওয়া হয় তাকে বলে-

    A
    নগদান বাট্টা

    B
    কারবারী বাট্টা

    C
    কমিশন

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: চেক প্রাপ্তির পর সাথে সাথে যদি ব্যাংকে জমা করা হয় তবে তিনঘরা নগদনা বহিতে-

    A
    ব্যাংক কলামকে ক্রেডিট

    B
    ক্যাশ কলামকে ডেবিট

    C
    নগদ ও ব্যক্তিবাচক হিসাব

    D
    ক্যাশ কলামকে ক্রেডিট করা হয়

    Note: চেক প্রাপ্তির পর সাথে সাথে ব্যাংকে জমা দেয়া হলে তিনঘরা নগদান বিইয়ের ডেবিট পাশের ব্যাংক কলামে লিপিবদ্ধ করা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd