Question: মি: শরিফের নিকট হতে পণ্য ক্রয় করে ২৫,০০০ টাকার চেক প্রদান করা হলো। জাবেদা হবে-
Aব্যাংক হিঃ ডেঃ ২৫,০০০; ক্রয় হিঃ ২৫,০০০
Bক্রয় হিঃ ডেঃ ২৫,০০০; ব্যাংক হিসাব ২৫,০০০
Cক্রয় হিঃ ডেঃ ২৫,০০০; নগদনা হিঃ ২৫,০০০
Dকোনটিই নয়
Note: পণ্য ক্রয় করে চেক প্রদান করলে, ব্যাংক হতে টাকা চলে গেল ধরা হয়। ফলে ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়। অন্যদিকে পণ্য ক্রয় করা হলে ক্রয়নামক ব্যয় বৃদ্ধি পায়। ফলে ক্রয় হিসাব ডেবিট করা হয়। সুতরঅং প্রদত্ত লেনদেনটির জাবেদা হবে- ক্রয় হিঃ ডেঃ ২৫,০০০; ব্যাংক হিসাব ২৫,০০০।