Question: প্রতিষ্ঠানের যাবতয়ি হিসাব যে খতিয়ানে পাওয়া যায় তাকে বলে-
A
B
C
D
ব্যক্তিক খতিয়ান
B
সাধারণ খতিয়ান
C
সহকারী খতিয়ান
D
প্রাইভেট খতিয়ান
Note: (ক) প্রতিষ্ঠানের স্বত্ত্বমূলক খতিয়ানকে ব্যক্তিকে খতিয়ান বলে। ব্যক্তিক খতিয়অনকেই (ঘ) প্রাএভট খতিয়ান বলা হয়। (গ) সহকারী খতিযঅনে গ্রাহক ও সরবরাহকারীদের যাবতীয় ব্যক্তিগত হিসাব সমূহ সংরক্ষণ করা হয়। যে সব খতিয়ানে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে জরিড়ত বা সম্পর্কত বিষয় লিপিবদ্ধ হয় না কিন্তু যাবতীয় সম্পত্তি দায়, ও মালিকানা স্বত্ত্ব সংক্রান্ত হিসাব গুলো লিপিবদ্ধ করা হয়, তাকে (খ) সাধারণ খতিযান বলা হয়।