হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কোন সময়ে নীট আয়ের সৃষ্টি হয়, যখন-

    A
    দায় থেকে সম্পদ বৃদ্ধি পায়

    B
    রাজস্ব থেকে সম্পদ বেশী পায়

    C
    রাজস্ব থেকে দায় বেশি হয়

    D
    ব্যয় থেকে রাজস্ব বেশী হয়

    E
    কোনটিই নয়

    Note: রাজস্ব বা আয় যখন ব্যয় থেকে বেশি হয় তখন নীট আয় আয় বা মুনাফার সৃস্টি হয়।
    1. Report
  2. Question: সঞ্চিত মুনাফা হিসাব-

    A
    পরিশোধিত মূলধনের একটি উপবিভাজন

    B
    কোম্পানিতে গচ্ছিত রাখা নীট আয়

    C
    লাভ-ক্ষতি হিসাবে ব্যয় হিসাবে দেখানো হয়

    D
    শেয়ার মুলধন হিসাবে যোগ করা হয়

    E
    কোনটিই নয়

    Note: সঞ্চিতি মুনাফা হিসাব হলো প্রতিষ্ঠানের প্রতি বছরের নীট আয় তেকে গচ্ছিত রাখা টাকা।
    1. Report
  3. Question: গ্রস্থস্বত্ব ও পেটেন্ট-

    A
    স্পর্শনীয় সম্পত্তি

    B
    অস্পর্শীয় সম্পত্তি

    C
    চলতিদ সম্পত্তি

    D
    কাল্পনিক সম্পত্তি

    E
    কোনটিই নয়

    Note: গ্রন্থস্বত্ব ও পেটেন্ট হলো অস্পর্শনীয় সম্পত্তি।
    1. Report
  4. Question: আয়কর একটি-

    A
    সম্পত্তি

    B
    খরচ

    C
    দায়

    D
    রাজস্ব

    Note: ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নীট আয়ের একটি অংশ আয়কর হিসেবে সরকারি কোষাগারে জমা দেন। সুতরাং এটি এক ধরনের খরচ।
    1. Report
  5. Question: আমানতকারী কর্তৃক ২,২০০ টাকার জন্য লিখিত একটি চেক হিসাববিজ্ঞান দলিলে ২,৪০০ টাকাতে লিপিবদ্ধ করা হল। দ্বৈত-জের ব্যাংক সমন্বয় বিবরণীতে-

    A
    পুস্তক জের-এর সাথে ২০০ টাকা যোগ হবে

    B
    পুস্তক জের-এর সাথে ২০০ টাকা বিয়োগ হবে

    C
    ব্যাংক জের এর সাথে ২০০ টাকা বিযোগ হবে।

    D
    ব্যাংক জের থেকে ২,৪০০ টাকা বিয়োগ হবে

    Note: Not available
    1. Report
  6. Question: অবচয় কোন ধরনের সম্পত্তিতে ধরা হয়?

    A
    চলতি সমপত্তি

    B
    অলীক সম্পত্তি

    C
    অস্পর্শনীয়

    D
    স্থায়ী

    Note: কপিরাইট হলো অস্পর্শনীয় সম্পদ। কপিরাইট ছাড়া অন্যান্য অস্পর্শনীয় হলো - সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক প্রবৃতি।
    1. Report
  7. Question: নিচের কোনটি চলীত সম্পদ?

    A
    আসবাবপত্র

    B
    কলকব্জা

    C
    মজুদ পণ্য

    D
    সুনাম

    Note: এখানে আসবচাবপত্র, কলকব্জা, সুনাম সবই স্থায়ী সম্পত্তির অন্তর্গত। শুধুমাত্র মজুদ পণ্য চলীত সম্পত্তির অন্তর্ভূক্ত।
    1. Report
  8. Question: ২০১১ সনে কম্পিউটার বিক্রয়ে দুটো প্রথক ভুল করা হয়েছিল। প্রারম্বিক মজুদ পণ্য ২৮,০০০ টাকা ও সমাপনী মজুদ পণ্য ৪৩,০০০ টাকা কম দেখানো হয়েছিল। ২০১১ সনের নিট আয় আয়-

    A
    ৪৩,০০ টাকা কম দেখানো হবে

    B
    ৭১,০০০ টাকা কম দেখানো হবে

    C
    ১৫,০০০ টাকা কম দেখানো হবে

    D
    ১৫,০০০ টাকা বেশি দেখানো হবে

    Note: প্রারম্ভিক মজুদ পণ্য কম দেখানো হরে নীট আয় বেশি দেখানো হবে। অপরদিকে সমাপনী মজুদপণ্র কম দেখানোর ফলে নীট আয় কম দেখানো হবে। সুতরাংয় ২০১১ সালের নীট আয় (৪৩,০০০-২৮,০০০) = ১৫,০০০ টাকা কম দেখানো হবে।
    1. Report
  9. Question: নিচের কোনটি ব্যতিত অন্যগুলো ব্যালেন্স শিটের উপযোগিতা হিসেবে বিবেচিত?

    A
    liquidity

    B
    protability

    C
    financial flexibility

    D
    debt

    Note: প্রদত্ত Option গুলোর মধ্যে মজুদ পণ্য স্থায়ী সম্পত্তি নয়।
    1. Report
  10. Question: কারবারের মালিকানাধীন নিচের কোনটি স্থায়ী সম্পত্তির প্রকার নয়?

    A
    ৮৮,০০০ টাকা

    B
    ৭৬,০০০ টাকা

    C
    ৮১,০০০ টাকা

    D
    ৯৯,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd