হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলে আমানতকারীর বহিতে জাবেদা হবে-

    A
    ব্যাংক হিসাব ডেবিট আদেষ্ট হিসাব ক্রেডিট

    B
    ব্যাংক হিসাব ডেবিট প্রাপক হিসাব ক্রেডিট

    C
    আদেষ্টা হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট

    D
    কোনটিই নয়

    Note: চেক ইস্যুকরা হলে জাবেদা হয়, প্রাপকের হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এখন ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হলে বিপরীত দাখিলীা প্রদান করতে হবে। যেমন : ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপকের হিসাব ক্রেডিট।
    1. Report
  2. Question: ব্যাংক চার্জ 5000 টাকা নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়নি। নগদান বইয়ে সঠিক সমন্বয় কোনটি?

    A
    নগদান বইয়ের ব্যাংক চার্জকে ডেবিট করতে হবে

    B
    নগদান বইয়ের সাথে ব্যাংক চার্জকে যোগ করতে হবে

    C
    নগদান বয়ের ব্যাংক চার্জকে ক্রেডিট করতে হবে

    D
    নগদান বইয়ে ব্যাংক চার্জ সমন্বয় করার প্রয়োজন নাই।

    Note: ব্যাংক চার্জ নগদানভুক্ত না হলে, তা সমন্বয়কালে নগদান বইয়ে নিয়োগ করতে হবে। অর্থাৎ নগদান বইয়ে ব্যাংক চার্জকে ক্রেডিট করতে হবে।
    1. Report
  3. Question: ব্যাংক কোন হিসাবের ক্ষেত্রে সমন্বয়কারীর বিবরণীর প্রয়োজন নেই?

    A
    সঞ্চয়ী হিসাব

    B
    স্থায়ী জমা হিসাব

    C
    চলতি হিসাব

    D
    সবগুলোই

    Note: ব্যাংকের স্থায়ী জমা হিসাবের জন্য সমন্বয় বিবরণীর প্রয়োজন হয় না। স্থায়ী জমা নির্দিষ্ট মেয়অদের জন্য হয়ে থাকে।
    1. Report
  4. Question: ব্যাংক চলতি হিসাবের মালিকদের জমাকৃত অর্থের অতিরিক্ত উত্তোলনের যে সুযোগ প্রদান করে তা হলো-

    A
    ওভারড্রাফট

    B
    ক্যাশক্রেডিট

    C
    লোন

    D
    প্লেজ

    Note: ব্যাংক চলতি হিসাবের মালিকের জমাকৃত অর্থের অতিরিক্ত উত্তোলনের যে সুযোগ দেয় তাকে ওভার ড্রাফট বলে।
    1. Report
  5. Question: কোন লেনেটির জন্য ব্যাংক ডেবিট মেমো ইস্যু করে?

    A
    সুদ মঞ্জুর

    B
    জেক প্রিন্টিং খরচ

    C
    বিলের অর্থ আদায়

    D
    জমাকৃত চেক

    Note: গ্রাহকের হিসাবে সুদ মঝ্হুর করলে ব্যাংক ডেবিট মেমো সি্যু করে।
    1. Report
  6. Question: ব্যাংক বিবরণীয় ক্রেডিট উদ্বৃত্ত কি প্রকাশ করে?

    A
    ব্যাংক জমাতিরিক্ত

    B
    নগদ জমা

    C
    ব্যাংক জমার উদ্বৃত্ত

    D
    মূলধন

    Note: ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত ব্যাংক জামার উদ্বৃত্ত নির্দেশ করে।
    1. Report
  7. Question: ধারে ক্রীত পণ্য ফেরত দেওয়া হলে কোন ধরনের জাবেদায় লেখা যুক্তিযুক্ত?

    A
    ক্রয় জাবেদা

    B
    বিক্রয় জাবেদা

    C
    নগদ প্রাপ্তি জাবেদা

    D
    ক্রয় ফেরত জাবেদা

    Note: ধারে ক্রীতপণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লেখা হয়।
    1. Report
  8. Question: ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণ নয় কোনটি?

    A
    আদেষ্টার নমুনা স্বাক্ষরের সাথে বর্তমান স্বাক্ষরের মিল না হলে

    B
    উত্তোলনকারী অশিক্ষিত হলে

    C
    আদেষ্টার হিসাব নম্বরে বর্ণিত পরিমাণ অর্থ না থাকলে

    D
    জেক দাখিলের পূর্বে আদেষ্টার মৃত্যু হলে

    Note: চেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে ক্ষেত্রে উত্তোলনকারী শিক্ষিত বা অশিক্ষিত তার কোন সম্পর্ক নেই। উত্তোলনকারী অশিক্ষিত ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হওয়যায় এটি কোন কারণ নয়। চেক প্রত্যাখ্যাত হওয়ায় এটি কোন কারণ নয়। চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণগুলোর মধ্যে নমুনা স্বাক্ষরে গরমিল, নির্দিষ্ট পরিমাণ টাকা জমা না থাকা, চেক ছেড়া বা কাটা, তারিখ ঠিকমত না থাকলে, টাকার অংক স্পষ্ট বা কাটাকাটি প্রভৃতি।
    1. Report
  9. Question: ব্যাংক মূলত নিম্নোক্ত তিন ধরনের হিসাব খোলার সুযোগ প্রদান করে:

    A
    চলতি হিসাব, ভবিষ্যৎ হিসাব ও স্থায় হিসাব

    B
    সঞ্চয়ী হিসাব, অস্থায়ী হিসাব, অস্থায়ী হিসাব ও চলতি হিসাব

    C
    চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব ও শেয়ার হিসাব

    D
    চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব ও স্থায়ী হিসাব

    E
    সঞ্চয়ী হিসাব, বীমা হিসাব ও চলতি হিসাব

    Note: ব্যাক তার মক্কেলের নিকট হতে তিন প্রকারের হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। অর্থাৎ ব্যাংক তার মক্কেলকে তিন ধরনের হিসাব খোলার সুযোগ প্রদান করে। যথা- (1) চলতি হিসাব (2) সঞ্চয়ী হিসাব ও (3) স্থায়ী হিসাব।
    1. Report
  10. Question: পাশ বইয়ের ডেবিট ব্যালান্স নির্দেশ করে-

    A
    ব্যাংক জমাতিরিক্ত

    B
    ব্যাংক জমা উদ্বৃত্ত

    C
    নগদান বইয়ের ডেবিট ব্যালান্স

    D
    কোনটিই নয়

    Note: পাশ বইয়ে ডেবিট বালেন্স ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ নির্দেশ করে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd