হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্ন লিখিত ভুল সংশোধনের জন্য জাবেদা লিখনটি হল: করিমের কছ থেকে প্রাপ্ত 100 টাকা করিমের হিসাবে ডেবিট করা হয়েছে-

    A
    অনিশ্চিত হিসাব ডেবিট 200 টাকা করিম হিসাব ক্রেডিট 200 টাকা

    B
    করিম হিসাব ডেবিট 100 টাকা অনিশ্চিত হিসাব ক্রেডিট 100 টাকা

    C
    অনিশ্চিত হিসাব ডেবিট 100 টাকা করিম হিসাব ক্রেডিট 100 টাকা

    D
    অনিশ্চিত হিসাব ডেবিট 200 টাকা করিম হিসাব ক্রেডিট 200 টাকা

    Note: এ ভুলটি করার পরিবর্তে এক দিকের ভুল। কারণ ভুলটির কারণে শুধুমাত্র করিম হিসাবকে ক্রেডিট করার পরিবতেৃ ডেবিট করা হয়েছে। অন্য কিচু ঠিক মত করা হয়েছে। আর এক দিকের ভুল হলে অনিশ্চিত হিসাবকে ব্যবহার করতে হবে। করিমরে কাছ থেকে 100 টাকা প্রাপ্ত লেনদেনটির জাবেদা হওয়ার কথা ছিল নগদান হিসাবকে ঠিক রেখে করিমর হিসাবকে ডেবিট কর হয়েছ 100 টাকা দ্বারা। করিমরে হিসাবকে ক্রেডিট করা হলে করিমের হিসাব থেকে 100 টাকা কমে যেত। কিন্তু করিমের হিসাব ডেবিট করায় করিমের ডেবিট করায় করিমের হিসাবে 100 টাকা বেড়ে যায়। ফলে করিমের হিসাবে পার্থক্যসৃষ্টি হবে (100+100) = 200 টাকা। ফলে রেওয়ামিলের দু’পাশ্র্বের পার্থক্য সৃষ্টি হবে 200 টাকার। এ ভুলটির সংশোধন করা হলে করিমের হিসাবকে 200 টাকা দ্বারা ক্রেডিট করতে হবে। এবং যেহেতু এটি একদিকের ভুল ফলে ভুলটি সংশোধনের জন্য অনিশ্চিত হিসাবকে ডেবিট করতে হবে 200 টাকা দ্বারা। অর্থাৎ ভুরটি সংশোধনে সঠিক জাবেদা লিখনটি হবে অনিশ্চিত হিসাব ডেবিট 200 টাকা; করিম হিসাব ক্রেডিট 200 টাকা।
    1. Report
  2. Question: নিম্নের কোন ভুলটি হলে রেওয়মিল হলে রেওয়ামিল না মেলার সম্ভবনা থাকে-

    A
    যন্ত্রপাতির জন্য কৃত ব্যয়, আসবাবপত্র হিসাবে দেখানো হয়েছে।

    B
    দেনাদার হিসাবের নামে ওলট, পালট হয়েছে।

    C
    সম্পর্কিত নয় এমন দুইটি হিসাবের একটি ডেবিট জের এবং অপরটি ক্রেডিট জের আদৌ তোলা হয় নি।

    D
    একটি লেনদেন সম্পূর্ণই হিসাবের বাইরে রয়েছে।

    Note: ‘ক’ এর ভুলটি থাকলেও রেওয়ামিল মিলে যাবে। কারণ এই ভুলটি হচ্ছে নামে ভুল। রেওয়ামিল নামে ভুল ধরতে পারে না ‘খ’ এ ভুলটি দ্বারাও ‘ক’ এর মত অবস্থা ঘটবে। অর্থা’ এটি তাকা সত্তেও রেওয়ামিল মিলে যাবে ‘গ’ এ ভুলটির কারণে রেওয়ামিল মিলতে ব্যঘাত ঘটবে। ‘ঘ’ েএকটি লেনদেন হিসাবে বাহিরে থাকায় এর কোন প্রভাব রেওয়ামিলে দেখা যাবে না।
    1. Report
  3. Question: একটি বিক্রয় ফেরত ভুলক্রমে ক্রয় বহিতে লিপিবদ্ধ হয়েছে। সঠিক/শুদ্ধকরণ জাবেদা কোনটি?

    A
    বিক্রয় ফেরতদ-ডিবিট; ক্রয়-ক্রেডিট

    B
    ক্রয় ডেবিট; বিক্রয় ফেরত ক্রেডিট

    C
    গরমিল হিসাব-ডেবিট; ক্রয় ক্রেডিট

    D
    ক্রয় হিসাব ডেবিট; গরমিল হিসাব-ক্রেডিট

    Note: ভুল সংশোধনি দাখিলা নির্ণয় করার তিনটি ধাপ বা স্তর রয়েছে (i) প্রকৃতপক্ষে কি হওয়াার কথা ছিল? (ii) ভুলের ফলে কি হয়েছে? (iii) এখন কি করলে ভুলটি বিলুপ্ত হয় এবং প্রকৃত ঘটানাটি হিসাবভুক্ত হয়? এখন, প্রম্নটিতে বলা হয়েছে বিক্রয় ফেরতকে ভুলক্রম ক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে (i) নং পদক্ষেপ-অনুযায়ী প্রকৃতপক্ষে হওয়ার কথা চিল- বিক্রয় ফেরত ডেবিট, নগদান ক্রেডিট লিখা হয়েছে। শুধুমাত্র বিক্রয় ফেরতের পরিবতেৃ ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে। সুতরাং সংশোধনী দখিলা হবে- বিক্রয় ফেরত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট।
    1. Report
  4. Question: 12,800 টাকার বেতন হিসাবের বইতে লেখা হয়েছে 18,200 টাকা। সংশোধনী এন্ট্রি টাকায় হবে:

    A
    বেতন Dr. 18,200 ক্যাশ Cr. 18,200

    B
    ক্যাশ Dr. 12,800 বেতন Cr. 12,800

    C
    বেতন Dr. 5,400 ক্যাশ Cr. 5,400

    D
    ক্যাশ Dr. 5,400 বেতন Cr. 5,400

    E
    ক্যাশ Dr. 4,500 বেতন Cr. 4,500

    Note: বেতন হিসাবের বিইতে বেশি টাকায় লেখা হয়েছে। ফলে সংশোধনী এন্ট্রিতে টাকার পরিমাণ যত বেশি হয়েছৈ ঠিক তত টাকা বা (18,200-12,800 = 5400) টাকা বেশি লেখা হহয়েছে। হাতেল সংশোধনসী এন্ট্রিতে নগদ 5,400 টাকা ডেবিট ও বেতন হিসাবে ক্রেডিট করতে হবেহ।
    1. Report
  5. Question: একটি মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়েছে। এটি কি ধরনের ভুল?

    A
    বাদ পড়ার ভুল

    B
    লিখনের ভুল

    C
    নীতির ভূল

    D
    পরিমাপের ভুল

    E
    মূল্য নিরূপনের ভুল

    Note: মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতয়ি ব্যয় হিসাবে এবং মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় হিসাবে েদেখানো হলো নীতিগত ভল। হিসাব নিকাশ সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাবে এ ধরনের বুল হয়ে থাকে
    1. Report
  6. Question: নিচের কোনটি করণিক ভুল নয়?

    A
    বাদ পড়ার ভুল

    B
    নীতিগত ভুল

    C
    পূরক ভুল

    D
    লিখনের ভুল

    E
    পোষ্টিং এর ভুল

    Note: হিসাব সহকারী বা হিসাব রক্ষকগণের হিসাব রক্ষণকার্যে অসতর্কতা এবং অমনোযোগিতার জন্য লেখায় যে ভুল হয় তাকে করণিক ভুল বলে। করণিক ভুলগুলো চার ধরনের (1) বিচ্যুতি বা বাদ পড়ার ভুল (2) লেখার ভুল (3) বেদাখিলার ভুল (4) পরিপূরক ভুল। আর নীতিগত ভুল হয় মূলধন জাতীয় আয়- ব্যয়কে মুনাফা জাতীয় আয়-ব্যয় গণ্য করা।
    1. Report
  7. Question: রেওয়ামিলের দুনিক মিলবে না যদি-

    A
    আসবাবপত্র ক্রয় পণ্য ক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়

    B
    বেতন প্রদান বেতন হিসাবে খতিয়ানভুক্ত করা না হয়

    C
    বাকীতে যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট ও নদান হিসাবে ক্রেডিট করা হয়

    D
    অগ্রিম বীমা ভুলে বীমা খরচে ডেবিট কর হয়

    E
    একজন খরিদ্দারের নিকট থেকে প্রাপ্ত টাকা অন্য একজন খরিদ্দারের হিসাবে ক্রেডিট কর হয়।

    Note: আসবাবপত্র ক্রয় পণ্য ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হলে রেওয়ামিল মিলে যাবে। কারণ এটি নীতিগত ভুল। বাকীতে যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট ও নগদান হিসাবে ক্রেডিট ও নগদান হিসাবে ক্রেডিট করা হলেও রেওয়ামিল মিলে যাবে। এটিও নীতিগত ভুল। অগ্রিম বীমা ভুলে বীমা খরচে ডেবিট করার ফলেও রেওয়ামিল মিলে যাবে। েএটিও নীতিগত ভুল। একজনের নিকট হতে প্রাপ্ত টাকা আরেকজনের হিসাবে লিপিবদ্ধ করা হলেও রেওয়ামিল মিলে যাবে। এটি লেখার ভূল। বেতন প্রদান বেতন হিসাবে খতিয়অন ভুক্ত করা না হলে রেওয়ামিল মিলে যাবে না।
    1. Report
  8. Question: টাইটান কোম্পানির সমাপন মজুদ পণ্য 4,000 টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নীট আয়ের উপর, এই ভুলের প্রভাব হবে যথাক্রমে-

    A
    কম প্রদর্শিত, বেশি প্রদর্শিত

    B
    কম প্রদর্শিত, কম প্রদর্শিত

    C
    বেশি প্রদর্শিত, কম প্রদর্শিত

    D
    কম প্রদর্শিত, বেশি প্রদর্শিত

    E
    বেশি প্রদর্শিত, শূন্য

    Note: Not available
    1. Report
  9. Question: একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয়, মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন। এটা কোন ধরনের ভুল?

    A
    লেখার ভুল

    B
    নীতির ভুল

    C
    পরিপূরক ভূল

    D
    বাদ পড়ার ভুল

    E
    কোন ভুল হয়নি

    Note: Not available
    1. Report
  10. Question: রবিনের কাছ থেকে প্রাপ্ত টাকা পিটারের হিসাবে ক্রেডিট কর হলে, কী ধরনের ভুল হবে?

    A
    বাদ পড়ার ভুল

    B
    খতিয়ানভুক্তির ভুল

    C
    পরিপূরক ভুল

    D
    নীতির ভুল

    E
    লেখার ভুল

    Note: একটি নির্দিষ্ট হিসাব ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর একটি হিসাব কে ডেবিট বা ক্রেডিট করা হলে যে ভুল সংঘটিত হয় তা বেদাখিলার ভুল বা খতিয়ানভুক্তির ভুলের অন্তর্গত।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd