Question: 1 লা সেপ্টেম্বর ব্যাংক বিবরণীতে (Bank Statement) 2015 টাকা ব্যালেন্স দেখায় ঐ দিন পর্যন্ত 81 টাকা ব্যাংক সেবা খরচ নগদান বহিতে দেখানো হয়নি। 600 টাকার একটি চেক পাওনাদারকে দেয়া হয়, যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ঐ দিন হাল নাগাদ করার পূর্বে নগদান বহিতে বালেন্স ছিল ঃ
A
B
C
D
1496 টাকা
B
2101 টাকা
C
2534 টাকা
D
2601 টকা
Note: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের নিয়ম অনুসারে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স এর সাথে 81 টাকা যোগ ও 600 টাকা বিয়েঅগ করলেই ঐদিন হাল নাগাদ করার পূর্বের নগদান ব্যালেন্স পাওয়া য়াবে।
সুতরাং নগদান ব্যালেন্স = (2015 + 81 - 600) টাকা = 1496 টাকা।