Question: হিসাব নীতির একটি প্রতিবন্ধকতা হচ্ছে:
Aসমাপ্তি মজুদের মূল্যায়ন
Bঐতিহাসিক নীতি
Cমূধন সংরক্ষণ
Dকোম্পানি আইনের বিধি বিধান
Eগোপন সঞ্চিতি
Note: হিসাব বিজ্ঞানের পরিচালনা সংক্রান্ত নির্দেশনাবলীকে তিন ভাবে ভাগ করা যায়। যথা- (১) ধারণা (২) নীতি (৩) সীমাবদ্ধতা। সীমাবদ্ধতার প্রভাবগুলো হলো বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা এবং রক্ষণশীলতার সীমাবদ্ধতা। রক্ষণশীলতার সীমাবদ্ধতা নির্দেশ করে যে- যখন সন্দেহ থাকবে তখন বিকল্প পদ্ধতির মধ্যে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতি সম্পত্তি ও মুনাফা বেশি দেখানো থেকে বিরত থাকবে। যেমন- সমাপনি মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে ক্রয়মূল্য এবং বাজার মূল্যের মধ্যে কম মূল্যটি বিবেচনা করা। সুতরাং হিসাব নীতির একটি প্রতিবন্ধকতা হচ্ছে সমাপ্তি মজুদের মূল্যায়ন।