হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: মিলকরণ (Matching) নীতি হিসাববিজ্ঞানের নির্দেশনা দেয়-

    A
    খরচের ক্ষেত্রে

    B
    সম্পত্তির ক্ষেত্রে

    C
    মালিকের ক্ষেত্রে

    D
    দায়ের ক্ষেত্রে

    Note: হিসাববিজ্ঞানের মিলকরণ নীতি চলতি বছরের আয়ের সাথে খরচের বা ব্যয়ের মিলকরণ বা সমন্বয় করণের নির্দেশনা দেয়।
    1. Report
  2. Question: ব্যবস্থাপনার দক্ষতা হিসাবভুক্ত হয় না-

    A
    রক্ষণশীলতা অনুযায়ী

    B
    গুরুত্ব সীমাবদ্ধতা অনুযায়ী

    C
    অর্থের অংকে পরিমাপযোগ্য ধারণা অনুযায়ী

    D
    ক্রয়মূল্য নীতি অনুযায়ী

    Note: লেনদেনের একটি প্রধান বৈশিস্ট্য হলে অর্থের অংকে পরিমাপযোগ্য। এ ধারণা অনুসারে ব্যবস্থাপনার দক্ষতা হিসাব ভুক্ত করা হয় না।
    1. Report
  3. Question: বিজ্ঞাপন খরচ যা চার বছরের জন্য প্রদান কর হয়েছে। এটি কোন ধরনের ব্যয়?

    A
    মূলধনজাতীয় ব্যয়

    B
    মুনাফাজাতীয় ব্যয়

    C
    চলতি ব্যয়

    D
    বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়

    Note: বিজ্ঞাপন খরচ চার বছরের জন্য প্রদত্ত হলে তা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হয়।
    1. Report
  4. Question: সম্পত্তির মূল্যায়ণল ক্রয়মূল্যে না দেখিয়ে অবসায়ন মূল্যে দেখানো- নিচের কোনটির সাথে অসাঞ্জস্যপূর্ণ?

    A
    রক্ষণশীলতার নীতি

    B
    সময়কাল ধারণ

    C
    মিলকরণ নীতি

    D
    চলমান প্রতিষ্ঠান ধারণ

    Note: Not available
    1. Report
  5. Question: প্রাথমিক খরচাবলীকে বিবিন্ন বৎসরের জন্য অবলোকন করা হয় কোন concept এর আওতায়?

    A
    Duel asopect concept

    B
    Fund concept

    C
    Business entity concept

    D
    Going concern concept

    Note: হিসাববিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা (Going concern concept) এ কারণে প্রাথমিক খরচাবলীকে বিভিন্ন বছরের জন্য অবলোপন করা হয়।
    1. Report
  6. Question: ব্যাংক বিবরণী প্রস্তুত করলে হিসাববিজ্ঞানের কোন নীতি পালন করা হয়?

    A
    মিলকরণ নীতি

    B
    িআয় আদায়করণ নীীত

    C
    পূর্ণ প্রকাশ নীতি

    D
    রক্ষণশীলতার নীতি

    Note: হিসাববিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসরণে ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুত করতে হয়।
    1. Report
  7. Question: যে নীতি আয় ও ব্যয়কে সমন্বয়ের নির্দেশ প্রদাণ করে তা হলো-

    A
    মিলকরণ নীতি

    B
    আয় স্বীকৃতি নীতি

    C
    ক্রয়মূল্য নীতি

    D
    হিসাবকাল নীতি

    Note: মিলকরণনীতি কোন হিসাবকালের আয়ের সাথে ব্যয়কে সমন্বয় করার নির্দেশ প্রদান করে।
    1. Report
  8. Question: হিসাববিজ্ঞানের কোন নীতি/ধারণা অনুসারে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়?

    A
    বকেয়অ ধারণা

    B
    আদায়করণ নীতি

    C
    চলমান প্রতিষ্ঠান ধারণা

    D
    পূর্ণ প্রকাশকরণ নীতি

    Note: হিসাববিজ্ঞানের চলমান ধারণা অনুসারে করা হয় যে কান ব্যবসায় প্রতিষ্ঠান অনন্ত কাল ধরে চলতে থাকবে। এই জন্য সম্পত্তি ক্রয়কে ক্রয় ব্যয় হিসাব বা মুনাফা জাতীয় ব্যয় গণ্য না করে মূলধন জাতীয় খরচ অর্থাৎ সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। পরবর্তীতে হিসাব- নিকাশের সময় সিম্পত্তির ক্রয় মূল্য হতে যতটুকু মূল্য ক্ষয় হয় উহাকে অবচয় খরচ হিসাবে দেখানো হয় এবং উক্ত অবচয় সম্পত্তির ক্রয় মূল্য হতে বাদ দিয়ে অবশিষ্ট মূল্য ভবিষ্যৎ বছর গুলোতে খরচ হবে এই ধারণর ভিত্তিতে উদ্বর্তপত্রে সম্পদ পার্শে দেখানো হয়। আর অবচয় ব্যয় বা সম্পত্তির ব্যবহার ব্যয় লাভ-ক্ষতি হিসাব খরচ বা ব্যয় হিসেবে দেখানো হয়। অর্থাৎ চলমান প্রতিষ্ঠান ধারণার কারণেই স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধার্য করা হয়।
    1. Report
  9. Question: হিসাব নীতির একটি প্রতিবন্ধকতা হচ্ছে:

    A
    সমাপ্তি মজুদের মূল্যায়ন

    B
    ঐতিহাসিক নীতি

    C
    মূধন সংরক্ষণ

    D
    কোম্পানি আইনের বিধি বিধান

    E
    গোপন সঞ্চিতি

    Note: হিসাব বিজ্ঞানের পরিচালনা সংক্রান্ত নির্দেশনাবলীকে তিন ভাবে ভাগ করা যায়। যথা- (১) ধারণা (২) নীতি (৩) সীমাবদ্ধতা। সীমাবদ্ধতার প্রভাবগুলো হলো বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা এবং রক্ষণশীলতার সীমাবদ্ধতা। রক্ষণশীলতার সীমাবদ্ধতা নির্দেশ করে যে- যখন সন্দেহ থাকবে তখন বিকল্প পদ্ধতির মধ্যে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতি সম্পত্তি ও মুনাফা বেশি দেখানো থেকে বিরত থাকবে। যেমন- সমাপনি মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে ক্রয়মূল্য এবং বাজার মূল্যের মধ্যে কম মূল্যটি বিবেচনা করা। সুতরাং হিসাব নীতির একটি প্রতিবন্ধকতা হচ্ছে সমাপ্তি মজুদের মূল্যায়ন।
    1. Report
  10. Question: আর্থিক বিবরণী তৈরির ভিত্তি হল-

    A
    হিসাববিজ্ঞানের ধারণাসমূহ

    B
    হিসাববিজ্ঞানের প্রথাসমূহ

    C
    হিসাববিজ্ঞানের নীতিসমূহ

    D
    উপরের সবকটি

    Note: আর্থিক বিবরণী তৈরির ভিত্তি এখানের সবগুলোই।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd