হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: হিসাব নীতির তাত্ত্বিক কাঠামোর প্রথম স্তরে কোনটি আলোচিত হয়?

    A
    হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য

    B
    হিসাবে উপাদানসমূহ

    C
    হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য

    D
    ধারণা নীতি ও সীমাবদ্ধতা

    Note: Not available
    1. Report
  2. Question: হিসাব বিজ্ঞান কীভাবে ব্যবসায়ের তথ্য প্রকাশ করে?

    A
    চিঠির মাধ্যমে

    B
    টেলিফোনের মাধ্যেমে

    C
    সরাসরি

    D
    বিবরণীর মাধ্যমে

    Note: Not available
    1. Report
  3. Question: হিসাব বিবরণীগুলোর ওপর নির্ভরযোগ্রতা বৃদ্ধি করে কী প্রয়োজন?

    A
    দক্ষ হিসাবরক্ষক

    B
    CA হোল্ডার

    C
    নিয়ম-নীতির অনুসরণ

    D
    সঠিক ভাষা শিক্ষা

    Note: Not available
    1. Report
  4. Question: হিসাব বিজ্ঞানের বিভিন্ন গবেষক ও সংস্থা হিসাববিজ্ঞানের উদ্দেশ্য সফল করার জন্যে কী প্রবর্তন করেন?

    A
    LASC

    B
    GAAP

    C
    LAS

    D
    FASB

    Note: Not available
    1. Report
  5. Question: GAAP এর পূর্ণরূপ কোনটি?

    A
    Generally Accounting accepted principles

    B
    Generally Accounting accounting principles

    C
    Generally accepted accounts principles

    D
    Generally accepted accounting principles

    Note: Not available
    1. Report
  6. Question: “Every Business run in its own way with own entity" কারবার হতে মালিককে আলাদা সত্তা হিসাবে গণ্য করা হয়। উক্তিটিতে হিসাব বিজ্ঞানের কোন নীতি প্রকাশ পেয়েছে-

    A
    হিসাবকাল

    B
    কারবারি সত্তা

    C
    ক্রয়নীতি

    D
    দ্বৈতসত্তা

    Note: Not available
    1. Report
  7. Question: হিসাব সমীকরণ, সম্পদ = মূধলন + দায় হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুযায়ী-

    A
    ক্রয়মূল্য নীতি

    B
    কারবারী সত্তা

    C
    আদায়করণ নীতি

    D
    দ্বৈত ফলাফল

    Note: Not available
    1. Report
  8. Question: ব্যবস্থাপনার দক্ষতা, মুনাফা অর্জনের ক্ষমতা, ব্যবসায়ের জন্য শক্তি ইত্যঅদি বিষয়গুলো হিসাববিজ্ঞানে অন্তর্ভুক্ত হয় না-

    A
    রক্ষণশীলতা অনুযায়ী

    B
    সামঞ্জস্য অনুযায়ী

    C
    বস্তুনিষ্ঠতা অনুযায়ী

    D
    আর্থিক মূল্যের একক ধারণা অনুযায়ী

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটি আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য নয়?

    A
    বিনিয়োগ এবং ঋণ প্রাপ্তিতে সহায়ক তথ্য প্রদান

    B
    সম্পত্তি, দায় এবং এদের পরিবর্তন সংক্রান্ত তথ্য প্রদান

    C
    ভবিষ্যৎ নগদ প্রবাহ নির্ধারণে সহায়ক তথ্য প্রদান

    D
    ব্যবসায়ের অবসায়ন মূল্য সংক্রান্ত তথ্য প্রদান

    Note: Not available
    1. Report
  10. Question: একটি প্রিন্টিং দোকান জুন ৩০ তারিখে রেস্টুরেন্ট মেনু প্রিন্ট বাবদ একজন গ্রাহককে ১,০০০ টাকা সেবা প্রদান করেছে। বকেয়অ টাকার জন্য গ্রাহকের নিকট জুলােই ৫ তারিখে গ্রাহকের নিকট হতে ১,০০০ টাকার একটি চেক গ্রহণ করা হয়েছে। প্রিন্টিং এর দোকান সর্বজন স্বীকৃত হিসাববিজ্ঞানের নীতিমালা মেনে চলে এবং আয় স্বীকৃতি নীতি প্রয়োগ করে। ১,০০০ টাকার আয় কখন অর্জিত হয়েছে বলে বিবেচনা করতে হবে?

    A
    জুন ৩০

    B
    জুলাই ১

    C
    জুলাই ৫

    D
    জুলাই ২৫

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd