হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: একটি কোম্পানি বছরের পর বছর একই হিসাব পদধতি ও নীতি ব্যবস্থা করাকে বলে:

    A
    Comparability

    B
    Reliability

    C
    Consistency

    D
    Materiality

    Note: কোন কোম্পানিতে বছরের পর বছর একই হিসাব পদ্ধতি ও নীতির ব্যবহার করাকে Consistency বলা হয়।
    1. Report
  2. Question: আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী?

    A
    আয়স্বীকৃতি

    B
    ব্যয় স্বীকৃতি

    C
    সময়কাল

    D
    চলমান প্রতিষ্ঠান

    Note: হিসাববিজ্ঞানের হিসাবকাল বা সময়কাল নীতি অনুসারে প্রতিষ্ঠানের চলমান জীবকনকালকে নির্দিস্ট সময়ে ভাগ করা হয় এবং উক্ত সময়ের জন্য আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করে নীট আয় বা ক্ষতি নির্ণয় করা হয় এবং ‍উদ্বর্তপত্রের মাধ্যমে সম্পতিদ্ত- দেনাদার পমিাণ প্রদর্শন করা হয়। সুতরাং হিসাবকাল নীতি অনুসারে আয় বিবরণী প্রস্তুত করা হয়।
    1. Report
  3. Question: অবচয় পদ্ধতি নির্ণয় করা হয় নিম্নের কোন নীতির কারণে?

    A
    ক্রয়মূল্য নীতি

    B
    ব্যয় সংক্রান্ত নীতি

    C
    ব্যবসায় চলমান নীতি

    D
    রক্ষণশীলতা

    Note: হিসাববিজ্ঞানের চলমাননীতি অনুসারে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়। আর অবচয় পদ্ধতি নির্ণয় করা হয় হিসাববিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুসারে এ নীতি অনুসারে যে পদ্ধতিতে বেশি অবচয় ধার্য হবে সে পদ্ধতি নির্বঅচন করতে হবে।
    1. Report
  4. Question: অল্প মূল্যের দীর্ঘ জীবনের সম্পত্তিকে খরচ হিসেবে দেখানো হয় কোন নীতি অনুসারে?

    A
    বস্তুনিষ্ঠতার নীতি

    B
    তাৎপর্য পূর্ণতার নীতি

    C
    সুবিবেচনার নীতি

    D
    চলমান নীতি

    Note: হিসাববিজ্ঞানের বস্তুনিষ্ঠতার নীতি অনুসারে অল্প মূল্যের সম্পত্তি যদিও দীর্ঘ জীবন ধারী হয়, তবুও ইহা খরচ হিসাবে দেখানো হয়। যেমনঃ স্টীলের স্কেল ক্রয় খরচ।
    1. Report
  5. Question: মজুদপণ্য মূল্যায়নের ক্ষেত্রে একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিবছর FIFO পদ্ধতি ব্যবহার করে। এ প্রয়োগ হিসাববিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল?

    A
    চলমান নীতি

    B
    পূর্ণ প্রকাশের নীতি

    C
    রক্ষণশীলতার নীতি

    D
    সামঞ্জস্যতার নীতি

    Note: সামঞ্জস্যতা/ধারাবাহিকতা/স্থিরতা নীতি অনুসারে কোম্পান হিসাব নিকাশের ক্ষেত্রে বছরের পর বছর একই পদ্ধতি বা নীত অনরুসরণ করবে।
    1. Report
  6. Question: চলমান নীতি অনুযায়ী একটি প্রতিষ্ঠান নিম্নের কোনটির অন্তর্ভূক্ত হবেঃ

    A
    নিকট ভবিষ্যতে বিলুপ্ত হবে

    B
    অন্য একটি প্রতিষ্ঠান দ্বারা ক্রয়কৃত হবে

    C
    ব্যবসায়ের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম চলবে

    D
    অনন্তকাল ধরে ব্যবসা চলবে

    Note: হিসাববিজ্ঞানের চলমান নীতি অনুসারে ধরে নেয়া হয় যে ব্যবসায় প্রতিষ্ঠান একবার চালু হলে তা অনন্ত কাল ধরে চলবে।
    1. Report
  7. Question: নিম্নের কোন নীতি অনুযায়ী Beximco Ltd. এর কার্যক্রম Beximco Pharmacutical Ltd. এর কার্যক্রম থেকে পৃথক বলে বিবেচিত হবেঃ

    A
    চলমান নীতি

    B
    সত্ত্বার নীতি

    C
    হিসাব বর্ষের নীতি

    D
    প্রকাশের নীতি

    Note: হিসাববিজ্ঞানের ব্যবসায় স্বত্ত্বা নীতি অনুসারে ব্যবসায়কে মালিক পক্ষ হতে আলাদা বিবেচনা করা হয়। এবং মালিকের প্রদত্ত মূধনকে ব্যবসায়ের দায় হিসেবে গণ্য করা হয়। এ নীতির কারণেই Beximco Ltd. এর কার্যক্রম Beximco Pharmacutical Ltd. এর কার্যক্রম থেকে পৃথক বলে বিবেচিত করা হয়।
    1. Report
  8. Question: একটি বড় ব্যবসায়ে অতি ছোট-খাট স্থায়ী সম্পত্তি (স্টীলের স্কেল ক্যালকুলেটর ইত্যাদি) মেটেরিয়ালিটি (গুরুত্ব) অনুসারে স্থায়ী সম্পত্তি হিসাব হয় নাই। হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর ভিত্তি করে এটি করা হয়েছে?

    A
    সামঞ্জস্য নীতি

    B
    সংরক্ষণশীলতা

    C
    মেটেরিয়ালিটি (গুরুত্ব)

    D
    চলমান নীতি

    Note: বড় ব্যবসায় প্রতিষ্ঠানের ছোট-খাট স্থায়ী সম্পত্তি (স্টীলের ক্যালকুলেটর ইত্যাদি) মেটেরিয়াল (গুরুত্ব) অনুসারে স্থায়ী সম্পত্তি হিসাব উদ্বর্তপত্রে দেখানো হয় না। এগুলোকে খরচ হিসেবে দেখানো হয়।
    1. Report
  9. Question: হিসাব বিদগণ ‘নীতি’ শব্দের পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করেন?

    A
    অনুমান

    B
    কৌশল

    C
    কল্পনা

    D
    প্রমাণ

    Note: Not available
    1. Report
  10. Question: FASB কর্তৃক স্বীকৃত সর্বজনগ্রাহ্য নীতি কোনটি?

    A
    LAS

    B
    IFA

    C
    IRS

    D
    CAAP

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd