Question: ১৯৯৮ সনের জানুয়ারী ১লা তারিখে সন্দেহজনক কু-ঋণ সঞ্চিতির জের ছিল ১০,০০০ টাকা। এ বছর কু-ঋণের পরিমাণ ছিল মোট ১৮,০০০ টাকা এবং পূর্ববর্তী বছরে কু-ঋণকৃত ৫,০০০ টাকা পুনরুদ্ধার করা হয়। সারা বছর মোট ধারে বিক্রয়য়ের পমিাণ ছিল ১০,০০,০০০ টাকা। কু-ঋণ সঞ্চিতির হার শতকরা ২ ভাগ। বছরান্তে কু-ঋণ সঞ্চিতি হিসাবে জের কত হবে?
A১২,০০০ টাকা
B২০,০০০ টাকা
C১৭,০০০ টাকা
D৩০,০০০ টাকা
Note: এ বছর নতুন কু-ঋণ সঞ্চিতির পরিমাণ
= (১০,০০,০০০ x ২%) = ২০,০০০ টাকা।
যেহেতু, ধারে বিক্রয় ১০,০০,০০০ টাকা (দেনাদার)
ৎবছর শেষে কু-ঋণ সঞ্চিতি হিসাবের জের = নতুন কু-ঋণ সঞ্চিতি (+) পুরাতন কু-ঋণ সঞ্চিতি (+) কু-ঋণকৃত টাকা পুনরুদ্ধার (-) কু-ঋণ
= (২০,০০০ + ১০,০০০ + ৫,০০০ - ১৮,০০০) টাকা
= ৩৫,০০০ - ১৮,০০০) টাকা = ১৭,০০০ টাকা।