Question: শহীদ লিঃ এ প্রাপ্য হিসাবের জের ২০০১ সালের শেষে ছিল ১,০০,০০০ টাকা, কু-ঋণ ছিল ৫,০০০ টাকা, ২০০১ সালের ১লা জানুয়ারি কু-ঋণ সঞ্চিতি ৩,০০০ টাক, ২০০১ সালের শেষে প্রাপ্য হিসাবের উপর ৪% সঞ্চিতি রাখতে হবে। লাভ-ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করতে হবে?
A
B
C
D
E
৮,০০০ টাকা
B
৯,০০০ টাকা
C
৭,০০০ টাকা
D
৬,০০০ টাকা
E
উপরের কোনটিই নয়
Note: প্রাপ্য হিসাবের অর্থ/আরেক নাম দেনাদার হিসাব। আর দেনাদার হিসাবের উপর শতকরা হারে কু-ঋণ ধার্য করা হলে চলতি হিসাবকালে যত টাকা কু-ঋণ বলে গণ্য হবে ঠিক তত টাকাই লাভ-ক্ষতি হিসাবে চার্জ করতে হবে। চলতি হিসাবকালের কু-ঋণ নির্ণয়ের সূত্রটি হল-০ চলতি হিসাব কালের কু-ঋণের পরিমাণ = সমাপ্তি কু-ঋণ (+) নতুন কু-ঋণ সঞ্চিতি (-) পুনরুদ্ধারকৃত টাকা (কু-ঋণ বাবদ) (-) পুরাতন কু-ঋণ সঞ্চিতি
প্রশ্নে দেয়া আছে,
দেনাদার (প্রাপ্য হিসাব) ১,০০,০০০ টাকা।
নতুন কু-ঋণ সঞ্চিতির হার ৪%
অতএব, নতুন কু-ঋণের পরিমাণ
= (৫০০০ + ৪০০০ - ৩০০০ -(০) নাই) টাকা।
= (৯,০০০ - ৩,০০০) টাকা = ৬,০০০ টাকা
অর্থাৎ এ বছর লাভ ক্ষতি হিসাব চার্জ করতে হবে = ৬,০০০ টাকা।