Question: নিচের কোনটি সমন্বয দাখিলার উদাহরণ-
A
B
C
D
বাকীতে মনিহারী সম্ভার ক্রয়কে হিসাবে লিপিবদ্ধ করা
B
একটি ট্রাকের অবচয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা
C
খরিদ্দার গণকে সেবা প্রদান করে তাদের হিসাবে বিল সমূহ লিপিবদ্ধ করা
D
কর্মীগণকে মজুরী প্রদানর করে হিসাবে লিপিবদ্ধ করা হয়
Note: ক, গ, ও ঘ এর লেনদেনগুলো হলো সাধারণ বা দৈনন্দিন লেনদেন। শুধুমাত্র খ,-এর লেনদেনটি হল সমন্বয় দাখিলার উদাহরণ। কারণ ট্রাক ক্রয় করার সময় যে ব্যয় করা হয়েছিল তা সম্পত্তি হিসেবে গণ্য করা হয়েছিল। তা্ পিরবর্তীতে প্রতিটি হিসাবকালে উক্ত ব্যয়কে ভাগ করে দেয়ার জন্য নির্দিষ্ট হারে আয়ের বিপরীতে অবচয় খরচ নামে চার্জ করা হয়। অর্থা আয়ের বিপরীতে অবচয় ব্যয়কে সমন্বয় করা হয়। আর এজন্য যে দাখিলা দেওয়া হয় তা সমন্বয় দাখিলার অন্তর্ভুক্ত।