হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিচের কোনটি সমন্বয দাখিলার উদাহরণ-

    A
    বাকীতে মনিহারী সম্ভার ক্রয়কে হিসাবে লিপিবদ্ধ করা

    B
    একটি ট্রাকের অবচয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা

    C
    খরিদ্দার গণকে সেবা প্রদান করে তাদের হিসাবে বিল সমূহ লিপিবদ্ধ করা

    D
    কর্মীগণকে মজুরী প্রদানর করে হিসাবে লিপিবদ্ধ করা হয়

    Note: ক, গ, ও ঘ এর লেনদেনগুলো হলো সাধারণ বা দৈনন্দিন লেনদেন। শুধুমাত্র খ,-এর লেনদেনটি হল সমন্বয় দাখিলার উদাহরণ। কারণ ট্রাক ক্রয় করার সময় যে ব্যয় করা হয়েছিল তা সম্পত্তি হিসেবে গণ্য করা হয়েছিল। তা্ পিরবর্তীতে প্রতিটি হিসাবকালে উক্ত ব্যয়কে ভাগ করে দেয়ার জন্য নির্দিষ্ট হারে আয়ের বিপরীতে অবচয় খরচ নামে চার্জ করা হয়। অর্থা আয়ের বিপরীতে অবচয় ব্যয়কে সমন্বয় করা হয়। আর এজন্য যে দাখিলা দেওয়া হয় তা সমন্বয় দাখিলার অন্তর্ভুক্ত।
    1. Report
  2. Question: নিম্নলিখিত সমন্বয় এন্ট্রির সমূহের মধ্যে কোনটি প্রধান সমন্বয় এন্টি নয়?

    A
    অগ্রপ্রদত্ত খরচ

    B
    অর্জিত রাজস্ব

    C
    বকেয়া খরচ

    D
    বকেয়া রাজস্ব

    Note: আয় বা রাজস্ব অর্জিত হওয়া হলো দৈনন্দিন লেনদেন। এ ধরনের লেনদেনের জন্য সমন্দবয় এন্ট্রি দেয়ার প্রয়োজন হয় না। শুধুমাত্র দৈনন্দিন দাখিলা প্রদান করলেই হয়। অতএব, প্রশ্নটিত সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর প্রধান সমন্বয় এন্ট্রির উদাহরণ।
    1. Report
  3. Question: ১ জানুয়ারি, ২০০০ তারিখে যদি জমাকৃত মুনাফা হিসাবের জের ৬৩,০০০ টাকা হয় এবং কো্ম্পানি ২০০০ সালে নিট ক্ষতির পরিমাণ ১২,০০০ টাকা হয়, তবে সমাপনী দাখিলার অন্তর্বুক্ত হবে-

    A
    জমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ৬৩,০০০ টাকা

    B
    জমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ৭৫,০০০ টাকা

    C
    জমাকৃত মুনাফা হিসাবে ক্রেডিট ৭৫,০০০ টাকা

    D
    জমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ১২,০০০ টাকা

    E
    জমাকৃত মুনাফা হিসাবে ক্রেডিট ১২,০০০ টাকা

    Note: সমাপনী দাখিলার দ্বারা আয় সারাংশ হিসাবকে বন্ধ করে উক্ত হিসাবের জেরকে (ডেবিট জের বলতে নীট ক্ষতি এবং ক্রেডিট জের বলতে নীট লাভ বুঝায়) জমাকৃত মুনাফা হিসাবে স্থানান্তর করা হয়। নীট ক্ষতি হলে জমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ও আয় সারাংশ হিসাব ক্রেডিট করতে হয়। কারণ নীট ক্ষতি দ্বারা জমাকৃত মুনাফা হ্রাস পায়। অন্য দিকে নীট লাভ হলে জমাকৃত মুনাফা হিসাবে ক্রেডিট ও আয় সারাংশ হিসাবকে ডেবিট করা হয়। কারণ নীট লাভ হলে জমাকৃত মুনাফা বৃদ্ধি পায়। প্রশ্নটিতে যেহেতু নীট ক্ষতি হয়েছে ১২,০০০ টাকা। ফলে ১২,০০০ টাকা দ্বারা জমাকৃত মুনাফা হিসাবকে ডেবিট ও আয় সারাংশ হিসাবকে ক্রেডিট করে জমাকৃত মুনাফা হ্রাস করতে হবে।
    1. Report
  4. Question: অবচয় নিচের কোনটির ব্যয় বন্টন প্রক্রিয়া-

    A
    চলতি সম্পত্তি

    B
    দায়ের

    C
    স্থায়ী সম্পত্তি

    D
    আয়ের

    E
    প্রতি সম্পত্তির

    Note: Not available
    1. Report
  5. Question: কোন নীতির কারণে প্রতিবছর বা প্রতি হিসাবকালে একই পদ্ধতিতে অবচয় ধরতে হবে-

    A
    সমন্বয় নীতি

    B
    চলমান প্রতিষ্ঠান ধারণা

    C
    আয় সনাক্তকরণ নীতি

    D
    হিসাবকাল ধারণা

    E
    সামঞ্জস্যতার নীতি

    F
    হিসাবকাল ধারণা

    Note: Not available
    1. Report
  6. Question: স্থায়ী সম্পত্তি ব্যবহারের বার্ষিক চার্জ হল-

    A
    অবচয়

    B
    ব্যয়

    C
    আয়

    D
    দায়

    E
    সম্পত্তি

    Note: Not available
    1. Report
  7. Question: অবয় হিসাব ভুক্ত করা না হলে-

    A
    খরচ কম ও মানাফা বেশি দেখানো হয়

    B
    খরচ কম ও সম্পত্তি বেশি দেখানো হয়

    C
    মুনাফা ও সম্পত্তি বেশি দেখানো হয়

    D
    ক + খ

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  8. Question: অবচয় ব্যয় ধার্য-করার উদ্দেশ্য হল-

    A
    প্রকৃত লাভ-ক্ষতি নিরূপণ

    B
    প্রকৃত করদায় নির্ণয়

    C
    প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন

    D
    প্রকৃত উৎপাদন ব্যয় নিরূপণ

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোন সম্পত্তিটির অবচয় ধরা হয় না-

    A
    গাড়িঘোড়া

    B
    দালানকোঠা

    C
    সরঞ্জাম

    D
    ভুমি

    E
    আসবাবপত্র

    Note: Not available
    1. Report
  10. Question: সরল রৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য বলতে বোঝায়-

    A
    ক্রমহ্রাসমান জের পদ্ধতির দ্বিগুণ হারে অবচয় ধার্যের পদ্ধতি

    B
    সরল রৈখিক পদ্ধতি

    C
    ক + খ

    D
    সরল রৈখিক পদ্ধতির অবচয় হারের দ্বিগুণ হার ধরে

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd