Question: NPUAU কোম্পানি ২০০৫ সালের ১লা জানুয়ারি ৪,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা ও ব্যবহারিক আয়ুস্কাল ৫ বছর, ২০০৭ সালে ৩১ শে ডিসেম্বর সম্পত্তিটির পুঞ্জিভূত অবচয় হিসাবের জের কত টাকা হবে?
Question: ১লা জানুয়ারি ২০০৬এ করিম গার্মেন্টস এর মেশিন হিসাবের জের ছিল ৫০,০০০ টাকা। ১লা আগস্ট ২০০৬ এ ১০,০০০ টাকার নতুন মেশিন ক্রয় এবং ১লা অক্টোবর ২০০৬ সালে ৫,০০০ টাকা ক্রয় মুল্যের মেশিন ৫,০০০ টাকাই বিক্রি করে। ১০% ক্রামহ্রাসমান জের পদ্ধতিতে ৩১শে ডিসেম্বর ২০৬ সনের সমাপ্ত বছরের অবচয় কত?
Question: ডেভ হোয়াটমোর তার জিমনেসিয়ামের জন্য ২০০৬ সালের শুরুতে একটি মেশিন ক্রয় করে ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০১০ সালের ১লা জানুয়ারী যদি মেশিনটির বহিঃমূল্য ৯৪,২০৮ টাকা তবে মেশিনটির ক্রয়মূল্য কত টাকা?
Question: মোহাম্মদ রবিউলের হোটেলের জন্য একটি সম্পত্তি ৬৩,০০০ টাকায় ক্রয় করে, এর ভগ্নাংবশেষ মূল্য যদি ৩,০০০ টাকা হয়। আয়ুস্কাল অনুমান করা হয় ৫ বছর। তবে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত হবে?