হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: অবয়কে লাভ-লোকসান হিসাবে স্থানান্তরের জাবেদা হল-

    A
    অবচয় হিসাব ডেঃ টু লাভ-ক্ষতি হিসাব

    B
    লাভ-ক্ষতি হিসাবঃ ডেঃ অবচয় হিসাব

    C
    অবচয় হিসাব ডেঃ টু সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব

    D
    সম্পত্তি হিসাব ডেঃ টু অবচয় হিসাব

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  2. Question: নিম্নের যে টি অনুমান ভিত্তিক খরচ-

    A
    অবচয়

    B
    অগ্রীম প্রদত্ত বীমা

    C
    অনাদায়ী দেনা

    D
    শুল্ক

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  3. Question: অবচয় সঞ্চিতি হিসাব খোলার পর অবচয়কে হিসাবভুক্তি করার জাবেদা দাখিলা হবে-

    A
    অবচয় সঞ্চিতি হিসাব ডেঃ টু অবচয় হিসাব

    B
    অবচয় হিসাব ডেঃ টু অবচয় সঞ্চিতি হিসাব

    C
    অবচয় হিসাব ডেঃ টু নগদান হিসাব

    D
    অবচয় হিসাব ডেঃ টু অবচয় হিসাব

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  4. Question: অবচয় ধার্যের ফলে-

    A
    সম্পত্তি ও মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায়

    B
    সম্পত্তি ও মালিকানা স্বত্ত্ব হ্রাস পায়

    C
    সম্পত্তি হ্রাস ও মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায়

    D
    সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায়

    E
    কোনটিই সঠিক নয়

    Note: Not available
    1. Report
  5. Question: রেওয়ামিল তৈরি করার সময় ‘অবচয় সঞ্চিতি হিসাবের জের’ দেখানো হয়-

    A
    ডেবিট পার্শ্বে

    B
    অবচয়ের অংশ বলে দেখানো হয় না

    C
    ক্রেডিট পার্শ্বে

    D
    ক অথবা খ

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: NPUAU কোম্পানি ২০০৫ সালের ১লা জানুয়ারি ৪,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা ও ব্যবহারিক আয়ুস্কাল ৫ বছর, ২০০৭ সালে ৩১ শে ডিসেম্বর সম্পত্তিটির পুঞ্জিভূত অবচয় হিসাবের জের কত টাকা হবে?

    A
    ২,২৮,০০০ টাকা

    B
    ২,৫২,০০০ টাকা

    C
    ১৭২,০০০ টাকা

    D
    ১,৫২,০০০ টাকা

    E
    ১,৫৬,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: Anjaly কম্পিউটারস-এর দালান কোঠা ৫০,০০,০০০ টাকা। কম্পিউটার ২০,০০,০০০ টাকা, হার্ডডিক্স ১০,০০,০০০ টাকা, কম্পাক্ট ডিস্ক মজুদ ১০০,০০০ টাকা, ১০% হারে অবচয় কত হবে?

    A
    ৮,১০,০০০ টাকা

    B
    ৫,০০,০০০ টাকা

    C
    ৭০০,০০০ টাকা

    D
    ৮,০০,০০০ টাকা

    E
    ৭,৯০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: ১লা জানুয়ারি ২০০৬এ করিম গার্মেন্টস এর মেশিন হিসাবের জের ছিল ৫০,০০০ টাকা। ১লা আগস্ট ২০০৬ এ ১০,০০০ টাকার নতুন মেশিন ক্রয় এবং ১লা অক্টোবর ২০০৬ সালে ৫,০০০ টাকা ক্রয় মুল্যের মেশিন ৫,০০০ টাকাই বিক্রি করে। ১০% ক্রামহ্রাসমান জের পদ্ধতিতে ৩১শে ডিসেম্বর ২০৬ সনের সমাপ্ত বছরের অবচয় কত?

    A
    ৫২৯২.৬৭ টাকা

    B
    ৫২৯১.৭৬ টাকা

    C
    ৫২৯১.৬৭ টাকা

    D
    ৫১৯২.৬৭ টাকা

    E
    ৯৫২১.৬৭ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: ডেভ হোয়াটমোর তার জিমনেসিয়ামের জন্য ২০০৬ সালের শুরুতে একটি মেশিন ক্রয় করে ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০১০ সালের ১লা জানুয়ারী যদি মেশিনটির বহিঃমূল্য ৯৪,২০৮ টাকা তবে মেশিনটির ক্রয়মূল্য কত টাকা?

    A
    ২,২০,০০০ টাকা

    B
    ১৩০,০০০ টাকা

    C
    ৩,৩০,০০০ টাকা

    D
    ১,২০,০০০ টাকা

    E
    ২,৩০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: মোহাম্মদ রবিউলের হোটেলের জন্য একটি সম্পত্তি ৬৩,০০০ টাকায় ক্রয় করে, এর ভগ্নাংবশেষ মূল্য যদি ৩,০০০ টাকা হয়। আয়ুস্কাল অনুমান করা হয় ৫ বছর। তবে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত হবে?

    A
    ১২,০০০ টাকা

    B
    ১৩,০০০ টাকা

    C
    ১২,৬০০০ টাকা

    D
    ১১,৬০০ টাকা

    E
    ১৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd