Question: ভাড়া (খরচ) হিসাবে ৭,৫০০ টাকা ডেবিট জের ছিল। বৎসর শেষে জানা যায় যে, এর মধ্যে ২,৫০০ টাকা পরবর্তী বৎসরের সাথে সম্পর্কিত, এই সমন্বয়ের জন্য জাবেদা হবে-
Aডেবিট ভাড়া হিসাব, ক্রেডিট নগদান হিসাব
Bডেবিট নগদান হিসাব, ক্রেডিট ভাড়া হিসাব
Cডেবিট নগদান হিসাব, ক্রেডিট পূর্বপ্রদত্ত ভাড়া হিসাব
Dপূর্বপ্রদত্ত ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট
Note: ভাড়া হিসাবে ৭,৫০০ টাকা ডেবিট জের থাকা মানে বুঝায় যে উক্ত সময়ে ভাড়া খরচ হিসাবে ৭,৫০০ টাকার পুরোটাই সংশ্লিষ্ট হিসাব কালের বলে গণ্য হবে না। এর মধ্যে থেকে ২,৫০০ টাাক পরবর্তী বৎসরের জন্র বাদ দিয়ে এ বছর ৫,০০০ টাকা হিসাবভূক্ত করতে হবে। ফলে ভাড়া খরচ থেকে অগ্রীম ভাড়া বাদ দিতে হলে ভাড়া খরচকে ক্রেডিট করতে হবে এবং অগ্রীম ভাড়া এ বছরের সম্পত্তি বলে গণ্য হওয়ার অগ্রীম ভাড়া হিসাব ডেবিট করতে হবে।