হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: হিউসল প্রা. লি. এর সম্পত্তির অবচয়যোগ্য মূল্য ৫,৫০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। অবচয় ধার্যের ক্ষেত্রে কোম্পানির সরল লেখিক পদ্ধতি অনুসরণ করে। সম্পত্তিটির আয়ুষ্কাল ১০ বছর। ৬ষ্ঠ বছরের অবচয় কত?

    A
    ৫০,০০০ টাকা

    B
    ৫৫,০০০ টাকা

    C
    ৪০,০০০ টাকা

    D
    ৫,৫০০ টাকা

    E
    ৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: লায়লা রাইস ফ্যঅক্টরীর ২০০৩ সালে একটি মেশিনের মূল্য ১২,০০,০০০ টাকা। যার ভগ্নাবশেষ মূল্য অনামান করা হয় ২,০০,০০০ টাকা এবং উৎপাদন করে ১,০০০ একক। মেশিনটির উৎপাদন ক্ষমতা ২০,০০০ একক উক্ত বছরের অবচয় কত হবে-

    A
    ৮২,০০০ টাকা

    B
    ১২,০০০ টাকা

    C
    ৩৮,০০০ টাকা

    D
    ৪০,০০০ টাকা

    E
    ৫০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোনটি স্থায়ী সম্পদের সবচেয়ে ভল বিবরণ?

    A
    যেগুলো ব্যবসায়ের জন্য কেনা হয়েছে

    B
    যেগুলো ব্যবসায়ের যা দ্রুত ক্ষয় প্রাপ্ত হবে না

    C
    যেসব মূল্যবান দ্রব্য ব্যবসায়ের জন্য কেনা হয়েছে

    D
    যেগুলোর দীর্ঘ জীবন রয়েছে এবং বিশেষত পুনঃ বিক্রয়ের জন্য কেনা হয় নি

    Note: যে সকল সম্পত্তি অর্জনের জন্য মূলধন জাতীয় ব্যয় করা হয় এবং দীর্ঘ দিন ব্যবসায়ে ব্যবহার করা যাবে বা যার দীর্ঘ জীবন রয়েছে এবং যা বিশেষত পুনঃ বিক্রয়ের জন্য কেনা হয় নি। শুধুমাত্র ব্যবসায়ের ব্যবহারের জন্য করা হয়েছে।
    1. Report
  4. Question: উদ্বর্তপত্রে উপস্থাপিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন ধরনের তথ্যাবলী হল-

    A
    প্রতিষ্ঠানের নাম, তারিখ এবং হিসাব সমীকরণের সার্বিক অবস্থা

    B
    মূলধন, দায় এবং সম্পত্তির বর্ণনা

    C
    মূলধন, দায় এবং সম্পত্তির অংক

    D
    মালিকের ইকুইটি, অবিলিকৃত আয় িএবং সম্পত্তি

    Note: উদ্বর্তপত্রে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের বিবরণী মাত্র প্রশ্নটি উত্তরের জন্য প্রদত্ত সবগুলো Option ই উদ্বর্তপত্রের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু এদের মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তিন ধরনের তথ্যাবলী হল (ক) প্রতিষ্ঠানের নাম, তারিখ ও হিসাব সমীকরণের সার্বিক অবস্থা। কারণ, হিসাব সমীকরণের সার্বিক অবস্থা বলতে (খ০, (গ), (ঘ) এর সব তথ্যই বোঝায়।
    1. Report
  5. Question: নীচের কোন কোন প্রতিবেদনে যথাক্রমে খরচ ও উত্তোলন দেখানো হয়-

    A
    উদ্বর্তপত্র ও আয় বিবরণী

    B
    িআয় বিবরণী ও উদ্বর্তপত্র

    C
    মালিকের স্বত্ত্ব বিবরণী ও উদ্বর্তপত্র

    D
    কোনটিই নয়

    Note: খরচ ও ব্যয় দেখানোর জন্য দুটি পদ্ধতি প্রচলিত আছে। (i) ব্রিটিশ পদ্ধতি অনুসারে খরচ সমূহকে ক্রয়-বিক্রয় হিসাবে অথবা লাভ-ক্ষতি হিসাবে দেকানো হয়। (ii) আমেরিকান পদ্ধতি- অনুযায়ী খরচ সমূহ দেকানো হয় আয় বিবরণীতে। উত্তোলন প্রতিষ্ঠানের নিকট ব্যয় বলে গণ্য হলেও যেহেতু ইহা মালিকের স্বত্বকে কমিয়ে দেয় বা ক্রাস করে সেহেতু আমেরিকান পদ্ধতি অনুসারে ইহাকে মালিকের স্বত্ত্ব বিবরণী বা মালিকানা স্বত্ত্ব বিবরণীতে দেখানো হয়, আর বৃটিশ পদ্ধতি অনুযায়ী উত্তোলনকে দোখানো হয় উদ্বর্তপত্রের দায়ের কলামের অভ্যন্তরের মালিকের মূল্যধন থেকে বিয়োগ করে। যেহেতু প্রম্নটিরে উত্তরের জন্য প্রদত্ত Option গুলোতে এ ধরনের উত্তর নাই।
    1. Report
  6. Question: সম্পত্তি ও দায়ের বিবরণী হিসাবে উদ্বর্তপতের মৌখিক সীমাবদ্ধতা হল-

    A
    সম্পত্তিসমূহ ক্রয়মূল্যে দেখানো হয়

    B
    সম্পত্তির দিকে এমন আইটেমসমূহ দেখানো হয় যেগুলো সম্পত্তি নয়

    C
    এটা সারা বৎসরের জন্য তৈরি করা হয় না

    D
    সবগুলোই

    Note: সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ব নিয়ে উদ্বর্তপত্র তৈরি করা হয় না প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ বিবরণী হিসেবে গণ্য হয়। উদ্বর্তপত্রে (ক) স্থায় সম্পত্তি সমূহ ক্রয় মূল্যে দেকানো হয়। ফলে পরবর্তী বছরে বা হিসাবকালে এর আদায়যোগ্য মূল্য কত হবে তা দেখানো হয় না, যা উদ্বর্তপত্রের সীমাবদ্ধতা বলে গণ্য হয়। (খ) উদ্বর্তপত্র সম্পত্তির দিকে প্রাথমিক খরচ, শেয়ার বাট্টা/অবহার ইত্যাদি দেখানো হয়ে থাকে যা প্রকৃতপক্ষে সম্পত্তি নয়। সুতরাং এটি উদ্বর্তপত্রের একটি সীমাবদ্ধতা Option (গ) ও হল উদ্বর্তপত্রের একটি সীমাবদ্ধতা। কারণ, এটা একটি নির্দিষ্ট দিনের বা তারিখের বা সময় বিন্দুর জন্য প্রস্তুত করা হয়। কিন্তু সারা বছরের জন্য প্রস্তুত করা হয় না।
    1. Report
  7. Question: উদ্বর্তপত্র হচ্ছে সম্পত্তি ও দায়ের ঐ ধরনের একটি বিবরণী, যা প্রযোজ্য

    A
    একটি নির্দিস্ট তারিখের জন্য

    B
    বৎসরান্তে

    C
    একটি হিসাবকালের জন্য

    D
    একটি নির্দিস্ট সময়ের জন্য

    Note: একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার প্রকাশক হল উদ্বর্তপত্র। আর সাধারণত আর্থিক অবস্থা প্রকাশ করা হয় একটি হিসাবকাল শেষে কোন নির্দিষ্ট তারিখে বা দিনে অথবা একটি নির্দিষ্ট সময়বিন্দুতে।
    1. Report
  8. Question: একটি কোম্পারিন সর্বাধিক তরল সম্পত্তি হচ্ছে-

    A
    প্রদেয় কর

    B
    নগদান

    C
    ব্যাংকে জমা

    D
    মজুদ পণ্য

    Note: একটি কোম্পানি সর্বাধিক তরল সম্পত্তি হচ্ছে নগদ টাকা। কারণ নগদ টাকা দ্বারা যেকোন সময় যেকোন কিছু করা যেতে পারে (ক্রয়-বিক্রয় দেনা পাওনা পরিশোধ) ব্যাংকে জমা টাকা দ্বারা তত দ্রুত করা সম্ভব নয় এবং মজুদ পণ্য দ্বারাও তা সম্ভব নয়।
    1. Report
  9. Question: উদ্বর্তপত্র সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সত্য নয়?

    A
    ইহা একটি তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তুলে ধরে

    B
    ইহাতে শেয়ার মালিকদের দাবীর পরিমাণ বোঝা যায়

    C
    ইহাকে হিসাবরক্ষণের শেষ পণ্য হিসাবে আখ্যায়িত করা যায়

    D
    ইহা একটি নির্দিষ্ট সময়কালের জন্য প্রস্তুত করা হয়।

    Note: প্রশ্নটির Option (ক) সত্য। কারণ, উদ্বর্তপত্র একটি নির্দিস্ট তারিখের জন্য প্রস্তুত করা হয় ফলে ইহা একটি তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তুলে ধরে। Option (গ) ও সত্য। অনেক হিসাবিদগণ ইহাকে হিসারক্ষণের শেষ পণ্য হিসাবে আখ্যায়িত করা যায়। Option (ঘ) সত্য নয় কারণ একটি নির্দিস্ট সময়কালের জন্য উদ্বর্তপত্র তৈরি করা হয় না, লাভ-লোকসান সিাব প্রস্তুত করা হয়েছে।
    1. Report
  10. Question: নিচের কোনটি সত্য?

    A
    উদ্বর্তপত্রে সম্পত্তি দেকানো হয় ক্রয়মূল্যে

    B
    উদ্বর্তপত্রে এমন কিছু সম্পত্তি দেখানো হয় যার কোন বাসতব অস্তিত্ব নাই

    C
    উদ্বর্তপত্রে এমন বিষয় থাকে যা অনুমান করা এবং যা কিনা নিজের পক্ষে সুবিধাজনক করা যায়

    D
    উপরের সবকটি সত্য

    Note: প্রশ্নটির উত্তরের জন্য প্রদত্ত Option গুলো সত্য। কারণ, (ক) উদ্বর্তপত্রে সম্পত্তিকে ক্রয়মূল্য অথবা ক্রয়মূল্য হতে অবচয় বা পুঞ্চিভূত অবচয় বাদ দিয়ে দেখানো হয় (খ) উদ্বর্তপত্রে এমন কিছু সম্পত্তি দেকানো হয় যা কিনা কোন বাস্তব অস্তিত্ব নাই। যেমন- শেয়ার অবহার, প্রাথমিক খরচাবলীকে সম্পত্তি হিসাবে প্রদর্শন (গ) উদ্বর্তপত্রে, পুঞ্জিভূত অবচয় কু-ঋণ সঞ্চিতি, সঞ্চিতি প্রভৃতি উল্লেখ করা হয় বা অনুমান নির্ভর এবং নিজের পক্ষে সুবিধা জনক।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd