হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্নের কোনটি অলীক সম্পত্তি?

    A
    অনুপার্জিত আয়

    B
    সুনাম

    C
    অগ্রীমপ্রদত্ত বীমা

    D
    প্রাপ্য হিসাব

    E
    প্রারম্ভিক খরচ

    Note: কোন প্রতিষ্ঠানের অলীক/কাল্পনিক সম্পত্তিসমূহ হল প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার বা বাট্টা, ঋণপত্রের বাট্টা/অবহার, আবন্টন হিসাবের ডেবিট জের ইত্যাদি।
    1. Report
  2. Question: একটি যন্ত্রপাতি যা ২,৫০,০০০ টাকায় সংগ্রহ করা হয়েছিল, তার বর্তমান হিসাব বহিমূল্য হচ্ছে ১০০,০০০ টাকা এবং প্রাক্কলিত বাজারমূল্য হচ্ছে ১২০,০০০ টাকা। যদি যন্ত্রপাতিটির পুনঃস্থাপন ব্যয় ৩,৫০,০০০ টাকা হয় তবে নিচের কোন মূল্যে যন্ত্রপাতিটি উদ্বর্তপত্রে দেখানো উচিত-

    A
    ১,২০,০০০ টাকা

    B
    ১,৫০,০০০ টাকা

    C
    ৩,৫০,০০০ টাকা

    D
    ৮০,০০০ টাকা

    E
    উপরোক্ত কোনটিই নয়

    Note: উদ্বর্তপত্রে কোন সম্পত্তি তার হিসাব বহিমূল্য বা বইমূল্যে (Book value) দেখানো হয়ে থাকে। আর বহিমূল্য বা হিসাববহিমূল্য বলতে অর্জন মূল্য বা ক্রয়মূল্য বাদ পুঞ্জিভূত অবচয়কে বোঝানো হয়। প্রশ্নে ১,০০,০০০ টাকা যন্ত্রপাতিটির বহিঃমূল্য বা হিসাব বহিমূল্য দেওয়া আছে। অর্থাৎ উদ্বর্তপত্রে এ বহিমূল্য ১,০০,০০০ টাকা দেখানো উচিত। প্রশ্নটির Option গুলোতে যেহেতু ১,০০,০০০ টাকা উল্লেখ করা নাই। সেহেতু উত্তর হবে কোনটিই নয়।
    1. Report
  3. Question: কোনটি অস্পর্শনীয় সম্পত্তির উদাহরণ?

    A
    প্যাটেন্ট

    B
    সুনাম

    C
    গ্রস্থস্বত্ব

    D
    ট্রেডমার্ক

    E
    উপরোক্ত সবগুলো

    Note: অস্পর্শনীয় সম্পত্তি গুলো হল- সুনাম, প্যাটেন্ট, ব্যবসায়িক চিহ্ন বা ট্রেডমার্ক, কপিরাইট বা গ্রন্থস্বত্ব ইত্যাদি।
    1. Report
  4. Question: কোনটি উদ্বর্তপত্রে দেখানো হয় না?

    A
    সম্ভাব্য দায়

    B
    চলতি দায়

    C
    চলতি জমা

    D
    বহির্দায়

    E
    চলতি সম্পদ

    Note: Not available
    1. Report
  5. Question: ‘ব্র্যান্ড নাম’ কোন ধরনের সম্পদ?

    A
    অলীক সম্পদ

    B
    অস্পর্শনীয় সম্পদ

    C
    তরল সম্পদ

    D
    নগদ সম্পদ

    E
    স্পর্শনীয় সম্পদ

    Note: ‘ব্র্যান্ড নাম’ হল, অস্পর্শনীয় সম্পদ। এটি ছাড়া অন্যান্য অস্পর্শনীয় সম্পদগুলো হল- সুনাম, প্যাকেট, গ্রস্থত্ত্ব, ট্রেডমার্ক, লাইসেন্স, ব্যবসায়ের নাম, ফ্রানচাইজ ইত্যাদি।
    1. Report
  6. Question: অনুপার্জিত আয় একটি-

    A
    আয়

    B
    দায়

    C
    সম্পদ

    D
    ব্যয়

    E
    মালিকানা স্বত্ত্ব

    Note: অনুপার্জিত আয় একটি দায়। কারণ- অনুপার্জিত অর্থ হল যা অর্জিত/উার্জিত/উপার্জন করা হয় নাই কিন্তু পাওয়া গেছে। সুতরাং অনুপার্জিত আয় অর্থ হচ্ছে যে আয় অর্জিত হয় নাই। কিন্তু অগ্রীম পাওয়া গেছে। আর অগ্রীম আয় গ্রহণের ফলে অন্যের নিকট দায় বদ্ধতার সৃষ্টি হয়।
    1. Report
  7. Question: ২০০৫ সালে ৮ বছরের জন্য ৬০,০০০ টাকা বিনিয়োগ করা হলো। বিনিয়োগের উপর সুদের হার ১০ টাকা। ৩১২ শে ডিসেম্বর বকেয়া সুদ আয় বাবদ ৩,৫০০ টাকার সমন্বয দাখিলা প্রদান করা হয়। সারাবছর ধরে কোন নগদ সুদ প্রাপ্তি ছিল না বিনিয়োগরে তারিখ ছিল-

    A
    আগস্ট ১

    B
    মে ১

    C
    জুন ১

    D
    জুলাই ১

    E
    সেপ্টেম্বর ১

    Note: ২০০৫ সালে ৮ বছরের জন্য বিনিয়োগের পরিমাণ ৬০,০০০ টাকা। সুদের হার ১০%। সুতরাং বিনিয়োগট্রি বাৎসরিক সুদ অর্জিত হবে (৬০,০০০ X ১০%) = ৬,০০০ টাকা। বাৎসরিক সুদ ৬,০০০ টাকা হলে মাসিক বা প্রতিমাসের বা এক মাসের সুদের পরিমাণ হবে (৬০০০ ^-:^ ১২) = ৫০০ টাকা দেওয়া আছে যে, ২০০৫ সালের অর্জিত সুদের পরিমাণ ৩,৫০০ টাকা। এখন, এক বা প্রতি মাসের ৫০০ টাকা সুদ অর্জিত হলে ৩,৫০০ টাকা সুদ অর্জিত হবে (৩,৫০০ ^-:^ ৫০০) = ৭ সামে। অর্থাত ২০০৫ সালে মোট সুদ অর্জিত হয়েছে ৭ মাসের। সুতরাং বলা যায় যে, ২০০৫ সালে বিনিয়োগটি করা হয়েছিল ২০০৫ সালে শেষ (৩১/১২/২০০৫) হওয়ার ৭ মাস আগে। অর্থাৎ জুনের ১ তরিখে।
    1. Report
  8. Question: নিম্নের কোনটি আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা যাবে না?

    A
    কর্মচারীদের আগাম বেতন

    B
    বকেয়া কর

    C
    ব্যবস্থাপকের সুনাম

    D
    অগ্রীম ভাড়া

    E
    পেশাগত হিসাববিজ্ঞানের সম্মানী

    Note: Option (গ) ব্যবস্থাপকের সুনাম বা কারবারের জন্য প্রত্যক্ষভাবে কোন আয় বা সম্পদ নয়। যা কোন কারবারী লেনদেনের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এটিকে কারবারের আর্থিক বিবরণীতে অন্তর্বুক্ত করার দরকার হয় না।
    1. Report
  9. Question: একটি কয়লাখনিতে কোন ধরনের সম্পত্তি?

    A
    ক্ষয়িষ্ণু সম্পদ

    B
    স্থায়ী সম্পদ

    C
    চলতি সম্পদ

    D
    অলীক সম্পদ

    E
    আর্থিক সম্পদ

    Note: যে সকল সম্পত্তি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং যার উপর অবচয় ও অবলোপন না ধরে অবয় ধরা হয সে সকল সম্পত্তিকে ক্ষয়িষ্ণু সম্পত্তি বলা হয়। যেমন কয়লার খনি, তেলের খনি, গ্যাস ফিল্ড ইত্যাদি। সুতরাং কয়লা খনি হল ক্ষয়িষ্ণু সম্পত্তি।
    1. Report
  10. Question: কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে?

    A
    অবচয়

    B
    পূর্বে প্রদত্ত ভাড়া

    C
    অলোপন

    D
    নগদ বাট্টা

    E
    নগদ লভ্যাংশ

    Note: এ প্রশ্নটির Option গুলোর মধ্যে ক নং অবচয় খ পূর্বে প্রদত্ত ভাড়া গ অবলোপন ঘ নগদ বাট্টা কোনটির জন্যই নগদ অর্থ ব্যয় হয় না। কারণ এগুলো পূর্বে প্রদত্ত খরচের সমন্বয় বা বন্টন। মুধুমাত্র ঙ নগদ লভ্যাংশ এর জন্য নগদ টাকা ব্যয় হবে। কারণ লভ্যাংশ শেয়ার হোল্ডারগণের মধ্যে সরাসরি প্রদান করতে হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd