হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: বকেয়া খরচের জন্য সমন্বয় জাবেদা প্রভাবিত করবে-

    A
    সম্পত্তি ও খরচ

    B
    দায় ও আয়

    C
    সম্পত্তি ও আয়

    D
    খরচ ও দায়

    E
    সম্পত্তি ও দায়

    Note: খরচ সংঘটিত হলে বা খরচ করার ফলে ব্যয় বা খরচ বেড়ে যায়। আর যদি উক্ত খরচের বিনিময়ে কোন প্রতিদান প্রদান করা না না হয় তবে তা বকেয়া খরচ হিসেবে গণ্য হয় এরফলে দায় বেড়ে যায়। সুতরাং বকেয়া খরচের সমন্বয় জাবেদা খরচ ও দায় কে প্রভাবিত করবে।
    1. Report
  2. Question: আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে যদি হিসাবের সমন্বয় করা না হয়, তা হলে আয়ের উপর তার প্রবাব হবে-

    A
    নিট আয় বাড়বে

    B
    নিট আয় কমবে

    C
    মোট আয় বাড়বে

    D
    মোট আয় কমবে

    E
    নিট আয় বাড়তে বা কমতে পারে

    Note: যদি আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে হিসাবের সমন্বয় করা না হয় তবে উক্ত সমন্বয়ের জন্য নীট আয় বা ক্ষতি বাড়তে বা কমতে পারে। কারণ আয় বিবরণীর মাধ্যমেই নীট লাভ/ক্ষতি নির্ণয় করা হয়ে থাকে।
    1. Report
  3. Question: রেওয়ামিলের সাপ্লাইস (supplies) হিসেবে ১৫,০০০ টাকা দেখানো আছে। যদি বৎসর শেষে ৮,০০০ টাকার সাপ্লাইস(Supplies) হাতে থাকে, তবে সমন্বয় জাবেদা (adjusting entries) হবে-

    A
    সাপ্লাই খরচ ডেবিট ৮,০০০ টাকা এবং সাপ্লাই ক্রেডিট ৮,০০০ টাকা

    B
    সাপ্লাই ডেবিট ৮,০০০ টাকা এবং সাপ্লাই খরচ ক্রেডিট ৮,০০০ টাকা

    C
    সাপ্লাই ডেবিট ৭,০০০ টাকা এবং সাপ্লাই খরচ ক্রেডিট ৭,০০০ টাকা

    D
    সাপ্লাই খরচ ডেবিট ৭,০০০ টাকা এবং সাপ্লাই ক্রেডিট ৭,০০০ টাকা

    E
    সাপ্লাই খরচ ডেবিট ৭,০০০ টাকা এবং সাপ্লাই ক্রেডিট ৭,০০০ টাকা

    Note: সাপ্লইসকে (supplies) সাধারণত সম্পত্তি হিসেবে গণ্য কর াহয়। রেওয়ামিলে সাপ্লাইস ১৫,০০০ টাকা এবং বৎসর শেষে ৮,০০০ টাকা সাপ্লাইস থাকায় সাপ্লাইস খরচ (১৫,০০০-৮০০০) = ৭০০০ টাকার জন্য সমন্বয় জাবেদা হবে সাপ্লাইস খরচ হিসাব ডেবিট ৭,০০০ টাকা; সাপ্লাইস হিসাব হিসাব ক্রেডিট ৭,০০০০ টাকা।
    1. Report
  4. Question: ধারে বিক্রয় ৬০০ টাকা বিক্রয় হিসাব ও দেনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে। এর প্রভাব কী?

    A
    দেনাদার হিসাবের জের ১,২০০ টাকা কম হয়েছে

    B
    দেনাদার হিসাবের জের ৬০০ টাকা কম হয়েছে

    C
    বিক্রয় ১,২০০ টাকা বেশি ধরা হয়েছে

    D
    বিক্রয় ৬০০ টাকা বেশি ধরা হয়েছে

    E
    বিক্রয় হিসাব ও দেনাদার উভয়ই ঠিক আছে

    Note: ধারে বিক্রয় ৬০০ টাকা। জাবেদা হবে- দেনাদার হিসাব ডেটিব ৬০০ টাকা বিক্রয় হিসাব ক্রেডিট ৬০০ টাকা এখানে, বিক্রয় হিসাব ও দেনাদার হিসাব যথাক্রমে ৬০০ টাকা দ্বারা ক্রেডিট করা হয়েছে। কিন্তু ভুলে দেনাদার হিসাব ৬০০ টাকা দ্বারা ক্রেডিট করা হয়েছে ডেবিট করার পরিবর্তে। সুতরাং ভুলের প্রভাবে দেনাদার হিসাবে (৬০০+৬০০) = ১২,০০০ টাকা কম দেখানো হয়েছে।
    1. Report
  5. Question: ২০১২ সালের ১লা জানুয়ারি তিন বছরের জন্য অগ্রীম বীমা প্রদান করা হয়েছে ৩,০০০ টাকা । ২০১২ সালের ৩১ ডিসেম্বর সমন্বয় দাখিলা কী হবে?

    A
    বীমা হিসাব ডেবিট ৩,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা

    B
    বীমা হিসাব ডেবিট ১,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ১,০০০ টাকা

    C
    বীমা খরচ হিসাব ডেবিট ৩,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা

    D
    বকেয়া বীমা ডেটিব ৩,০০০ টাকা; নগদ ক্রেডিট ৩,০০০ টাকা

    E
    অগ্রীম বীমা ডেবিট ২০০০ টাকা; বীমা খরচ ক্রেডিট ১০০০ টাকা

    Note: অগ্রীম বীমার সমন্বয় দাখিলা হলো বীমা খরচ ডেবিট; অগ্রীম বীমা ক্রেডিট। এখন তিন বছরের অগ্রীম বীমা ৩,০০০ টাকার ১ বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ার টাকা হবে ১০০০ টাকা।
    1. Report
  6. Question: বছরের শুরুতে অগ্রীম বেতন বাবদ ২৫,০০০ টাকা প্রদান কর হয়, বাৎসরিক বেতন ৮,০০০ টাকা হলে বছর শেষে সমন্বয় জাবেদা হবে-

    A
    বেতন হিসাব Dr. ৮,০০০ টাকা নগদান হিসাব Cr. ৮,০০০ টাকা

    B
    নগদান হিসাব Dr. ৮,০০০ টাকা বেতন হিসাব Cr. ৮,০০০ টাকা

    C
    বেতন হিসাব Dr. ১৭,০০০ টাকা নগদান হিসাব Cr. ১৭,০০০ টাকা

    D
    বেতন হিসাব ডেবিট ৮,০০০ টাকা নগদান হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা

    Note: বছরের শুরুতে অগ্রীম বেতন ২৫,০০০ টাকা প্রদান করে অগ্রীম বেতন (সম্পত্তি) হিসাবে ডেবিট করেছিল। এখন হিসাবকাল অতিক্রম করার হিসাবকালে যে ব্যয় বেতন বাবদ সংঘটিত হহয়েছে তা অগ্রীম বেতন বাদ দিতে হবে। অর্থাৎ অগ্রীম বেতনের সাথে বেতন খরচ ৮,০০০ টাকা সমন্বয় করতে হবে। আর এ সমন্বয়ের কারণে সম্পত্তি (অগ্রীম বেতন) কমে যাবে। ফলে অগ্রীম বেতন হিসাবে ক্রেডিট করতে হবে। অর্থাৎ সমন্বয় জাবেদা হবে- বেতন হিসাব ডেবিট ৮,০০০ টাকা। অগ্রীম বেতন হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা।
    1. Report
  7. Question: সাধারণত লাভ-ক্ষতি হিসাবে যে সকল হিসাবগুলো দেখানো হয় তা হচ্ছে-

    A
    বাস্তব হিসাব

    B
    ব্যক্তিগত হিসাব

    C
    অনার্জিত আয় হিসাব

    D
    নামিক হিসাব

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের কোনটি ১৯৪ সালের কোম্পানি আইন অনুসারে উদ্বর্তপত্রের ছক?

    A
    ফর্ম-এফ

    B
    তালিকা-১১

    C
    ফর্ম-বি

    D
    টেবিল-এ

    E
    কোনটিই নয়

    Note: ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে উদ্বর্তপত্রের ছক বা তালিকা প্রস্তুত করতে হয়। উক্ত আইনে কোম্পানির উদ্বর্তপত্রের ছক হিসেবে Schedule-11 বা তালিকা-১১ কে ব্যবহার করার নির্দেশ দেয়া আছে।
    1. Report
  9. Question: কোন খরচটির জহন্য নগদ অর্থ ব্যয় হয় না?

    A
    বেতন

    B
    ভাড়া

    C
    অবচয়

    D
    অগ্রপ্রদত্ত বীমা-খরচ

    E
    বিক্রয় কমিশন

    Note: এ প্রশ্নটির Option গুলোর মধ্যে (ক) বেতন (খ) ভাড়া (ঘ) অগ্রপ্রদত্ত বীমা খরচ (ঙ) বিক্রয় কমিশন সবগুলোর জন্যই নগদ টাকা প্রদান বা খরচ করতে হয়। শুধুমাত্র Option (গ) অবচয় এর জন্য কোন নগদ অথ্য বয় হয় না। কারণ পূর্ব প্রদত্ত মূলধন জাতীয় ব্যয় যার দ্বারা অর্জিত কোন সম্পত্তির ব্যবহারিক আয়ূকালের মধ্যে বন্টিত মুনাফা জাতীয় খরচ হল অবচয়। যা সম্পত্তিটির ব্যবহারিক জীবনকালের প্রতিটি হিসাবকালের আয়ের বিপরীতে ব্যয়স্বরূপ চার্জ করা হয়। সুতরাং অবচয় কোন পূর্বে কৃত ব্যয়ের (সংশ্লিষ্ট হিসাবকালে) বণ্টিত অংশ মাত্র।
    1. Report
  10. Question: ১৯৯৮ সনে ৩ বছরের জন্য ৩,৬০০ টাকায় একটি বীমা পলিসি ক্রয় করা হয় এবং অগ্রীম প্রদত্ত বীমা হিসাবে ডেবিট করা হয়, ১৯৯৯ সনে ধরা পড়ে সে ১৯৯৮ সনে বীমা সম্পর্কে কোন দাখিলা দেয়া হয় নি এবং এজন্য ১৯৯৮ সনের নিট আয় (কোন কর নাই ধরে) নিয়ে ১,০০০ টাকা বেশি ধরা হয়েছে। এই পরিসিটি যে তারিখে ক্রয় করা হয়েছিল-

    A
    ১ জানুয়ারি, ১৯৯৮

    B
    ১ ফেব্রুয়ারি, ১৯৯৮

    C
    ১ মার্চ, ১৯৯৮

    D
    ১ মে, ১৯৯৮

    E
    ১ এপ্রিল, ১৯৯৮

    Note: যেহেতু ৩ বচরের জন্য বীমা পলিসি ক্রয় করা হয়েছে ৩,৬০০ টাকায়। সুতরাং প্রত্যেক মাসের বীমা পলিসি বাবদ খরচ হয় (৩,৬০০ ^-:^ ৩৬) = ১০০ টাকা [১ বছর = ১২ মাস .: ৩ বছর = ৩৬ মাস] ১৯৯৮ সালে বীমা খরচ বাবদ কোন দাখিলা না দেওয়ায় যেহেতু উক্ত বছরের নীট আয় ১,০০০ টাকা বেশি দেখানো হয়েছে সেহেতু উক্ত বছর বীমা পলিসি বাবদ খরচ হয়েছিল ১,০০০ টাকা। আবার যেহেতু প্রতিমাসে বীমা খরচ ১০০ টাকা সেহেতু ১,০০০ টাকা বীমা খরচ বাবদ, খরচ হয় (১,০০০ ^-:^ ১০০) = ১০ মাস। সুতরাং বোঝঞা যায় যে, ১৯৯৮ সন শেষে হওয়ার (৩১/১২/৯৮) ১০ মাস পূর্বে বীমা পলিসিটি ক্রয় করা হয়েছিল। অর্থা ১৯৯৮ সনের ১লা মার্চ বীমা পলিসিটি গ্রহণ করা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd