Question: প্রাপ্য সুদ ৭,০০০ টাকা, সঠিক সমন্বয় জাবেদা কোনটি?
Aনগদান হিসাব ডে: ৭,০০০ প্রাপ্য সুদ হি: ৭,০০০
Bসুদ হিসাব ডে: ৭,০০০ প্রাপ্য সুদ হি: ৭,০০০
Cপ্রাপ্য সুদ:৭,০০০; সুদ হি: ৭,০০০
Dকোনটিই নয়
Note: প্রাপ্য সুদ ৭,০০০ টাকা; লেনদেনটির ফলে সুদ নামক আয় বৃদ্ধি পায়। আর আয় বকেয়া বা প্রাপ্য থাকায় প্রাপ্য বা বকেয়া আয় বৃদ্ধি পায়। প্রাপ্য বা বকেয়া আয় সম্পদ হিসাবে গণ্য কারা হয়। আর সম্পদ হিসাব ডেবিট হয়। সুদ নামক আয় ক্রেডিট হয়। অর্থাৎ জাবেদা হবে- প্রাপ্য সুদ হিঃ ডেঃ ৭,০০০; টু সুদ হিঃ ক্রেঃ ৭,০০০/=