হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: অবচিতির প্রয়োজনীয় সমন্বয় হল............. উদাহরণ।

    A
    দুই বা ততোধিক সময়কালের মধ্যে ব্যয় বন্টনের

    B
    দুই বা ততোধিক সময়কালের মধ্যে রাজস্ব বন্টনে

    C
    একটি বকেয়া খরচ হিসাবে স্বীকার করে নেয়ার

    D
    একটি অলিখিত আয় হিসাবে স্বীকার করে নেয়ার

    Note: সম্পত্তি অর্জন বা ক্রয় ব্যয়কে তার দুিই বা ততোধিক (নির্দিষ্ট) আয়ুকালের মধ্যে নির্দিষ্ট হারে বন্টন করে দেয়ার জন্য অবচয় ধার্য করা হয়। সুতরাং অবচিতির (অবচয়) জন্য প্রয়োজহনীয় সমন্বয় হল দুই বা ততোধিক সময়কালের মধ্যে ব্যয় বন্টনের উদাহরণ।
    1. Report
  2. Question: অবচয়ের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে-

    A
    প্লান্ট সম্পত্তির অপব্যবহার বন্ধ করা

    B
    কোম্পানির উদ্বর্তপত্রে প্লান্ট সম্পত্তির সুষ্ঠু বাজার মুল্য দেখানো

    C
    প্লান্ট সম্পত্তির ক্রয়মূল্য সম্পত্তি ব্যবহার সময়কালের উপর বন্টন করা

    D
    সম্পত্তি পুনঃ স্থাপনে চলতি ব্যয়ের পরিবর্তনের উপর নির্ভর করে প্লান্ট সম্পত্তির মূল্য হ্রাস লিপিবদ্ধ করা

    Note: সম্পত্তি অর্জনের জন্য কৃত মূলধন জাতীয় ব্যয়, উক্ত সম্পত্তির ব্যবহারযোগ্য নির্দিষ্ট আয়স্কালের (সময়কাল) মধ্যে উক্ত ব্যয় বন্টন করা রজন্য নির্দিষ্ট হারে মুনাফা বিপরীতে যে চার্জ করা হয, তা অবচয় নামে পরিচিত অর্থাৎ অবচয়েল প্রাথমিক উদ্দেশ্য হলো (স্থাবর) প্লান্ট সম্পত্তির ক্রয়মূল্য সম্পত্তি ব্যবহার সময়কালের (জীবনকালের) উপর বন্টন করা।
    1. Report
  3. Question: সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় কোনটি বিবেচিত হয় না?

    A
    বার্ষিক মুদ্রস্ফীতির সূচক

    B
    সম্পত্তির আনুমানিক নিঃশেষিত মূল্য

    C
    সম্পত্তির ক্রয়মূল্য

    D
    সম্পত্তির আনুমানিক কাযকাল

    Note: Not available
    1. Report
  4. Question: অবচয় - কোন ধরনের প্রক্রিয়া?

    A
    মূল্যায়ন

    B
    ক্রয়মূল্য বন্টন

    C
    নগদান জমাকরণ

    D
    মূল্য বিশ্লেষণ

    Note: সম্পত্তি ক্রয় বা অর্জনের জন্য মুলধন জাতীয় এককালীন ব্যয় করা হয়ে থাকে। পরবর্তীতে উক্ত ব্যয়কে মুনাফার বিপরীতে একটি নির্দিষ্ট হারে সম্পত্তির আনুমানিক জীবনকাল বা কার্যকালের মধ্যে বন্ট করা হয়। যা সম্পত্তি অবচয় নামে পরিচিত। সুতরাং বলা যায় যে, অবচয় হল সম্পত্তির ব্যয়বন্টন প্রক্রিয়া। এই ব্যয় বন্টনকে ক্রয় মূল্য বন্টনও বলা হয়ে থাকে।
    1. Report
  5. Question: একটি ব্যবসা প্রতিষ্ঠান ৩,২০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুযায়ী ২৫% হারে অবচয় ধার্য করতে হবে। ২ বছর শেষে অবশিষ্ট বইমূল্য কত হবে?

    A
    ১৬০,০০০ টাকা

    B
    ২,৪০,০০০ টাকা

    C
    ১,৮০,০০০ টাকা

    D
    অন্য কোন সংখ্যা

    Note: Not available
    1. Report
  6. Question: একটি দীর্ঘ মেয়াদী মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। আজ পর্যন্ত মেশিনের পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২০,০০০ টাকা। যদি আজকে মেশিনটি ১৮,০০০ টাকায় বিক্রি করা হয, তবে লাভ বা ক্ষতির পরিমাণ টাকায় হবে।

    A
    ২,০০০ টাকা ক্ষতি

    B
    ২,০০০ টাকা লাভ

    C
    ১২,০০০ টাকা লাভ

    D
    ৩২,০০০ টাকা ক্ষতি

    E
    ১২,০০০ টাকা ক্ষতি

    Note: প্রশ্নটিতে দেয়অ আছে, একটি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা এবং আজ পর্যন্ত পুঞ্জিভূকত অবচয় ২০,০০০ টাকা। সুতরাং আ মেশিনটির মূল্য/বহিমূল্য = (৫০,০০০-২০,০০০) = ৩০,০০০ আ৮জ ৩০,০০০ টাকার মেশিনটি ১৮,০০০ টাকায় বিক্রি করলে ক্ষতি হবে (৩০,০০০-১৮,০০০) = ১২,০০০ টাকা।
    1. Report
  7. Question: সরল রৈখিত পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্যে যে বিষয়টি বিবেচনা করা হয় না, তা হলো-

    A
    একটি সম্পত্তির কার্যকর আয়ূকাল

    B
    নিঃশেষ মূল্য

    C
    সম্পত্তির স্থাপন ব্যয়

    D
    সম্পত্তির উপর প্রদত্ত ভ্যাট

    E
    সম্পত্তির উপর জমাকৃত অবচয়ের জের

    Note: সম্পত্তির অবচয নির্ণয় করার জন্য অনেক গুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে সরল রৈখিক পদ্ধতিতে সম্পত্তির অবচয় নির্ধারণ করায় সময় যে বিশেষ তিনটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচিত হয় তা হল- i) সম্পত্তির ক্রয়মূল্য বা অর্জনমূল্য বা ক্রয়বহি মূল্য (সম্পদ অর্জনের সকল খরচ সহ) ii) সম্পত্তির আনুমানিক জীবনকাল বা কার্যকাল ও iii) সম্পত্তির আনুমানিক নিঃশেষিত বা ভগ্নাবশেষ মূল্য প্রশ্নটির উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর মধ্যে (ঙ) সম্পত্তির উপর জমাকৃত অবচয়ের জের বিবেচনা করা হয়না।
    1. Report
  8. Question: মুনামের টাকা সমান ভাবে (৫০% করে) সঞ্চিতি তহবিল ও মেয়ার প্রিমিয়ামের সাথে সমন্বয় করতে বলা হলে তাহা কোন কোন হিসাবে প্রতিফলিত হবে?

    A
    শুধুমাত্র উদ্বর্তপত্রে

    B
    লাভ লোকসান হিসাব ও উদ্বর্তপত্রে

    C
    শুধুমাত্র লাভ লোকসান আবন্টনে

    D
    লাভ লোকসান আবন্টন হিসাব ও উদ্বর্তপত্রে

    Note: সুমানের টাকা সঞ্চিতি তহবিল ও শেয়ার প্রিমিয়ামের সাথে সমানভাবে অবলোপন করতে বলা হয়েছে। এখা, সঞ্চিতি তহবিল ও শেয়া প্রিমিয়াম এবং মুনাম উভয়ই উদ্বর্তপত্রের বিষয়। সুতরাং শুধুমাত্র উদ্বর্তপত্রে তাহা প্রতিফলিত হবে।
    1. Report
  9. Question: মূলধন জাতীয় লেনদেনসমূহ কোথায় অন্তভূক্তি হয়?

    A
    লাভ-লোকসান হিসেবে

    B
    ক্রয়-বিক্রয় হিসেবে

    C
    স্থিতিপত্রে

    D
    কোনটিই নয

    Note: মূধন জাতীয় লেনদেন সমূহের ফলে সম্পত্তি অথবা দায়ের প্রত্যক্ষ পরিবর্তন সাধিত হয়। তাই এগুলো উদ্বর্তপত্রে বা স্থিতিপত্রে অন্তর্ভুক্ত করা হয়।
    1. Report
  10. Question: মেশিনের অবচয় নির্ধারণের জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান প্রতি বছরই মেশিনের হিসাব পদ্ধতির ব্যবহার করে। পদ্ধতির কোন পরিবর্তন করে না। এ প্রয়োগ হিসাব বিজ্ঞানের কোন্ নীতির উপর নির্ভর্শীল?

    A
    চলমান ব্যবসায়

    B
    মিলকরণ

    C
    সামঞ্জস্যতা

    D
    পূর্ণ প্রকাশ

    E
    ঐতিহাসিক ব্যয়

    Note: মেশিনের অবচয় নির্ধারণের জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান প্রতি বছরই মেশিনের হিসাব পদ্ধতির ব্যবহার করতে হবে। প্রথম বছর ক্রমহ্রাসমান অথবা সরল রৈখিক পদ্ধতি যেটােই ব্যবহার করে অবচয় ধার্য করা হোক উক্ত মেশিনৈর পরবর্তী জীবন কালগুলোতেও একই পদ্ধতিতে অপচয় ধার্য করতে হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd