হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: চলতি নয় এমন সম্পত্তির উপর বাৎসরিক অবচিতি (depreciation) করার ভিত্তিমূল্য (base value) হল-

    A
    সম্পত্তির ক্রয় মূল্য

    B
    সম্পত্তির পুনঃসথাপন মূল্য (Replacement value of the asset)

    C
    সম্পত্তির আদায়যোগ্য মূল্য (Realizable value of the asset)

    D
    সম্পত্তি কেনার সময় পরিশোধিত অথবা পরিশোধের জন্য দায়ের পরিমাণ

    E
    সম্পত্তিটি যে উদ্দেশ্যে কেনা হয়েছে তার জন্য মোট ত্যাগকৃত সম্পদ।

    Note: চলতি সম্পত্তি নয় এমন সম্পত্তিকে বলা হয় স্থায়ী সম্পত্তি। আর স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় সাধারণত অচবয়যোগ্র মূল্য (মোট ক্রয়মূল্য/অর্জনমূল্য- ভগ্নাবমেষ মূল্য) এর উপর। কিন্তু ভগ্নাবশেষ মূল্য না থাকলে উক্ত সম্পত্তির ক্রয় মূলৈ বা অর্জন মূল্যের উপর ভিত্তি করে অবচয় ধার্য করা হয়।
    1. Report
  2. Question: ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়?

    A
    চলতি সম্পত্তি

    B
    অলীক সম্পত্তি

    C
    অস্পর্শনীয় সম্পত্তি

    D
    স্থায়ী সম্পত্তি

    E
    ব্যক্তিগত সম্পদ

    Note: ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির উপর সাধারণ অবচয় ধার্য করা হয়। স্থায়ী সম্পত্তি যেমন = আসবাবপত্র, যন্ত্রপাতি, দালানকোঠা ইত্যাদি।
    1. Report
  3. Question: বেক্স কোম্পানি ৮৪,০০০ টাকা মূল দামের একটি স্থায়ী সম্পত্তি নগদ ৫৬,০০০ টাকায় বিক্রয় করল। যদি বেক্স কোম্পানি সঠিক ভাবে এ বিক্রয়ের উপর ৩৯,০০০ টাকা মুনাফা দেখায় , তবে বিক্রয় তারিখে সম্পত্তির পুঞ্জিভূত অবচয় অভশ্যই হবেঃ

    A
    ৭৩,০০০ টাকা

    B
    ৬৭,০০০ টাকা

    C
    ২৮,০০০ টাকা

    D
    ৪৫,০০০ টাকা

    Note: ৮৪,০০০ টাকা মূল দামের সম্পত্তি ৫৬,০০০ টাকায় বিক্রয় করলে এবং বিক্রয়ের ভিতর ৩৯,০০০ টাকা মুনাফা থাকায় সম্পত্তিটির বিক্রয়ের সময় মূল্য হবে বা ভগ্নাবশেষ মূল্য হবে (৫৬,০০০-৩৯,০০০) = ১৭,০০০ টাকা। অর্থাৎ, ১৭,০০০ টাকা মূল্যের সম্পত্তি বিক্রি করা হয়েছিল ৫৬,০০০ টাকা। আমরা জানি যে, সম্পত্তির পুঞ্জিভূত অবচয় = মূলদাম /অর্জনমূল্য / ক্রয়মূল্য - ভগ্নাবশেষ মূল্য সুতরাং স্থায়ী সম্পত্তিটির পুঞ্জিভূত অবচয় = (৮৪,০০০-১৭,০০০) টাকা = ৬৭,০০০ টাকা
    1. Report
  4. Question: x কোম্পনি ২০০৮ সালে ১লা জানুয়অরি তারিখে ৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে যার প্রতিষ্ঠাপন ব্যয় ছিল ৫,০০০ টাকা। কোম্পানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ১২.৫% হারে অবচয় ধার্য করে। ২০১১ সালের ১লা জুলাই তারিখে কোম্পানি মেশিনটি ৪০,০০০ টাকায় বিক্রি করে। মেশিন বিক্রয়ে কোম্পানির কত টাকা লাভ বা ক্ষতি হলো?

    A
    লাভ ২.১০৯ টাকা

    B
    ক্ষতি ২.১০৯ টাকা

    C
    লাভ ৮,৬৬৭ টাকা

    D
    ক্ষতি ২,২০৯ টাকা

    Note: মেশিনটির ক্রয়মূল্য C = ৫০,৯০০ টাকা ১লা জানুয়ারি ২০০৮ সাল হতে ২০১১ সালের ১লা জুলাই পর্যন্ত সময় t = ৩.৫ বছর জানা আছে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে t তম বছর শেষে বহিঃমূল্য = C x (1 - R)^t [R = অবচয় হার = ১২.৫% = ০.১২৫] = ৫০,০০০ x (১ - ১২৫)঳৩.৫ বছর = ৩১,৩৩৩ টাকার ৩১,৩৩৩ টাকার মেশিন ৪০,০০০ টাকায় বিক্রয় করলে লাভ হয় (৪০,০০০-৩১,০০০)=৮,৬৬৭ টাকা। (প্রশ্নটির অপশন গুলোতে সঠিক উত্তর অনুপস্থিত)
    1. Report
  5. Question: বনরূপা ট্রেডার্স ২৭,০০০ টাকায় একখন্ড জমি ক্রয় করল। রেজিষ্ট্রেশন খরচ ১,৪০০ টাকা। জমি হতে একটি পুরাতন বিল্ডিং অপসারণ ব্যয় ১২,২০০ টাকা। জমির মুল্য কত টাকা রেকর্ড করবে?

    A
    ৩৭,৮০০ টাকা

    B
    ১৬,২০০ টাকা

    C
    ২৭,০০০ টাকা

    D
    ৪০,৬০০ টাকা

    Note: কোন সম্পত্তি ক্রয়ের পর তাকে কার্য উপযোগী করা পর্যন্ত যাবতীয় খরচের সমষ্টিকে উক্ত সম্পত্তির মূল্য হিসেবে রেকর্ড বা হিসাবভুক্ত করা হয়। এখানে, জমিটির রেকর্ড মূল্য হবে = ক্রয় কর + রেজিস্ট্রেশন খরচ + পুরাতন বিল্ডিং অপসারন ব্যয় = (২৭,০০০ + ১,৪০০ + ১২,২০০) = ৪০,০০০ টাকা
    1. Report
  6. Question: নিচের কোনটি অবচয়ের ক্ষেত্রে সঠিক?

    A
    সম্পদের মূল্যায়ণ

    B
    মূল্য বন্টন

    C
    নগদ জমাকরণ

    D
    সম্পদের মূল্য বিশ্লেষণ

    Note: অবচয় হলো স্থায়ী সম্পত্তির ব্যয় বা মুল্য বন্টন প্রক্রিয়া কোনো সম্পত্তির কোনো সম্পত্তির মোট অর্জিত মূল্যকে উহার আনুমানিক জীবনকালের মধ্যে ভাগ করে দেওয়ার প্রক্রিয়াই হলো অবচয়।
    1. Report
  7. Question: যদি কোম্পানি অবচয়ের ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করে তবে নিচের কোনটি অবচয় নিরূপনে বিবেচ্য নয়?

    A
    মেশিনের ক্রয় মুল্য

    B
    ধ্বংসাবশেষ মূ্ল্য

    C
    মেশিনের প্রতিস্থাপন খরচ

    D
    মেশিনের আয়ুষ্কাল

    Note: ক্রমহ্রাসমান জের ‘পদ্ধতিতে ধ্বংসাবশেষ মূল্য বিবেচনা করা হয় না।
    1. Report
  8. Question: যন্ত্রপাতি ক্রয়মূল্য ৫০,০০০ টাকা, আমদানী শুল্ক ৫,০০০ টাকা ও স্থাপন ব্যয় ৫,০০০ টাকা। বার্ষিক ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতেতে ক্রয় বৎসরের অবচয়ে পরিমাণ কত?

    A
    ৬,০০০ টাকা

    B
    ৫,৪০০ টাকা

    C
    ৪,৮৬০ টাকা

    D
    ৪,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: অবচয় হিসাব সংরক্ষণের উদ্দেশ্য কি?

    A
    প্রকৃত মুনাফা নির্ণয়

    B
    মূলধন সংরক্ষণ

    C
    সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়

    D
    সবগুলো সঠিক

    Note: অর্জিত সম্পত্তির ক্রয় ব্যয় বা মূল্য সম্পত্তির নির্দিষ্ট ব্যবহারযোগ্য আয়ুষ্কালের মধ্যে বন্টন করার জন্য অবচয় ব্যয় নির্ধারণ করা হয় এবং এর জন্য নীট মুনাফা থেকে একটা নির্দিষ্ট পমিাণ অর্থ সঞ্চিতি করে রাখা হয। ফলে কারবারের (ক) প্রকৃত মুনাফা নির্নীত হয় এবং (খ) মূলধন সংরক্ষণ করা হয়। আর প্রতি সছর সম্পত্তির অর্জন মূল্যের উপর একটা নির্দিষ্ট হারে অবচয় রাখার ফলে সঠিক উৎপাদন ব্যয় নির্ণয় করা হয়। সুতরাং অবচয় হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য সমূহ সম্পর্কে প্রদত্ত প্রশ্নের সব Option গুলোই সত্য।
    1. Report
  10. Question: ২০০১ সালের ১লা জানুয়ারী ৭৫,০০০ টাকার একটি যন্ত্র ক্রয় করা হল। যর আয়ুষ্কাল ৫ বছর এবং সম্ভাব্য ‍উদ্ধারমূল্য ৭,৫০০ টাকা। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি অনুসারে ২০০৩ সালের অবচয় কত?

    A
    ১৩,০০০ টাকা

    B
    ১৪,০০০ টাকা

    C
    ১৩,৫০০ টাকা

    D
    ১৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd