হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: একটি যন্ত্রের খরিদমূল্য ৬,০০০ টাকা। সরল রৈখিক পদ্ধতিতে প্রতিবৎসর অবচয় ধার্য রকা হয় ৯০০ টাকা। অবশিষ্ট মূল্য যন্ত্রে খরিদ মূল্যের ১০%। যন্ত্রটির আনুমানিক আয়ুষ্কাল হবে-

    A
    ৩ বৎসর

    B
    ৪ বৎসর

    C
    ৫ বৎসর

    D
    ৬ বৎসর

    Note: যন্ত্রটির অবশিষ্ট মূল্য = ৬,০০০ X ১০% = ৬০০ টাকা। সুতরাং, যন্ত্রটির নীট অবচয় যোগ্যমূল্য = (৬০০০ - ৬০০) = ৫,৪০০ টাকা। একন, যেহেতু ৯০০ টাকা অবচয় হয় = ১ বছরে (প্রতি বছরে) সুতরাং ৫,৪০০ টাকা অবচয় = (৫,৪০০/৯০০) বছরের = ৬ বছরে।
    1. Report
  2. Question: একটি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। ১০% হারে ক্রয়মহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করলে তৃতীয় বছরে খরচ হবে-

    A
    ৪০,৫০০ টাকা

    B
    ৩৫,০০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: আসবাবপত্রের ক্রয়মূল্য ২,৫০,০০০ টকা, মেরামত খরচ ১০,০০০ টাকা আয়ুষ্কাল ২০ বছর, ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা, বার্ষিক অবচয় হার ১০%। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৫ম বছরের শেষে বহির্মূল্য কত?

    A
    ১,৫০,০০০ টাকা

    B
    ১,৪৭,০০০ টাকা

    C
    ১,৫২,৩২৪ টাকা

    D
    ১,৪৭,৬২২ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: একটি সম্পত্তির উপর ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ৩ বছর পর উক্ত সম্পত্তির বহি:মূল্য ৫১,০৩০ টাকা, সম্পত্তির ক্রয়মূল্য কত ছিল?

    A
    ৭০,০০০ টাকা

    B
    ৭২,০০০ টাকা

    C
    ৭৫,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: যন্ত্রপাতির ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা। স্থাপনা ব্যয় ৫,০০০ টাকা এবং ভ্যাট ১৫,০০০ টাকা। বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয়ের পরিমাণ কত টাকা?

    A
    ২৪,০০০ টাকা

    B
    ১৯,২০০০ টাকা

    C
    ১৩,৩৪০ টাকা

    D
    ১৫,৩৬০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: অবচয় নির্ণয় সময় ভগ্নাবিশেষ মূল্য বিবেচিত হবে না-

    A
    সরল রৈখিক পদ্ধতিতে

    B
    ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে

    C
    বছর সংখ্যার সমষ্টি পদ্ধতিতে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: যখন আনুমানিক ব্যবহারিক জীবনকালের পরিবর্তন করার প্রয়োজন হয় তখন অবচয়ের পমিাণ পরিবর্তিত হয়;

    A
    চলমান ও অতীত হিসাবকালের

    B
    চলতি ও ভবিষ্যত হিসাবকালের

    C
    শুধু ভষ্যিত হিসাবকালের

    D
    কোনটিই নয়

    Note: যখন আনুমানিক জীবনকালের পরিবর্তন করা হবে তখন চলতি ও ভবিষ্যৎ বছরের অবচয়ের পরিমাণ পরিবর্তিত হবে।
    1. Report
  8. Question: একটি সম্পত্তির ক্রয়মূল্য ২১,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ১,০০০ টাকা, আয়ুষ্কাল ৫ বছর। সরল রৈখিক পদ্ধতিতে পড্রতি বছর অবচটয় কত?

    A
    ৪,৫০০ টাকা

    B
    ৪,০০০ টাকা

    C
    ৪,২৫০ টাকা

    D
    ১,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: একটি মেশিনের মূল্য ১০,০০০ টাকা, ভগ্বাশেষ মুল্য ১,০০০ টাকা এবং ৩য় বৎসরের রক্ষণাবেক্ষণ খরচ ২০০ টাকা হলে ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে মেশিনটির ৩য় বৎসরের অবচয় কত?

    A
    ২,৭১০ টাকা

    B
    ৮১০ টাকা

    C
    ৭২৯ টাকা

    D
    ৭৪৮.২০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: একটি মেশিনের মূল্য ১০,০০০ টাকা, ভগ্নাবিশেষ মূল্য ১,০০০ টাকা এবং ৩য় বৎসরের রক্ষণাবেক্ষণ খরচ ২০০ টাকা হলে ১০% হারে ক্রমহাসমান পদ্ধতিতে মেশিনটির ৩য় বৎসরের অবচয় কত?

    A
    ২,৭১০ টাকা

    B
    ৮১০ টাকা

    C
    ৭২৯ টাকা

    D
    ৭৪৮.২০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd