হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: বছরের শুরুতে নেহা লিঃ এর মোট সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ১০,০০০ টাকা ও ২,০০০ টাকা। উক্ত বছরে যদি দায় ৩,০০০ টাকা বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব ৫,০০০ টাকা হ্রাস পায় তবে বছর শেষে সম্পত্তির পরিমাণ কত?

    A
    ১০,০০০ টাকা

    B
    ৯,০০০ টাকা

    C
    ১৪,০০০ টাকা

    D
    ৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: একটি মেশিন ক্রয় করে আংশিক মূল্য পরিশোধ করা হলে হিসাব সমীকরণে একটি সম্পদ বৃদ্ধি এবং

    A
    মূলধন হ্রাস

    B
    দায় বৃদ্ধি

    C
    অপর একটি সম্পত্তি হ্রাস

    D
    অপর একটি সম্পত্তি হ্রাস ও দায় ‍বৃদ্ধি ঘটে

    Note: মেশিন ক্রয় করে আংশিক মূল্য পরিশোধ করায় ঐ অংশের জন্য নগদ অথবা ব্যাংক নাম সম্পত্তি কমে যাবে এবং বাকি অংশ বাবদ দায় বৃদ্ধি পাবে।
    1. Report
  3. Question: আর্থিক বছর শেষে অণীত অ্যান্ড কোং ১,০০,০০০ টাকায় ধরে মেশিন ক্রয় করে। লেনদেনটি প্রভাবিত করবে-

    A
    শুধুমাত্র উদ্বর্তপত্রকে

    B
    লাভক্ষতি হিসাবকে

    C
    ক্রয়-বিক্রয় হিসাবকে

    D
    লাভ-ক্ষতি অবন্টন হিসাবকে

    Note: ধারে কোন সম্পত্তি ক্রয় করলে, মেশিন নামক সম্পত্তি ও পাওনাদার নামক দায় বৃদ্ধি পেয়েছে। আর সম্পত্তি ও দায় উভয়ই উদ্বর্তপত্রের বিষয়।
    1. Report
  4. Question: হিসাব সমীকরণের ক্ষেত্রে যেটিব সত্য নয়-

    A
    মূলধন বৃদ্ধির অর্থ সমপরিমাণ দায় হ্রাস বা সম্পত্তি হ্রাস

    B
    দায় বৃদ্ধির অর্থ সমপরিমাণ ‍মূলধথন হ্রাস বা সম্পত্তি বৃদ্ধি

    C
    সম্পত্তি হ্রাসের অর্থ সমপমিাণ মূলধন বা দায় হ্রাস

    D
    দায় হ্রাসর অর্থ সমপরিমাণ সম্পত্তি হ্রাস বা মূলধন বৃদ্ধি

    Note: যদি কোন লেনেদেনের দ্বারা মূলধন বৃদ্ধি পায় তবে তার বিপরীতে সমপরিমাণ দায় হ্রাস পাবে অথবা সমপমিাণ সম্পত্তি বৃদ্ধি পাবে। কারণ হিসাবসমীকরণ, সম্পত্তি = দায় + মালিকানা স্বত্ত্ব, যার একটি হ্রাস বা বৃদ্ধিতে অপর যেকোনটি হ্রাস বা বৃদ্ধি ঘটতে পারে। সতরাং প্রদত্ত বিকল্পগুলোর মদ্যে ‘ক’ বিকল্পটি সঠিক নয়।
    1. Report
  5. Question: অব্যবহৃত স্টাম্প একটি-

    A
    নামিক হিসাব

    B
    ব্যক্তিবাচক হিসাব

    C
    আয়বাচক হিসাব

    D
    ব্যয়বাচক হিসাব

    E
    কোনটিই নয়

    Note: অব্যবহৃত স্টাম্প অব্যবহৃত মনিহারীর অন্তর্ভুক্ত। অব্যবহৃত মনিহারী সম্পত্তি হিসেবে গণ্য হয়।
    1. Report
  6. Question: ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র কে আবিষ্কার করেন?

    A
    লুকা প্যাসিওলি

    B
    উইলিয়াম পিকলস

    C
    নিউটন

    D
    আর.এন.কার্টান

    Note: হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্রের আবষ্কাররক হলেন, লুকা প্যাসওলি।
    1. Report
  7. Question: যে হিসাব টি সাধারণত ক্রেডিট উদ্বৃত্ত দেখায়-

    A
    উত্তোলন

    B
    অগ্রীম ব্যয়

    C
    ঋণের সুদ

    D
    বকেয়া মজুরী

    Note: দায়, মূলধন, বকেয়অ খরচ, অগ্রিম আয় প্রভৃতি সাধারণত স্বাভাবিক অবস্থায় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। এখানে বকেয়া মজুরী এক ধরনের দায়। তাই এটি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে।
    1. Report
  8. Question: বাকিতে ১২,০০,০০০ টাকায় একটি গাড়ী ক্রয় করা হলে, হিসাব সমীকরণে যে প্রভাব পড়বে-

    A
    সম্পত্তি বাড়বে এবং দায় বাড়বে

    B
    সম্পত্তি বাড়বে এবং সম্পত্তি কমবে

    C
    সম্পত্তি বাড়বে এবং মালিকানা স্বত্ত্ব বাড়বে

    D
    সম্পত্তি বাড়বে এবং মালিকানা স্বত্ত্ব কমবে

    Note: বাকিতে গাড়ি ক্রয় করলে গাড়ি নামক সম্পত্তি বৃদ্ধি পাবে অন্যদিকে পাওনাদার দায়ও বেড়ে যাবে।
    1. Report
  9. Question: ডেবিট নোট তৈরি করে:

    A
    ক্রেতা

    B
    বিক্রেতা

    C
    ঋণদাতা

    D
    কোনটি নয়

    Note: ধারে ক্রীত পণ্য কোন কারণবশত ক্রেতা যদি বিক্রেতার নিকট ফেরত পাঠালে উক্ত পণ্যের বিবরণ দিয়ে যে চিঠি বিক্রেতাকে প্রদান করে তার নাম ডেবিট নোট। সুতরাং ক্রেতা ডেবিট নোট তৈরি করে থাকে।
    1. Report
  10. Question: উত্তোলন হিসাবের কোন ধরনের জের হয়?

    A
    ডেবিট জের

    B
    ক্রেডিট জের

    C
    শূন্য জের

    D
    সবগুলোই

    Note: উত্তোলন হিসাব একটি ব্যয়বাচক হিসাব। ব্যয় সবসময় ডেবিট জের প্রকাশ করে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd