হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নগদ টাকা ব্যবসায়ের কাজে ব্যবহারের জন্য মেশিন ক্রয় করা হলে নীচের কোনটি সত্য?

    A
    মোট খরচ বৃদ্ধি পায়

    B
    মোট সম্পত্তি বৃদ্ধি পায়

    C
    মোট মালিকানা স্বত্ত্ব একই থাকে

    D
    মোট দায় হ্রাস পায়

    Note: ব্যবসায়ের কাজে ব্যবহারের জন্য কোন সম্পত্তি (আসবাবপত্র, মেশিন, যন্ত্রপাতি, সরঞ্জাম প্রভৃতি) নগদ টাকায় ক্রয় করলে এক দিকে উক্ত সম্পত্তি বৃদ্ধি পায় অপরদিকে বিনিময়ে নগদ টাকা প্রদান করায় নগদ নামক সম্পত্তি হ্রাস পায়। এতে খরচ, দায় এবং মালিকানা স্বত্ত্ব কোনটিই সরাসরি প্রভাবিত হয় না।
    1. Report
  2. Question: কোনটি হিসাব সমীকরণের সঠিক রূপ?

    A
    সম্পত্তি + দায় = মালিকানা স্বত্ত্ব + (আয়-ব্যয়)

    B
    সম্পত্তি - দায় = মালিকানা স্বত্ত্ব + (আয়-ব্যয়)

    C
    সম্পত্তি - দায় = মালিকানা স্বত্ত্ব - (আয়-ব্যয়)

    D
    সম্পত্তি + দায় + ব্যয় = দায় + মালিকানা স্বত্ব

    Note: হিসা সমীকরণের সঠিক রূপ হল- সম্পিত্তি = দায় + মালিকানা স্বত্ত্ব তবে, অনেকে মালিকানা স্বত্ত্বের সাথে আয় সমূহ যোগ এবং ব্যয় সমূহ বিয়োগ করে দেখায়। সেক্ষেত্রে হিসাব সমীকরণের হবে সম্পত্তি = দায় + মালিকানা স্বত্ত্ব + (আয়-ব্যয়) বা সম্পত্তি - দায় = মালিকানা স্বত্ত্ব + (আয় - ব্যয়)
    1. Report
  3. Question: অনুপার্জিত আয়, হিসাব সমীকরণকে যেভাবে প্রভাবিত করে-

    A
    অনুপার্জিত আয়, দায় বৃদ্ধি

    B
    সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি

    C
    সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

    D
    দায় বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

    Note: যখন অনুপার্জিত আয় পাওয়া যায় তখন জাবদা দাখিলা দেয়া হয়- নগদান হিসাব ডেবিট ও অনুপার্জত আয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব সম্পত্তি বাচক হিসাব বা ডেবিট দ্বারা সম্পত্তির বৃ্িদধ নির্দেশ করে অপরদিকে অনুপার্জিত আয় দায় বাচক যা ক্রেডিট দ্বারা দায় হিসাবের বৃদ্ধি নির্দেশ করে। সুতরাং হিসাব সমীকরণে এর পবাবে সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি পাবে।
    1. Report
  4. Question: বিক্রয় ফেরত কোন শ্রেণীর হিসাব?

    A
    নামিক হিসাব

    B
    সম্পত্তিবাচক হিসাব

    C
    ব্যক্তিবাচক হিসাব

    D
    কোনটিই নয়

    Note: বিক্রয় ফেরত হিসাবকে সাধারণত নামিক হিসাব হিসেবে গন্য করা হয়।
    1. Report
  5. Question: অ-নগদ (Non-Cash) লেনদেন-

    A
    ধারে যন্ত্রপাতি ক্রয়

    B
    অনাদায়ী দেনা

    C
    মাল হিসাব

    D
    বিক্রয় হিসাব

    Note: এখানে অনাদায়ী দেনা অনগদ লেনদেন। কারণ দেনাদারের নিকট থেকে যে পরিমাণ অর্থ আর পাওয়া যাবে না। তাই অনাদায়ী দেনা।
    1. Report
  6. Question: বাকীতে মাল বিক্রয় ও অর্থ আদায় লিপিবদ্ধ করার ক্ষেত্রে যে হিসাবটি সম্পর্কিত নয়-

    A
    পাওনাদার হিসাব

    B
    দেনাদার হিসাব

    C
    নগদান হিসাব

    D
    বিক্রয় হিসাব

    Note: বাকীতে মাল বিক্রয় করলে দেনাদার ও বিক্রয় হিসাব প্রভাবত হয়। অর্থ- আদায় কালে নগদান ও দেনাদার হিসাব প্রভাবিত হয়।
    1. Report
  7. Question: হিসাবরক্ষণ ‘ডেবিট’ অর্থ-

    A
    হিসাবের বাম দিক

    B
    দাম বৃদ্ধি

    C
    ব্যয় হ্রাস

    D
    সম্পত্তির বৃদ্ধি

    Note: হিসাবরক্ষণ ডেবিট বলতে সাধারণত খতিয়ান হিসাবের বাম দিককে বুঝায়।
    1. Report
  8. Question: হিসাব সমীকরণ অনুযায়ী ‘ক্রয়ফেতর’-

    A
    বিপরীত ব্যয় হিসাব

    B
    দায় হিসাব

    C
    সম্পত্তি হিসাব

    D
    আয় হিসাব

    Note: ক্রয় হলো ব্যয় বাচক হিসাব। ক্রয় ফেরত ক্রয় নামক ব্যয় হ্রাস করে দেয়। সুতরাং এটি বিপরীত ব্যায় বাচক হিসাব।
    1. Report
  9. Question: মলিকানা স্বত্ব/ইকুইটি বলতে-

    A
    আয়ের উপর মালিকের অধিকার

    B
    সম্পদের উপর তৃতীয় পক্ষের অধিকার

    C
    শেয়ার মূলধরেন উপর মালিকের অধিকার

    D
    সম্পদের উপর মালিকের অধিকার

    Note: মালিকানা স্বত্ত্ব বলতে ব্যবসায়ের মেট সম্পত্তির উপর মালিকের অধিকার বা দাবিকে বোঝায়।
    1. Report
  10. Question: স্থায়ী হিসাব-

    A
    অবচয় হিসাব

    B
    উত্তোলন হিসাব

    C
    ঋণের সুদ হিসাব

    D
    পুঞ্জিভূত অবচয় হিসাব

    Note: পুঞ্জিভূক্ত অবচয় যা বিপরীত সম্পত্তি হিসেবে গণ্য হয়। এটি স্থায়ী হিসাবের অন্তর্ভূক্ত।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd