হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: বকেয়া প্রাপ্য ভাড়া আদায় হলে হিসাব সমীকরণে-

    A
    সম্পত্তি বৃদ্ধি ও হ্রাস

    B
    সম্পত্তি বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস

    C
    সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

    D
    দায় হ্রাস ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়

    Note: এখানে প্রাপ্য ভাড়া সম্পত্তি। সুতরাং প্রাপ্য ভাড়া আদায় হলে, নগদ টাকা (সম্পত্তি) বৃদ্ধি পাবে এবং প্রাপ্য ভাড়া (সম্পত্তি) হ্রাস পাবে।
    1. Report
  2. Question: হিসাব সমীকরণ অনুযায়ী ‘উপভোগ’-

    A
    সম্পত্তি হিসাব

    B
    বিপরীত মালিকানা স্বত্ব হিসাব

    C
    ব্যয় হিসাব

    D
    আয় হিসাব

    Note: হিসাব সমীকরণ অনুযায়ী উত্তোলন হলো বিপরীত মালিকানা স্বত্ত্ব হিসাব। কারণ উত্তোলন মালিকানা স্বত্ত্ব কমিয়ে দেয়।
    1. Report
  3. Question: নীট মুনাফার জন্য ক্রেডিট লিখন যে হিসাবের ক্রেডিট দিকে লিখতে হয়-

    A
    মূলধন হিসাব

    B
    লাভ ক্ষতি হিসাব

    C
    উত্তোলন হিসাব

    D
    ক্রয়বিক্রয় হিসাব

    Note: নীট মুনাফা সাধারণ মূধনের সাথে যোগ করতে হয়। সুতরাং নীট মুনাফার জন্য ক্রেডিট লিখন মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখতে হয়।
    1. Report
  4. Question: হিসাব রক্ষণে ‘ক্রেডিট অর্থ’-

    A
    সম্পত্তির হ্রাস

    B
    দায় হ্রাস

    C
    ব্যয় বৃদ্ধি

    D
    হিসাবের ডান দিক

    Note: হিসাবরক্ষণে ‘ক্রেডিট’ বলতে খতিয়ান হিসাবের ডান দিককে বোঝানো হয়ে থাকে।
    1. Report
  5. Question: একটি হিসাব বছরে ব্যয় হিসাবে ধরা হলেও নগদ অর্থ প্রদান করতে হয় না-

    A
    বকেয়া খরচ

    B
    অবচয়

    C
    কুঋণ

    D
    সবগুলো

    Note: এখানে, সেবগুলোর জন্যই নগদক অর্থ প্রদান করতে হয় না।
    1. Report
  6. Question: কোন সমীকরণটি সঠিক নয়?

    A
    সম্পত্তি = স্বত্ত্বাধিকার

    B
    সম্পত্তি = মালকের স্বত্তাধিকার + পাওনাদারের স্বত্ত্বাধিকার

    C
    দায় = সম্পত্তি - মালিকের স্বত্ত্বাধিকার

    D
    মালিকের স্বত্ত্বাধিকার = সম্পত্তি + পাওনাদারের স্বত্ত্বাধিকার

    Note: মূল হিসাব সমীকরণ হলো, সম্পদ = দায় + মালিকানা স্বত্ত্ব সুতরাং, মালিকের স্বত্ত্বাধিকার = সম্পত্তি + পাওনাদারের স্বত্ত্বাধিকার এটি সঠিক নয়।
    1. Report
  7. Question: বাড়ি ভাড়া প্রদান ৳ ১০,০০০। প্রভাব কোনটি?

    A
    সম্পত্তি কমবে দায় কমবে

    B
    সম্পত্তি বাড়বে ও মালিকানা স্বত্ব কমবে

    C
    সম্পত্তি কমবে ও মালিকানা স্বত্ব কমবে

    D
    কোনটিই নয়

    Note: বাড়ি ভাড়া প্রদান করা হলে, নগদ টাকা নামক সম্পত্তি হ্রাস পায় এবং বাড়ি ভাড়া নামক ব্যয় বৃদ্ধি পায়। আর ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ত্ব হ্রাস পাবে। সুতরাং বাড়িভাড়া প্রদানের ফলে সম্পত্তি কমবে এবং মালিকানা স্বত্ত্ব কমবে।
    1. Report
  8. Question: কোনটি স্থায়ী হিসাব?

    A
    বেতন হিসাব

    B
    উত্তোলন সুদ হিসাব

    C
    প্রাপ্য বিল হিসাব

    D
    ঋণের সুদ হিসাব

    Note: উদ্বর্তপত্রের সম্পদ ও দায় পার্শে যে হিসাব সমূহ অন্তর্ভুক্ত হয় সেসব গুলোকে স্থায়ী বা বাস্তব হিসাব বলা হয়। এখানে প্রাপ্য বিল হিসাব স্থায়ী হিসাব।
    1. Report
  9. Question: স্থায়ী হিসাব নয়-

    A
    প্রপ্য বিল হিসাব

    B
    প্রদেয় বিল হিসাব

    C
    পুঞ্জিত অবচয় হিসাব

    D
    ক্রয় হিসাব

    Note: নামিক হিসাবগুলো বা আয় বিবরণটিতে প্রদর্শিত হিসাবগুলো ও উত্তোলন এগুলো অস্থায়ী হিসাব বা অবাস্তব হিসাব বলা হয়।
    1. Report
  10. Question: যে লেনদেনের ফলে সম্পত্তির ক্রেডিট উদ্বৃত্ত হয়-

    A
    অতিরিক্তদ হারে অবচয় ধরলে

    B
    অতিরিক্ত সম্পত্তি ক্রয় করলে

    C
    অতিরিক্ত সম্পত্তি বিক্রয় করলে

    D
    কোনটিই নয়

    Note: সম্পত্তি কখনোই ক্রেডিট হয় না।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd