হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্নের কোনটি টাকায় পরিশোধ করা হয় না?

    A
    প্রাপ্ত বাট্টা

    B
    প্রাপ্ত কমিশন

    C
    প্রদত্ত বাট্টা

    D
    প্রদত্ত কমিশন

    Note: প্রদত্ত বাট্টা কখন ও নগদ টাকায় পরিশোধ করা হয় না।
    1. Report
  2. Question: নগদ বিক্রিত পণ্য কোন কারণে বিক্রেতার নিকট হতে ফেরত আসলে উক্ত পণ্যের পূর্ণ বিবরণ দিয়ে বিক্রেতা যে চিঠি ক্রেতার নিটক পাঠায় তাকে বলা হয়-

    A
    ডেবিট নোট

    B
    ক্রেডিট নোট

    C
    দেনা চিঠি

    D
    কোনটিই নয়

    Note: বিক্রীত পণ্য কোন কারণে বিক্রেতার নিকট ফেতর আসলে যে চিঠি ব্যবহার করা হয় তাকে ক্রেডিট নোট বলা হয়।
    1. Report
  3. Question: প্রাপ্ত হিসাবের আদায় কি ফলফল ঘটাবে?

    A
    সম্পত্তি বাড়াবে এবং সম্পত্তি কমবে

    B
    সম্পত্তি বাড়াবে এবং দায় কমাবে

    C
    সম্পত্তি বাড়াবে এবং মূলধন বাড়াবে

    D
    সম্পত্তি বাড়াবে এবং নগদ বাড়াবে

    Note: প্রাপ্যহিসাবের আদায়ের ফলে, নগদ (সম্পত্তি) বৃদ্ধি পাবে এবং প্রাপ্ত হিসাব (সম্পত্তি) হ্রাস পাবে।
    1. Report
  4. Question: কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাওনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব হচ্ছে-

    A
    সম্পত্তিবাচক হিসাব

    B
    পাওনাদার হিসাব

    C
    দেনাদার হিসাব

    D
    নামিক হিসাব

    Note: কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাওনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবের প্রাপ্য বা দেনাদার হিসাব বলা হয়।
    1. Report
  5. Question: লেনদেন হতে হলে কোন শর্তটি পূরণ করতে হবে?

    A
    নগদ অর্থ মূলধনের বৃদ্ধি পেতে হবে

    B
    অর্থের মূল্যে পরিমাপযোগ্য ও পরিশোধত হতে হবে

    C
    কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে

    D
    ঘটনাটি বকেয়া হলেও ভবিষ্যতে পরিশোধ করতে হবে

    Note: লেনদেনহতে হলে কমপক্ষে নিম্নের ৫টি শর্তের অন্তর্ভুক্ত ঘটনা হতে হবে- (ii) অর্থের অঙ্কে পরমাপযোগ্য (ii) আর্থিক অবস্থার পরিবর্তন, দুটি পক্ষ, (iii) সয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র ও (v) দৃশ্যমানতা।
    1. Report
  6. Question: প্রস্তাবিত লভ্যাংশ কোন ধরনের হিসাব?

    A
    দায়

    B
    সম্পত্তি

    C
    ব্যয়

    D
    আয়

    Note: প্রস্তাবিত লভ্যাংশ প্রতিষ্ঠানের জন্য দায়বাচক হিসাব। কাণ ইহা শেয়ারমালিকগণকে প্রদানের জন্য প্রস্তাবত করা হয়েছে।
    1. Report
  7. Question: নীচের কোন লেনদেনের ফলে দায় বাড়বে, একটি সম্পত্তি বাড়বে এবং অন্য একটি সম্পত্তি কমবে?

    A
    একটি সম্পত্তি ধারে ক্রয়

    B
    আসবাবপত্রধারে ক্রয়

    C
    আংশিক নগদ টাকায় যন্ত্রপাতি ক্রয়

    D
    পুরানো আসবাবপত্র নগদে বিক্রয়

    Note: এখানে আংশিক নগদ টাকায় যন্ত্রপাতি ক্রয় অর্থাৎ একটি যন্ত্রপাতি ক্রয় করে কিছু অংশের মূল্য বাবদ নগদ টাকা প্রদান এবং অবশিষ্টাংশ ধারে রয়েছে। লেনদেনটির ফলে যন্ত্রপাতি নামক সম্পত্তিটি বৃদ্ধি পাবে এবং নগদ টাকা প্রদান করায় নগদান (সম্পদ) হিসাব কমে গেছে এবং ধারে অংশের জন্য পাওনাদার নামক দায় বৃদ্ধি পাবে।
    1. Report
  8. Question: অমার্জিত রাজস্ব একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের-

    A
    রাজস্ব

    B
    দায়

    C
    সম্পত্তি

    D
    মালিকানাস্বত্ব

    Note: Not available
    1. Report
  9. Question: হিসাববিজ্ঞান কর্মকাণ্ডে নিচের কারা সম্পৃক্ত নয়?

    A
    হিসাববিজ্ঞান মান প্রণেতা

    B
    নিরক্ষীক

    C
    আর্থিক বিবরণী ব্যবহারকারী

    D
    হিসাববিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক

    Note: হিসাববিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক সরাসরি সম্পৃক্ত নয়।
    1. Report
  10. Question: ২০০৮ সালে সমাপনী মজুদ ৬০০০ টাকা বেশী এবং প্রারম্বিক মজুদ ২০০০ টাকা কম দেখানো হলে, ২০০৮ সালের মোট মুনাফা-

    A
    ৬০০০ টাকা বেশী হবে

    B
    ৪০০০ টাকা বেশী হবে

    C
    ৪০০০ টাকা কম হবে

    D
    ৮০০০ টাকা বেশী হবে

    Note: সমাপনী মজুদ পণ্য বেশী ও প্রারম্ভিক মজুদ পণ্য কম দেখানোর ফলে মোট মুনাফার পরিমাণ বেশী দেখানো হবে। সুতরাং মোট মুনাফা বেশী দেখানো হবে = (৬০০০ + ২০০০) টাকা = ৮,০০০ টাকা।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd