হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: ১০,০০০ টাকার একটি প্রাপ্য বিল ৯,৯০০ টাকায় বাট্টাকরণ করা হয়, সঠিক জাবেদা কোনটি?

    A
    বাট্টাকৃত বিল হিসাব ডেবিট টু নগদান হিসাব

    B
    বিনিময় বিল হিসাব ডেবিট টু বাট্টাকৃত বিল হিসাব

    C
    প্রাপ্ত বিল হিসাব ডেবিট টু বাট্টা হিসাব

    D
    ব্যাংক হিসাব ডেটর টু বাট্টা হিসাব

    Note: সাধারণ নগদ টাকার জরুরি প্রয়োজন হলে প্রাপ্য বিল ব্যাংকে বাট্টা করা হয়। ফলে ব্যাংক প্রাপককে বিলে উল্লেখিত টাকার চেয়ে কিছু টাকা কম প্রদান করে। বাট্টাকারী বা প্রাপক যে পরিমাণ কম টাকা পায় তা বাট্টা নামক ব্যয় হিসেবে ডেবিট করে। এবং বাকী টাকা নগদান হিসাবে ডেবিট করে এবং বাট্টাকৃত প্রাপ্য বিল হিসাবে ক্রেডিট করে। আর ব্যাংক উক্ত লেনদেনের জন্য বাট্টাকারী হিসাব ডেবিট করে এবং বাট্টা হিসাব ও নগদান হিসাব ক্রেডিট করে। ক, খ, গ, ঘ Option গুলোতে এর একটিও দেখানো হয় নাই। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি নাই। [প্রশ্নে সঠিক উত্তর না থাকলে কোন নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঐ প্রশ্নটির উত্তর না দেয়াই শ্রেয়।]
    1. Report
  2. Question: ব্যাংক কর্তৃক ১০০ টাকার ব্যাংক চার্জসহ ১,০০০ টাকার বিনিময় বিল আদায় হয়েছে। সঠিক জাবোদ লিখনটি হবে-

    A
    ব্যাংক হিসাব ডটর ১০০০ টাকা ব্যাংক চার্জ হিসাব ডেঃ ১০০ টাকা ব্যাংক বিল আদায় হিসাব ১,২০০ টাকা

    B
    ব্যাংক হিসাব ডটর ১০০০ টাকা টু ব্যাংক চার্জ হিসাব ১০০ টাকা টু ব্যাংক আদায় হিসাব ১,০০০ টাকা

    C
    ব্যাংক আদায় হিসাব ডেঃ ১,০০০ টাকা ব্যাংক হিসাব ১,১০০ টাকা

    D
    ব্যাংক আদায় হিসাব ডেঃ ১,০০০ টাকা ব্যাংক চার্জ হিসাব ক্রেঃ ১০০ টাকা ব্যাংক হিসাব ১,১০০ টাকা

    Note: ব্যাংক আমাদের নামে বিল আদায় করলে ব্যাংক আমাদের হিসাবে টাকা জমা করে দেয়। ফলে ব্যাংক হিসাব বেড়ে যায়। যেহেতু ব্যাংক হিসাবকে সম্পত্তি বলে গণ্য করা হয়, তাই সম্পত্তি বেড়ে যাওয়ায় ব্যাংক হিসাব ডেবিট করতে হয়। ব্যাংক বিল আদায় বাবদ চার্জ গ্রহণ করলে আমাদের ব্যয় বেড়ে যায়, ফলে ব্যাংক চার্জ হসিাব ডেবিট করতে হয়। আর বিল আদায় করার জন্য বিল আদায় হিসাব ক্রেডিট করতে হয়।
    1. Report
  3. Question: ১০,০০০ টাকা মেশিন সংস্থাপন বাবদ ব্যয় হল। সঠিক জাবেদা লিখন কোনটি?

    A
    রক্ষণাবেক্ষণ খরচ হিসাব ডেঃ টু নগদান হিসাব

    B
    অবচয় হিসাব ডেঃ টু নগদান হিসাব

    C
    লাভ-ক্ষতি হিসাব ডেঃ টু মেশিন হিসাব ডেঃ

    D
    মেশিন হিসাব ডেঃ টু নগদান হিসাব

    Note: হিসাববিজ্ঞানের ঐতিহাসিক মূল্য নীতি বা ক্রয়মুল্য নীতি অনুসারে সম্পত্তিকে ক্রয়মূল্যে দেখাতে হয়, এবং সম্পত্তিটি অর্জন করতে বা সম্পত্তিটি কার্যোপযোগী করতে বা সম্পত্তিটি ক্র হতে শুরু করে উৎপাদন করার উপযোগী করার জন্য বহন খরচ, শুল্ক খরচ, বসানো খরচ, মজুরী খরচ, বাবদ যত ব্যয় হতে ঠিক তত টাকা দ্বারা সম্পত্তি হিসাব ডেবিট করতে হবে এবং করচ প্রদান বাবদ নগদান হিসাব ডেবিট করতে হয়।
    1. Report
  4. Question: ৫,০০০ টাকার অগ্রীম মজুরী প্রদান সম্পদ হিসাবে লিপিবদ্ধ করলে বাবেদা লিখনটি হবে-

    A
    মজুরী হিসাব ডেঃ ৫০০০; টু নগদ হিসাব ৫,০০০

    B
    নগদান হিসাব ডেঃ ৫০০০; টু অগ্রীম হিসাব ৫,০০০

    C
    অগ্রীম মজুরী হিসাব ডেঃ ৫,০০০; টু নগদান হিসাব ৫,০০০

    D
    নগদান হিসাব ডেঃ ৫,০০০; টু মজুরী হিসাব ৫,০০০

    Note: মজুরী প্রদান হল এক ধরনের খরচ। আর খরচ অগ্রীম প্রদান করলে তা সম্পদ হিসাবে গণ্য হয় (অগ্রীম মজুরি)। ফলে সম্পদ বেড়ে যায় তাই অগ্রীম মজুরী (সম্পদ) হিসাবকে ডেবিট করতে হয়। আর এজন্য নগদ টাকা প্রদান করতে হয়। যার দ্বারা আরেকটি সম্পদ (নগদ টাকা) হ্রাস পায়। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হয়। ফলে নগদান হিসাব (সম্পদ) ক্রেডিট করতে হয়।
    1. Report
  5. Question: ১,০০০ টাকা অবচয় হিসাব লাভ ক্ষতি হিসাবে স্থানান্তরের জাবেদা লিখন কোনটি?

    A
    অবচয় হিসাব ডেঃ টু সম্পত্তি হসিাব

    B
    লাভ-ক্ষতি হিসাব ডেঃ টু অবচয় হিসাব

    C
    অবচয় হিসাব ডেঃ টু লাভ-ক্ষতি হিসাব

    D
    কোনটিই নয়

    Note: অবচয়কে একটি ব্যয় হিসাবে ধরা হয়। আর ব্যয়কে সাধারণত হিসাবকাল শেষে লাভ-ক্ষতি হিসাবে স্থানান্তর করে আয়-ব্যয় নির্ণয় করা হয়ে থাকে। আর এজন্য অবচয়কে লাভ-ক্ষতি হিসাবের ডেবিট পাশে হিসাবে দেখানো হয়ে থাকে। ব্যয়কে লাভ ক্ষতি হিসাবে স্থানান্তরের জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবকে ডেবিট পাশে হিসাবে দেখানো হয়ে থাকে। ব্যয়কে লাভ ক্ষতি হিসাবে স্থানান্তরের জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবকে ডেবিট ও সংশ্লিষ্ট ব্যয়কে ক্রেডিট করতে হয়। অর্থাৎ লেনদেনটির জন্য জাবেদা হবে- লাভ ক্ষতি হিসাব ডেঃ টু অবচয় হিসাব।
    1. Report
  6. Question: বিনামূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা। জাবেদা হবে-

    A
    পণ্য বিতরণ হিসাব ডেঃ ৫০০০ টু নগদান হিসাব ৫০০০

    B
    পণ্য বিতরণ হিসাব ডেঃ ৫০০০ টু ক্রয় হিসাব ৫০০০

    C
    বিজ্ঞাপন হিসাব ডেঃ ৫০০০ টু ক্রয় হিসাব ৫০০০

    D
    ক্রয় হিসাব ডেঃ ৫০০০ টু বিজ্ঞাপন হিসাব ৫০০০

    Note: সাধারণত বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়ে থাকে। আর এজন্য বিজ্ঞাপন কে ডেবট করতে হয়। কারণ বিজ্ঞাপন হিসাবকে ডেবিট করা হয়। অপরদিকে যেহেতু এ ব্যয় বাবদ পণ্য প্রদান করা হয়ে থাকে। ফলে ক্রয় নামক ব্যয় এর জন্য হ্রাস পায়। ব্যয় হ্রাস পেলে ক্রডিট করতে হয়। সুতরাং ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে।
    1. Report
  7. Question: ধারে লেনদেনে ক্রেতার নাম উল্লেখ না থাকলে কোন হিসাব ডেবিট করা হয়?

    A
    বিক্রয় হিসাব

    B
    বিক্রেতার হিসাব

    C
    পাওনাদার হিসাব

    D
    দেনাদার হিসাব

    Note: ধারে লেনদেনে বা ধারে বিক্রয় করলে যারা বিক্রয় করে তারা ক্রেতাকে পণ্য প্রদান করে। বিনিময়ে ক্রেতা নগদ টাকা পরিশোধ না করায় বিক্রেতা ক্রেতার কাছে টাকা পাবে, এবং ক্রেতা বিক্রেতাকে টাকা প্রদান করবে। ফলে লেনদেনে ক্রেতার নাম উল্লেখ না থাকলে দেনাদার হিসাব ডেবিট করতে হয়।
    1. Report
  8. Question: কোনটি খতিয়ানের বৈশিষ্ট্য?

    A
    পৃথক শিরোনাম

    B
    শ্রেণীবদ্ধকরণ

    C
    উদ্বৃত্তকরণ

    D
    সবগুলো

    Note: খতিয়ান হল লেনদেনের চূড়ান্ত গন্তব্যস্থল। প্রতিটি খতিয়ানের পৃথক (ক) পৃথক শিরোনাম বা নাম থাকে, এবং লেনদেন গুলোকে বিশ্লেষণ করে (খ) শ্রেণীবদ্ধকরণ করা হয়ে থাকে, এবং একটি নির্দষ্ট সময় সাধারণত মাসের শেষে িএর ডেবিট ও ক্রেডিট পাশের যোগফল নিরূপন করে উদ্বৃত্ত/জের নির্ণয় করা হয়ে থাকে।
    1. Report
  9. Question: খুচরা নগদান তহবিল বৃদ্ধি করার জন্য কোন হিসাব ডেবিট করতে হবে?

    A
    বিভিন্ন খুচরা খরচ হিসাব

    B
    নগদান হিসাব

    C
    ব্যাংক হিসাব

    D
    খুচরা নগদান হিসাব

    Note: খুচরা নগদ তহবিল বৃদ্ধি করার জন্য খুচরা নগদান হিসাব ডেবিট করতে হবে। কারণ, খুচরা নগদানকে প্রধান নগদানের মত আলাদা বা স্বতন্ত্র বলে গণ্য করা হয়। খুচরা নগদান তহবিল থেকে যাবতীয় খুচরা ব্যয় নিবৃাহ করা হয়।
    1. Report
  10. Question: ব্যবসা হতে নগদ টাকা ব্যাংকে জমা দেয়া হলে দু’ঘরা নগদান বহিতে-

    A
    ক্যাশ কলামকে ক্রেডিট

    B
    ব্যাংক কলামকে ডেবিট

    C
    ব্যাংক কলামকে ডেবিট ও ব্যাংক কলামকে ক্রেডিট

    D
    ব্যাংক কলামকে ডেবিট ও ক্যাশ কলামকে ক্রেডিট করতে হয়

    Note: ব্যবসা হতে নগদ টাকা ব্যাংকে জমা দিলে নগদ টাকা (সম্পদ) কমে যায়। নগদ টাকা (সম্পদ) কমে গেলে দু”ঘরা নগদান হতে ক্রেডিট পাশ্র্বে বা ডান পার্শের নগদ বা ক্যাশ কলামকে ক্রেডিট করতে হয়। কারণ সম্পত্তি কমে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট করা হয়। অন্য দিকে নগদ টাকা ব্যাংকে জমা দেয়ায় ব্যাংক হিসাব নামক নম্পদ বৃদ্ধি পায়। ব্যাংক হিসাব বা জমা বৃদ্ধি পেলে দু’ঘরা নগদান বেইতে বাম পার্শে ব্যাংক কলামকে ডেবিট করতে হয়। কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবি করতে হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd