Question: ১০,০০০ টাকার একটি প্রাপ্য বিল ৯,৯০০ টাকায় বাট্টাকরণ করা হয়, সঠিক জাবেদা কোনটি?
A
B
C
D
বাট্টাকৃত বিল হিসাব ডেবিট টু নগদান হিসাব
B
বিনিময় বিল হিসাব ডেবিট টু বাট্টাকৃত বিল হিসাব
C
প্রাপ্ত বিল হিসাব ডেবিট টু বাট্টা হিসাব
D
ব্যাংক হিসাব ডেটর টু বাট্টা হিসাব
Note: সাধারণ নগদ টাকার জরুরি প্রয়োজন হলে প্রাপ্য বিল ব্যাংকে বাট্টা করা হয়। ফলে ব্যাংক প্রাপককে বিলে উল্লেখিত টাকার চেয়ে কিছু টাকা কম প্রদান করে। বাট্টাকারী বা প্রাপক যে পরিমাণ কম টাকা পায় তা বাট্টা নামক ব্যয় হিসেবে ডেবিট করে। এবং বাকী টাকা নগদান হিসাবে ডেবিট করে এবং বাট্টাকৃত প্রাপ্য বিল হিসাবে ক্রেডিট করে। আর ব্যাংক উক্ত লেনদেনের জন্য বাট্টাকারী হিসাব ডেবিট করে এবং বাট্টা হিসাব ও নগদান হিসাব ক্রেডিট করে। ক, খ, গ, ঘ Option গুলোতে এর একটিও দেখানো হয় নাই। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি নাই। [প্রশ্নে সঠিক উত্তর না থাকলে কোন নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঐ প্রশ্নটির উত্তর না দেয়াই শ্রেয়।]