হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: ৩১ শে ডিসেম্বর ২০১০ সালে XYZ, Co-এর সম্পত্তি ৫০০০ টাকা এবং দায় ৩০০০ টাকা। XYZ, Co-র ৩১ ডিসেম্বর ২০১০ এর সত্ত্বাধিকারী কত হবে?

    A
    ৪০০০ টাকা

    B
    ২০০০ টাকা

    C
    ৩০০০ টাকা

    D
    ৬০০০ টাকা

    Note: জানা আছে, সম্পত্তি=দায় + সত্ত্বাধিকারী সুতরাং ২০১০ সালে XYZ Co-এর স্বত্ত্বাধীকারী = সম্পত্তি-দায় = (৫০০০-৩০০০) = ২০০০ টাকা
    1. Report
  2. Question: ধারে সেবা প্রদান করা হলে তার প্রভাব হিসাব সমীকরণে নিম্নের কোনটির সাথে সংগতিপূর্ণ ঃ

    A
    সম্পদের বৃদ্ধি এবং স্বত্তাধিকারীর হ্রাস

    B
    সম্পদের বৃদ্ এবং স্বত্তাধিকারীর বৃদ্ধি

    C
    সম্পদের বৃদ্ধি এবং দায়ের বৃদ্ধি

    D
    দায়ের বৃদ্ িএবং স্বত্তাধিকারীর বৃদ্ধি

    Note: ধারে সেবা প্রদান করা হলে জাবেদা দাখিরা হবে প্রাপ্য হিসাব ডেবিট টু সেবা রাজস্ব হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট দ্বারা সম্পদের বৃদ্ধি এবং স্বত্তাধিকারী বৃদ্ধি বোঝায়।
    1. Report
  3. Question: সমাপন করার পর কোন হিসাব শূন্য জের হবে না?

    A
    অগ্রপ্রদত্ত খরচ

    B
    সেবা রাজস্ব

    C
    বিজ্ঞাপন খরচ

    D
    অবচয় খরচ

    Note: সমাপনী জাবেদা করার পর অগ্রপ্রদত্ত খরচ হিসাবের জের শূন্য হবে না। কারণ এটি সম্পত্তি বাচক হিসাব হিসেবে বিবেচনা বিবেচিত হয়।
    1. Report
  4. Question: নিম্নের কোনটি হিসাব বছর শেষে বন্ধ করা যায় না?

    A
    আয় বিবরনী

    B
    লভ্যাংশ

    C
    আয়

    D
    মূলধন

    Note: সম্পদ, দায় ও মূলধন জাতী হিসাবসমূহ হিসাব বছর শেষে বন্ধ করা যায় না। কিন্তু নামীক বা আয়-ব্যয় জাতীয় হিসাবসমূহ বন্ধ করা হয়। আয়-বিবরণী, লভ্যাংশ ও আয় এগুলো নামিক হিসাব।
    1. Report
  5. Question: একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির ১/৪ অংশ। কারবারের মূলধন কত?

    A
    ৬০,০০০ টাকা

    B
    ৩২,০০০ টাকা

    C
    ৪০,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: ম্যানেজার রবিনের মাসিক বেতন ১,২০০ টাকা জাবেদা হবে-

    A
    বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    B
    বেতন খরচ হিসাব ডেবিট, বেতন প্রদেয় হিসাব ক্রেডিট

    C
    ক + খ

    D
    কোনটিই নয়

    Note: বক্তব্যটি বা ঘটনাটি কোন লেনদেন নয়। কারণ উক্ত ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। লেনদেন হতে হলে কোন ঘটনাকে লেনদেনের বৈশিষ্ট গুলো মানতে হবে। ঘটনাটি দ্বারা কারও বেতনের পরিমাণ বুঝিয়েছে মাত্র।
    1. Report
  7. Question: আয়- অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, ক্রেডিট করতে হবে-

    A
    আয় হিসাব

    B
    প্রাপ্য আয় হিসাব

    C
    অনার্জিত আয় হিসাব

    D
    নগদান হিসাব

    Note: আয় অর্জিত হয়েছে ফলে আয় বেড়েছে, আয় বাড়লে আয়-হিসাব ক্রেডিট হবে। অপরদিকে যেহেতু আয়টি নগদে পাওয়া যায়নি বা বকেয়া আছে সেহেতু এটি সম্পদ (প্রাপ্ত আয়) যা ডেবিট করতে হয়।
    1. Report
  8. Question: ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলে জাবেদা হবে-

    A
    ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব

    B
    ব্যাংক হিসাব ডেবিট টু সুদ হিসাব

    C
    সুদ হিসাব টু ব্যাংক হিসাব

    D
    নগদান হিসাব টু ব্যাংক হিসাব

    Note: ব্যাংক কর্তৃক সুদ মঝ্হুর করা হলে এ সুদ কখনও নগদে পাওয়া যায় না। ব্যাংক আমাদরে হিসাব সুদ জমা করে আমাদের ব্যাংক হিসবকে বাড়িয়ে দেয়। ব্যাংক হিসাব যেহেতু সম্পত্তি তাই সম্পত্তি বাড়ায় ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। অপর দিকে সুদ নামক আয় সংঘটিত হওয়ায় আয় বেড়েছে। আয় বাড়লে আয় হিসাবকে ক্রেডিট করতে হয়। ফলে সুদ (আয়) হিসা ক্রেডিট করতে হবে।
    1. Report
  9. Question: দাউদ কর্তৃক প্রস্তুতকৃত বিনিময় বিলে ওমর স্বীকৃতি প্রদান করল। ওমরের বহিতে সঠিক জাবেদা লিখনটি হবে-

    A
    ওমর হিসাব ডেবিট টু প্রদেয় বিল হিসাব

    B
    দাউদ হিসাব টু প্রাপ্যবিল হিসাব

    C
    দাউদ হিসাব ডেবিট টু প্রদেয় বিল হিসাব

    D
    ব্যাংক হিসাব ডেবিট টু প্রপ্য বিল হিসাব

    Note: ওমর কর্তৃক বিলে স্বীকৃতি দেয়ায় ওমরের দায় (প্রদয়ে বিল) বেড়ে যায়। কারণ মেযাদ পূর্তিতে বিলটি তাকে পরিশোধ করতে হবে। ফলে তাকে প্রদেয় বিল হিসাব ক্রেডিট করতে হবে। আর যার বরাবরবিলটি স্বীকৃতি প্রদান করে পাঠানো হয় তার হিসাবকে ডেবিট করতে হয়। অর্থাৎ দাউদের হিসাব ডেবিট করতে হবে।
    1. Report
  10. Question: পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেলে, এক্ষেত্রে ডেবিট করতে হবে-

    A
    ব্যাংক হিসাব

    B
    বিক্রয় হিসাব

    C
    নগদান হিসাব

    D
    বিবিধ হিসাব

    Note: পণ্য বিক্রি বা অন্য কোন কারণে চেক পাওয়া গেলে চেকিট ব্যাংক জমা না দেয়া পর্যন্ত চেকটি কে টাকার সামিল ধরে নিতে হয় বা নগদ টাকা হিসোবে গণ্য করা হয়। যাবেদা দাখিলার সময় নগদান হিসাবকে ডেবিট আর যার কাছ থেকে চেকটি পাওয়া যায় তার হিসাবকে ক্রেডিট করতে হয়। সুতরাং জাবেদাটি হবে- নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd