আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
 
  1. Question: অর্ধপরিবাহী বস্তুতে হোল বলতে কী বোঝায়?

    A
    আধান নিরপেক্ষ কণিকা

    B
    ঋনাত্মক আধানযুক্ত কণিকা

    C
    একটি ইলেকট্রনের অনুপস্থিতি বা ফাঁকা জায়গা

    D
    দাতা পরমাণু

    Note: অর্ধপরিবাহী পদার্থে যদি খাদ হিসেবে তৃযোজী মৌল মেশানো হয় তাহলে অর্ধপরিবাহীতে চারটি সমযোজী বন্ধন না গঠিত হয়ে তিনটি সমযোজী বন্ধন গঠিত হয় আর একটি হাত খালি থাকে ঐ খালি হাতে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয় বলে ঐখানে একটি হোল তৈরি হয়। এই ধরনের অর্ধপরিবাহীকে p-টাইপ অর্ধপরিবাহী বলে।
    1. Report
  2. Question: নিচের কোনটি নিম্ন তাপমাত্রায় অন্তরকের মত কাজ করে?

    A
    পরিবাহী

    B
    অর্ধপরিবাহী

    C
    অপরিবাহী

    D
    সবগুলোই

    Note: Not available
    1. Report
  3. Question: অর্ধপরিবাহিকে কয়টি টাইপে ভাগ করা যায়?

    A

    B

    C

    D

    Note: Not available
    1. Report
  4. Question: n টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?

    A
    Bi

    B
    P

    C
    B

    D
    H

    Note: Not available
    1. Report
  5. Question: অর্ধপরিবাহী ডায়োড কীভাবে তৈরি হয়?

    A
    দুটি p-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে

    B
    দুটি n-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে

    C
    একটি p-টাইপ ও একটি n-টাইপ বস্তু জোড়া লাগিয়ে

    D
    দুটি p-টাইপ বস্তুর মাঝে একটি পাতলা n-টাইপ বস্তু জোড়া লাগিয়ে

    Note: Not available
    1. Report
  6. Question: p-n জংশন ডায়োডের অপর নাম কী?

    A
    অর্ধপরিবাহী

    B
    অর্ধপরিবাহী রেকটিফায়ার

    C
    ট্রানজিস্টর

    D
    ট্রায়োড

    Note: Not available
    1. Report
  7. Question: অর্ধ পরিবাহী ডায়োডকে কী বলে?

    A
    ব্রেকটিফায়ার

    B
    অ্যামপ্লিফায়ার

    C
    ট্রানজিস্টার

    D
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: রেকটিফায়ার কী কাজ করে?

    A
    তড়িৎ প্রবাহকে বৃদ্ধি করে

    B
    ভোল্টেজের বিবর্ধন ঘটায়

    C
    তড়িৎ প্রবাহকে একমুখী করে

    D
    তড়িৎ প্রবাহের হ্রাস ঘটায়

    Note: Not available
    1. Report
  9. Question: তড়িৎ বর্তনীতে ডায়োড কী হিসেবে ব্যবহৃত হয়?

    A
    রেকটিফায়ার

    B
    অ্যামপ্লিফায়ার

    C
    মোটর

    D
    ট্রানজিস্টর

    Note: Not available
    1. Report
  10. Question: তড়িৎপ্রবাহ ও ভোল্টেজ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় কোনটি?

    A
    ডায়োড

    B
    রেকটিফায়ার

    C
    অ্যামপ্লিফায়ার

    D
    p-n জাংশন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd