Question: অর্ধপরিবাহী বস্তুতে হোল বলতে কী বোঝায়?
A
B
C
D
আধান নিরপেক্ষ কণিকা
B
ঋনাত্মক আধানযুক্ত কণিকা
C
একটি ইলেকট্রনের অনুপস্থিতি বা ফাঁকা জায়গা
D
দাতা পরমাণু
Note: অর্ধপরিবাহী পদার্থে যদি খাদ হিসেবে তৃযোজী মৌল মেশানো হয় তাহলে অর্ধপরিবাহীতে চারটি সমযোজী বন্ধন না গঠিত হয়ে তিনটি সমযোজী বন্ধন গঠিত হয় আর একটি হাত খালি থাকে ঐ খালি হাতে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয় বলে ঐখানে একটি হোল তৈরি হয়। এই ধরনের অর্ধপরিবাহীকে p-টাইপ অর্ধপরিবাহী বলে।