আলোর প্রতিফলন
 
  1. Question: অবতল দর্পণে লক্ষবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি কী রকম হবে?

    A
    দর্পণের পিছনে, অসদ, সোজা ও বিবর্ধিত

    B
    অসীমে, অসদ, সোজা ও বিবর্ধিত

    C
    বক্রতার কেন্দ্রে, সদ, উল্টো ও লক্ষ্যবস্তুর সমান

    D
    বক্রতার কেন্দ্রে ও অসীমের মধ্যে, সদ, উল্টো ও বিবর্ধিত

    Note: Not available
    1. Report
  2. Question: অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভর করে কী গঠিত হয়?

    A
    বাস্তব প্রতিবিম্ব

    B
    অবাস্তব প্রতিবিম্ব

    C
    অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় না

    D
    বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব

    Note: Not available
    1. Report
  3. Question: অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে অসদবিম্ব গঠিত হবে?

    A
    প্রধান ফোকাসে

    B
    ফোকাস ও মেরু বিন্দুর মধ্যবর্তী স্থানে

    C
    বক্রতার কেন্দ্রের বাইরে

    D
    বক্রতার কেন্দ্রে

    Note: Not available
    1. Report
  4. Question: উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষবস্তু যেখানেই থাকুক না কেন তার বিম্ব কোথায় গঠিত হবে?

    A
    বক্রতার কেন্দ্রে

    B
    দর্পণের পিছনে

    C
    ফোকাসে

    D
    বিম্ব গঠিত হয় না

    Note: Not available
    1. Report
  5. Question: উত্তল দর্পণে বিম্বের প্রকৃতি সর্বদা কীরূপ হবে?

    A
    সদ ও উল্টো

    B
    অসদ ও সোজা

    C
    সদ ও সোজা

    D
    অসদ ও উল্টো

    Note: Not available
    1. Report
  6. Question: 6 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পণের সম্মুখে কোথায় রাখতে হবে?

    A
    3 cm

    B
    6 cm

    C
    12 cm

    D
    18 cm

    Note: বক্রতার কেন্দ্রে অবস্থিত লক্ষ্যবস্তুর জন্য বিম্ব সবসময় এর সমান দূরত্বে অর্থাৎ বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে।
    1. Report
  7. Question: মুখোমুখি অবস্থিত দুটি দর্পণের মাঝখানে একটি বস্তু রাখলে কতগুলো প্রতিবিম্ব গঠিত হয়?

    A
    দুটি

    B
    চারটি

    C
    ছয়টি

    D
    অসংখ্য

    Note: Not available
    1. Report
  8. Question: একটি অবতল দর্পণের একেবারে নিকটে একটি আঙ্গুল খাড়াভাবে স্থাপন করলে কী ঘটবে?

    A
    বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে

    B
    বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে

    C
    সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে

    D
    উল্টা বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে

    Note: Not available
    1. Report
  9. Question: কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙুল খাড়াভাবে রাখলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয় তাহলে দর্পণটি কীরূপ হবে?

    A
    অবতল

    B
    উত্তল

    C
    সমতল

    D
    উত্তল কিংবা অবতল

    Note: Not available
    1. Report
  10. Question: সোজাসুজি দেখতে বাঁধা আছে এমন দূরের কোনো কিছু দেখতে কী ব্যবহার করা হয়?

    A
    নভোবীক্ষণ যন্ত্র

    B
    দূরবীক্ষণ যন্ত্র

    C
    আতশী কাঁচ

    D
    পেরিস্কোপ

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd