আলোর প্রতিফলন
 
  1. Question: কোনটিকে পর্দায় ফেলা যায় না?

    A
    অবাস্তব প্রতিবিম্ব

    B
    বাস্তব প্রতিবিম্ব

    C
    বাস্তব লক্ষ্যবস্তু

    D
    বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব

    Note: Not available
    1. Report
  2. Question: বিম্ব সাধারণত কয় প্রকার?

    A
    পাঁচ

    B
    চার

    C
    তিন

    D
    দুই

    Note: Not available
    1. Report
  3. Question: কোন দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান হয়?

    A
    উত্তল দর্পণ

    B
    অবতল দর্পণ

    C
    সমতল দর্পণ

    D
    গোলীয় লেন্স

    Note: Not available
    1. Report
  4. Question: বিস্তৃত লক্ষবস্তুর প্রত্যেক বিন্দুর জন্য দর্পণের পিছনে কী গঠিত হয়?

    A
    বাস্তব প্রতিবিম্ব

    B
    অবাস্তব প্রতিবিম্ব

    C
    মরীচিকা

    D
    বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব

    Note: Not available
    1. Report
  5. Question: নিচের কোনটিতে সদবিম্ব গঠিত হতে পারে?

    A
    উত্তল দর্পণে

    B
    সমতল দর্পণে

    C
    অবতল লেন্সে

    D
    অবতল দর্পণ

    Note: কোন বিন্দু হতে নিঃসৃত আলোক রাশিগুচ্চ কোন তলে প্রতিফলিত বা প্রতিসারিত হবার পর যদি দ্বিতীয় কোন বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে। অবতল দর্পণ এবং উত্তল লেন্সে বাস্তব বিম্ব গঠিত হয়।
    1. Report
  6. Question: অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পাওয়ার জন্য লক্ষ্যবস্তুকে কীরূপে অবস্থান করতে হবে?

    A
    প্রধান ফোকাস ও মেরুর মধ্যে

    B
    প্রধান ফোকাস ও গৌণ অক্ষের মধ্যে

    C
    মেরু ও ফোকাস তলের মধ্যে

    D
    বক্রতার কেন্দ্র ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে

    Note: Not available
    1. Report
  7. Question: অবতল দর্পণে কীরূপ বিম্ব গঠিত হয়?

    A
    অসদ বিম্ব

    B
    সদ বিম্ব

    C
    বিম্ব গঠিত হয় না

    D
    সদ ও অসদ উভয় বিম্ব

    Note: Not available
    1. Report
  8. Question: সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কীরূপ হয়?

    A
    সদ

    B
    উল্টো

    C
    অসদ

    D
    বিবর্ধিত

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটির প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়?

    A
    অবতল দর্পণ

    B
    উত্তল দর্পণ

    C
    সমতল দর্পণ

    D
    উত্তল লেন্স

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটির প্রধান ফোকাসের মধ্য দিয়ে আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়?

    A
    উত্তল দর্পণ

    B
    অবতল দর্পণ

    C
    সমতল দর্পণ

    D
    উত্তল লেন্স

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd