আলোর প্রতিফলন
 
  1. Question: সমতল দর্পণে গঠিত বিম্ব কীরূপ হবে?

    A
    বাস্তব, সমশীর্ষ

    B
    অবাস্তব, সমশীর্ষ ও সমান

    C
    অবাস্তব, উল্টা ও বিবর্ধিত

    D
    অবাস্তব, সমশীর্ষ ও খর্বিত

    Note: Not available
    1. Report
  2. Question: গোলীয় দর্পণে মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে কী বলে?

    A
    বক্রতার ব্যাসার্ধ

    B
    প্রধান অক্ষ

    C
    গৌণ অক্ষ

    D
    ফোকাস দূরত্ব

    Note: Not available
    1. Report
  3. Question: অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মির প্রতিফলনের পর কী ঘটে?

    A
    বক্রতার কেন্দ্র দিয়ে যায়

    B
    প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়

    C
    প্রধান ফোকাস দিয়ে যায়

    D
    প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়

    Note: Not available
    1. Report
  4. Question: গোলীয় দর্পণে আপতিত রশ্মি কীরূপ হলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হবে?

    A
    বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হলে

    B
    প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে

    C
    প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে

    D
    বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হলে

    Note: Not available
    1. Report
  5. Question: অবতল দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর আবার কখন সেই পথে ফিরে যায়?

    A
    বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হলে

    B
    প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে

    C
    প্রধান ফোকাসের মধ্য দিয়ে আপতিত হলে

    D
    প্রধান ফোকাস অভিমুখে আপতিত হলে

    Note: Not available
    1. Report
  6. Question: একটি বিম্বের পূর্ণ বিবরণ জানার জন্য কোনটি উল্লেখ করতে হয়?

    A
    বিম্বের অবস্থান

    B
    বিম্বের আকৃতি

    C
    বিম্বের প্রকৃতি

    D
    বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি

    Note: Not available
    1. Report
  7. Question: লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত হলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের অবস্থান কোথায় হবে?

    A
    অসীমে

    B
    বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে

    C
    ফোকাস তলে

    D
    বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে

    Note: Not available
    1. Report
  8. Question: লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের প্রকৃতি কীরূপ হবে?

    A
    সদ ও উল্টো

    B
    অসদ ও সোজা

    C
    সদ ও সোজা

    D
    ক ও খ উভয়ই

    Note: Not available
    1. Report
  9. Question: অবতল দর্পণের প্রধান অক্ষের উপর কোথায় বস্তু রাখলে বিম্ব অসদ হয়?

    A
    অসীমে

    B
    প্রধান ফোকাসে

    C
    বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে

    D
    মেরু ও প্রধান ফোকাসের মধ্যে

    Note: Not available
    1. Report
  10. Question: লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের অবস্থান কোথায় হবে?

    A
    দর্পণের পিছনে

    B
    ফোকাস তলে

    C
    অসীমে

    D
    বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd