কাজ, ক্ষমতা ও শক্তি
 
  1. Question: একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?

    A
    গতিশক্তি

    B
    বিভব শক্তি

    C
    তাপশক্তি

    D
    রাসায়নিক শক্তি

    Note: Not available
    1. Report
  2. Question: কাজের একক কোনটি?

    A
    জুল

    B
    কেলভিন

    C
    নিউটন

    D
    ওয়াট

    Note: - কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা পরিমাপ করা হয়- কাজ। - বলের একক- নিউটন - তাপমাত্রার একক- কেলভিন - ক্ষমতার একক- ওয়াট - শক্তির একক- জুল
    1. Report
  3. Question: একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?

    A
    গতি শক্তি

    B
    বিভব শক্তি

    C
    তাপ শক্তি

    D
    রাসায়নকি শক্তি

    Note: - কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি পায় তাকে বলে- গতিশক্তি। - যে শক্তি ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় তাকে বলে- তাপশক্তি। - কোনো বস্তু তার রাসানিক পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে তাকে তার- রাসায়নিক শক্তি বলে।
    1. Report
  4. Question: 5kg ভরের একটি বস্তু 10m উপর থেকে মুক্তভাবে পড়তে থাকলে-

    A
    5m উচ্চতায় বিভবশক্তি ও গতিশক্তি সমান

    B
    10m উচ্চতায় সমস্ত শক্তিই বিভব শক্তি

    C
    শক্তির নিত্যতার সূত্র মেনে চলে

    Note: Not available
    1. Report
  5. Question: কাজের পরিমাণ নির্ভর করে-

    A
    প্রযুক্ত বলের ওপর

    B
    সরণের ওপর

    C
    দূরত্বের ওপর

    Note: Not available
    1. Report
  6. Question: বিভব শক্তি নির্ভর করে-

    A
    ভরের ওপর

    B
    উষ্ণতার ওপর

    C
    অভিকর্ষজ ত্বরণের ওপর

    Note: Not available
    1. Report
  7. Question: কর্মদক্ষতা-

    A
    100% এর অধিক হতে পারে না

    B
    একটি একক বিহীন রাশি

    C
    হলো অন্তর্মুখী ক্ষমতা ও বহির্মুখী ক্ষমতার অনুপাত

    Note: Not available
    1. Report
  8. Question: কোনো নির্দিষ্ট সাথেনে অভিকর্ষজ বিভব শক্তি নির্ভর করে-

    A
    বস্তুর ভরের ওপর

    B
    অভিকর্ষজ ত্বরণের ওপর

    C
    ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতার ওপর

    Note: Not available
    1. Report
  9. Question: শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায়-

    A
    শক্তির সৃষ্টি বা বিনাশ নেই

    B
    মহাবিশ্বে শক্তির পরিমাণ নির্দিষ্ট

    C
    সিস্টেম লস বাড়ানো জরুরী

    Note: Not available
    1. Report
  10. Question: আমরা যখন হাতুড়ি দিয়ে আঘাত করে কোনো পেরেক কাঠের মধ্যে ঢুকাই তখন হাতুড়ির বিভশক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়?

    A
    গতি শক্তি

    B
    শব্দ শক্তি

    C
    তাপ শক্তি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd