কাজ, ক্ষমতা ও শক্তি
 
  1. Question: কোনো ক্রেনের সাহায্যে 800 kg ইস্পাতকে 20s-এ 10m উঁচুতে তোলা হয়। এক্ষেত্রে-

    A
    ক্রেন দ্বারা কৃতকাজ ধনাত্মক

    B
    ক্রেনের ক্ষমতা 3.92kW

    C
    ইস্পাতের বিভবশক্তির পরিবর্তন 78.4kj

    Note: Not available
    1. Report
  2. Question: যে ধরনের শক্তি ব্যবহারে পরিবেশে দূষণের সম্ভাবনা বেশি-

    A
    সৌর শক্তি

    B
    নিউক্লিয় শক্তি

    C
    জীবাশ্মা জ্বালানী শক্তি

    Note: সৌরশক্তি ব্যবহারে পরিবেশে দূষণের সম্ভাবনা নেই। নিউক্লিয় শক্তি তৈরিতে উৎপন্ন নিউক্লিয় বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া নিউক্লিয় চুল্লীর বিস্ফোরণে পরিবেশ হুমকির সম্মুখীন হয়। জীবাশ্মা জ্বালানি পুড়িয়ে শক্তি পাওয়া যায়। পোড়ানোর কারণে উৎপন্ন ধোয়া যেমন কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড প্রভৃতি পরিবেশ দূষণ করে।
    1. Report
  3. Question: শক্তির উৎস হলো-

    A
    পরমাণুর নিউক্লিয়াস

    B
    পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত গলিত উত্তপ্ত পদার্থ

    C
    গোবর ও পচাঁ আবর্জনা দ্রব্য

    Note: Not available
    1. Report
  4. Question: খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস-

    A
    উভয়ই জীবাশ্মা জ্বালানি রূপে পরিচিত

    B
    উভয়ই লক্ষকোটি বছর পূর্বে গঠিত হয়েছিল

    C
    পুনঃপুন নবায়ন করা যায়

    Note: Not available
    1. Report
  5. Question: বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার রয়েছে-

    A
    রান্নার কাজে

    B
    সার কারখানায়

    C
    কৃষিকাজে

    Note: Not available
    1. Report
  6. Question: মানুষ শক্তির যে সকল বিকল্প উৎসের ব্যবহার দিকে আকৃষ্ট হচ্ছে তার মধ্যে-

    A
    ভূ-তাপীয় শক্তি

    B
    পানি প্রবাহ থেকে প্রাপ্ত শক্তি

    C
    বায়োমাস

    Note: Not available
    1. Report
  7. Question: জীবাশ্মা জ্বালানি-

    A
    কয়লা

    B
    খনিজ তেল

    C
    প্রাকৃতিক গ্যাস

    Note: Not available
    1. Report
  8. Question: সৌরশক্তি-

    A
    হলো পৃথিবীতে সকল প্রকার শক্তির উৎস

    B
    নবায়নযোগ্য শক্তির একটি বিরাট উৎস

    C
    বায়োমাসের শক্তিতে রূপান্তরিত হয়

    Note: Not available
    1. Report
  9. Question: সৌরকোষের ব্যবহার রয়েছে-

    A
    সাবমেরিনে

    B
    সীমিত মাত্রায় বিদ্যুৎ উৎপাদনে

    C
    ক্যালকুলেটর ও পকেট রেডিওতে

    Note: Not available
    1. Report
  10. Question: ভূ-তাপীয় শক্তির ক্ষেত্রে-

    A
    এটিকে অপর কোনো প্রকার শক্তিতে রূপান্তর সম্ভব নয়

    B
    এ শক্তি ব্যবহার করে বাষ্পীয় ইঞ্জিন চালনা সম্ভব

    C
    এ শক্তি সৌরশক্তির রূপান্তরিত রূপ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd