কাজ, ক্ষমতা ও শক্তি
 
  1. Question: জুল হলো-

    A
    তাপের একক

    B
    কাজের একক

    C
    শক্তির একক

    Note: Not available
    1. Report
  2. Question: একটি ডাস্টার টেবিলের উপর থেকে মেঝেতে ফেলে দিলে-

    A
    এটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়বে

    B
    এটি অভিকর্ষ দ্বারা কাজ করবে

    C
    ঋণাত্মক কাজ সম্পাদিত হবে

    Note: একটি ডাস্টার টেবিলের উপর থেকে মেঝেতে ফেলে দিলে ডাস্টারটি অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে সরণ ঘটে। এক্ষেত্রে সরণ বলের দিকে ঘটে। সুতরাং এক্ষেত্রে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ সম্পাদিত হবে।
    1. Report
  3. Question: কাজের-

    A
    মাত্রা সমীকরণ হচ্ছে `ML^2T^(-2)`

    B
    একক Nm

    C
    কোনো দিকে নেই

    Note: Not available
    1. Report
  4. Question: কোনো বল দ্বারা বস্তুর উপর কৃতকাজ শূন্য হয় যদি বল-

    A
    সর্বদা সরণের লম্ব বরাবর ক্রিয়া করে

    B
    প্রয়োগ না করলেও বস্তুর সরণ হয়

    C
    প্রয়োগ করলেও বস্তুর সরণ না হয়

    Note: Not available
    1. Report
  5. Question: একজন ভারত্তোলক 50 kg ভারকে উঠানো জন্য F বল প্রয়োগ করে। এতে ভারটির উলম্ব দিকে সরণ হয় As=2.0m। তাহলে-

    A
    F এর মান 50N

    B
    ভারোত্তলকের কৃতকাজ 980 J

    C
    এই কাজ ঋনাত্মক

    Note: Not available
    1. Report
  6. Question: স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভূমি স্পর্শ করার মুহূর্তে-

    A
    সমস্ত শক্তিই বিভবশক্তি

    B
    সমস্ত শক্তিই গতিশক্তি

    C
    বিভবশক্তি শূন্য

    Note: Not available
    1. Report
  7. Question: গতিশক্তি-

    A
    সমান কৃতকাজ

    B
    বেগের ওপর নির্ভরশীল

    C
    বেশি হয় যখন বস্তুর ভর বেশি থাকে

    Note: Not available
    1. Report
  8. Question: শক্তি-

    A
    জ্বালানির মধ্যে সঞ্চিত থাকে

    B
    কাজ করার সামর্থ্য বুঝায়

    C
    কোনো দিক নেই

    Note: Not available
    1. Report
  9. Question: কয়লা থেকে উৎপাদিত হয়-

    A
    বেনজিন

    B
    আলকাতরা

    C
    অ্যামোনিয়া

    Note: Not available
    1. Report
  10. Question: কয়লা ব্যবহৃত হয়-

    A
    বাষ্পীয় চালাতে

    B
    রান্না করতে

    C
    বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd