Question: বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে কোনটি?
A
প্রোটনের প্রবাহ
B
নিউট্রনের প্রবাহ
C
ইলেকট্রনের প্রবাহ
D
তাপের প্রবাহ
Note: প্রথাম যখন চল তড়িৎ আবিস্কৃত হয়, তখন মনে করা হতো যে ধনাত্মক আধানের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। কিন্তু প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহ হলো ঋনাত্মক আধান তথা ইলেকট্রনের প্রবাহ।
Question: যে সব পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে কী বলে?
A
পরিবাহী
B
অপরিবাহী
C
অর্ধপরিবাহী
D
কুপরিবাহী
Note: - যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে।
- যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চলতে পারে না তাদেরকে অপরিবাহী বা কুপরিবাহী বা অন্তরক বলে।
- যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি সে সকল পদার্থকে অর্ধপরিবাহী বলে।