Note: একটি তারকে পেঁচিয়ে কয়েল বা কুন্ডলী তৈরি করে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে কয়েলটি চুম্বকের ন্যায় আচরণ করে। এরকম কুন্ডলীকে সলিনয়েড বলে। সলিনয়েডের চৌম্বকক্ষেত্র অনেকটা দুন্ড চুম্বকের চৌম্বকক্ষেত্রের মত আচরণ করে।
Note: একটি তারকে পেঁচিয়ে কয়েল বা কুন্ডলী তৈরি করে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে কয়েলটি চুম্বকের ন্যায় আচরণ করে। এরকম কুন্ডলীকে সলিনয়েড বলে। সলিনয়েডের চৌম্বকক্ষেত্র অনেকটা দুন্ড চুম্বকের চৌম্বকক্ষেত্রের মত আচরণ করে।
Question: চোখের ভিতর লোহার গুঁড়া ঢুকলে তা বের করার কাজে কী ব্যবহার করা হয়?
A
তাড়িতচুম্বক
B
দন্ডচুম্বক
C
শব্দোত্তর তরঙ্গ
D
শব্দের তরঙ্গ
Note: সলিনয়েডের ভিতর কোনো লোহার দ্নড বা পেরেককে ঢুকালে সলিনয়েডের নিজের যে চৌম্বকক্ষেত্র রয়েছে তার চেয়ে বেশি শক্তিশালী চুম্বকক্ষেত্র তৈরি করে ফলে সলিনয়েড থেকে বেশি চুম্বক ক্ষেত্রু পাওয়া যায়। তড়িৎ প্রবাহ চলাকালীন এটি বেশ শক্তিশালী হয়। একে বলা হয় তড়িৎ চুম্বক।