তড়িতের চৌম্বক ক্রিয়া
 
  1. Question: কোন চুম্বকের নিকট কোনো তার কুন্ডলীকে আনা নেয়া করলে কুন্ডলীতে তড়িৎপ্রবাহ উৎপন্ন হওয়ার ঘটনাকে কী বলে?

    A
    তাড়ি আবেশ

    B
    চৌম্বক আবেশ

    C
    তাড়িত চৌম্বক আবেশ

    D
    চৌম্বক ক্রিয়া

    Note: Not available
    1. Report
  2. Question: কোনো তড়িৎবাহী তার বা বর্তনীর নিকট কোনো তার কুন্ডলী আনা নেওয়া করলেও তার কুন্ডলীতে কোনটি উৎপন্ন হয়?

    A
    তড়িৎ প্রবাহ

    B
    আবিষ্ট ভোল্টেজ

    C
    বিভবপার্থক্য

    D
    আপেক্ষিক রোধ

    Note: Not available
    1. Report
  3. Question: একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহকে কী বলে?

    A
    আবিষ্ট তড়িৎপ্রবাহ

    B
    আবিষ্ট ভোল্টেজ

    C
    আবিষ্ট রোধ

    D
    আপেক্ষিক ঘনত্ব

    Note: Not available
    1. Report
  4. Question: একটি সংঘবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহকে কী বলে?

    A
    আবিষ্ট ভোল্টেজ

    B
    বিভব পার্থক্য

    C
    আবিষ্ট তড়িৎ প্রবাহ

    D
    আপেক্ষিক আর্দ্রতা

    Note: Not available
    1. Report
  5. Question: চুম্বক ও কুন্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি না থাকলে কোনটিতে কোনো বিক্ষেপ দেখা যায় না?

    A
    ভোল্টমিটার

    B
    ব্যারোমিটার

    C
    ভোল্টমিটার

    D
    গ্যালভানোমিটার

    Note: চুম্বক ও কুন্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতির কারণে তড়িৎপ্রবাহের উদ্ভব হয় এবং গ্যালভানোমিটারে বিক্ষেপ দেয়। আপেক্ষিক গতি না থাকলে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয় না। ফলে গ্যালাবনোমিটারে বিক্ষেপ দেয় না।
    1. Report
  6. Question: আপেক্ষিক গতি বেশি হলে বিক্ষেপের পরিমাণের কী হয়?

    A
    হ্রাস পায়

    B
    বৃদ্ধি পায়

    C
    অপরিবর্তিত

    D
    প্রথমে বৃদ্ধি পরে হৃাস পায়

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের কোনটির মধ্যবর্তী আপেক্ষিক গতি যতক্ষণ আবিষ্ট তড়িৎ প্রবাহও ততক্ষণ স্থায়ী হয়?

    A
    চুম্বক

    B
    কুন্ডলীর

    C
    কুন্ডলী ও গ্যালভানোমিটার

    D
    চুম্বক ও কুন্ডলী

    Note: Not available
    1. Report
  8. Question: আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা যায় কীভাবে?

    A
    চুম্বককে পাতলা করে

    B
    চুম্বককে ভারী করে

    C
    চুম্বকের মেরু পরিবর্তন করে

    D
    চুম্বকের চুম্বকত্ব বৃদ্ধি করে

    Note: চুম্বকের মেরু পরিবর্তন করে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা যায়।
    1. Report
  9. Question: শক্তিশালী চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের মধ্যে সৃষ্ট চৌম্বকক্ষেত্র এবং তড়িৎবাহী তারের চৌম্বকক্ষেত্রের মধ্যে কী ঘটে?

    A
    ক্রিয়া

    B
    প্রতিক্রিয়া

    C
    ক্রিয়া-প্রতিক্রিয়া

    D
    বিকর্ষণ

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোনটির মধ্যে একটি তড়িৎবাহী তার রাখলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে তারটি উপরের দিকে লাফিয়ে উঠে?

    A
    একটি দূর্বল চুম্বকের একপ্রান্তে

    B
    একটি শক্তিশালী চুম্বকের দুই প্রান্তে

    C
    েএকটি দূর্বল চু্মবকের দুই প্রান্তে

    D
    েএকটি শক্তিশালী চুম্বকের এক প্রান্তে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd