তড়িতের চৌম্বক ক্রিয়া
 
  1. Question: মোটর বা জেনারেটরে ব্যবহৃত ব্রাশ কিসের তৈরি?

    A
    কাঁচা লোহার

    B
    কার্বনের

    C
    অ্যালুমিনিয়ামের

    D
    ইস্পাতের

    Note: Not available
    1. Report
  2. Question: মোটরের কোনটি বিভক্ত বলয় কয়েলের সাথে ঘুরে?

    A
    আর্মেচার

    B
    কার্বন ব্রাশ

    C
    লুপ

    D
    কম্যুটেটর

    Note: Not available
    1. Report
  3. Question: বৈদ্যুতিক মোটরের কোনটির বৃদ্ধির জন্য চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বাড়াতে হবে?

    A
    ক্ষমতা

    B
    ত্বরণ

    C
    কাজ

    D
    সান্দ্রতা

    Note: Not available
    1. Report
  4. Question: চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কীভাবে বাড়ানো যেতে পারে?

    A
    কয়েলের দৈর্ঘ্য বাড়িয়ে

    B
    কয়েলের দৈর্ঘ্য কমিয়ে

    C
    কয়েলের লুপের পেঁচের সংখ্যা কমিয়ে

    D
    তড়িৎ প্রবাহ হ্রাস করে

    Note: চৌম্বকক্ষেত্রের সবলতা বা প্রাবল্য বিভিন্নভাবে বাড়ানো যেতে পারে। যেমন- তড়িৎপ্রবাহের মান বাড়িয়ে, কুন্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে বা কুন্ডলীর দৈর্ঘ্য ও বেধ বাড়িয়ে ইত্যাদি।
    1. Report
  5. Question: অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে কোনটির প্রাবল্য বাড়ানো যায়?

    A
    তড়িৎক্ষেত্রের

    B
    ভোল্টেজের

    C
    তড়িৎ ও চৌম্বকক্ষেত্রের

    D
    চৌম্বকক্ষেত্রের

    Note: Not available
    1. Report
  6. Question: নিম্নের কোনটির ক্ষমতা ও ঘোরার মসৃণতা বৃদ্ধির জন্য এতে অতিরিক্ত উপাংশ যোগ করতে হয়?

    A
    হারিকেন

    B
    জেনারেটর

    C
    বৈদ্যুতিক মোটর

    D
    ট্রান্সফর্মার

    Note: Not available
    1. Report
  7. Question: যান্ত্রিকশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করে কোন যন্ত্রটি?

    A
    তড়িৎ মোটর

    B
    জেনারেটর

    C
    পাখা

    D
    পাম্প

    Note: যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ রূপান্তরিত করে তাকে জেনারেটর বলে।
    1. Report
  8. Question: কীসের ওপর ভিত্তি করে জেনারেটরের মূলনীতি প্রতিষ্ঠিত?

    A
    তাড়িত আবেশ

    B
    চৌম্বক আবেশ

    C
    তাড়িৎচৌম্বক আবেশ

    D
    চৌম্বক ক্রিয়া

    Note: Not available
    1. Report
  9. Question: ডায়নামোর সাহায্যে কী করা হয়?

    A
    যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়

    B
    তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয়

    C
    পর্যায়বৃত্ত প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তর করা হয়

    D
    তড়িৎ শক্তির পরিমাপ করা হয়

    Note: Not available
    1. Report
  10. Question: জেনারেটরে চুম্বকের মধ্যবর্তী স্থানে ব্যবহৃত কাঁচা লোহার পাতটিকে কী বলা হয়?

    A
    কম্যুটেটর

    B
    আর্মেচার

    C
    স্লিপ রিং

    D
    ব্রাশ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd