বস্তুর উপর তাপের প্রভাব
 
  1. Question: তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কী বলে?

    A
    গলন

    B
    স্ফুটন

    C
    বাষ্পীভবন

    D
    পাতন

    Note: Not available
    1. Report
  2. Question: যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে কী বলে?

    A
    গলনাঙ্ক

    B
    বাষ্পীভবন

    C
    স্ফুটনাঙ্ক

    D
    সুপ্ততাপ

    Note: Not available
    1. Report
  3. Question: পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?

    A
    বাষ্পীভবন

    B
    গলন

    C
    গলনাঙ্ক

    D
    শিশিরাঙ্ক

    Note: Not available
    1. Report
  4. Question: পদার্থের অব্সথার পরিবর্তনে কোনটির ভূমিকা উল্লেখযোগ্য?

    A
    তাপের

    B
    তাপমাত্রার

    C
    আয়তনের

    D
    ঘনত্বের

    Note: Not available
    1. Report
  5. Question: বাষ্পীভবন কয়টি পদ্ধতিতে সংঘটিত হয়?

    A
    ১টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৪টি

    Note: Not available
    1. Report
  6. Question: তাপ প্রযোগে নির্দিষ্ট তাপমাত্রায় তরলকে বায়বীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে কী বলে?

    A
    স্ফুটন

    B
    গলন

    C
    বাষ্পায়ন

    D
    পাতন

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটির ওপর স্ফুটনাঙ্কের মান নির্ভরশীল?

    A
    সময়

    B
    তাপমাত্রা

    C
    আয়তন

    D
    চাপ

    Note: চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে এবং চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। কারণ চাপ বাড়লে বাষ্প সহজে উপড়ে উঠতে পারে না। ফলে তাপমাত্রা বাড়াতে হয়।
    1. Report
  8. Question: যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন হয় তাকে ঐ তরলের কী বলে?

    A
    বাষ্পীভবন

    B
    স্ফুটনাঙ্ক

    C
    শিশিরাঙ্ক

    D
    গলন

    Note: Not available
    1. Report
  9. Question: কোনো পদার্থকে বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?

    A
    বাষ্পায়ন

    B
    ঘনীভবন

    C
    বাষ্পীভবন

    D
    পুনঃশিলীভবন

    Note: Not available
    1. Report
  10. Question: চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে?

    A
    পুনঃশিলীভবন

    B
    গলনাঙ্ক

    C
    বাষ্পীভবন

    D
    শিশিরাঙ্ক

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd