বস্তুর উপর তাপের প্রভাব
 
  1. Question: কোনো বস্তুর তাপমাত্রা 1k বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে কী বলে?

    A
    আপেক্ষিক তাপ

    B
    তাপধারণ ক্ষমতা

    C
    সুপ্ততাপ

    D
    পানি সমতা

    Note: Not available
    1. Report
  2. Question: তাপ ধারণ ক্ষমতা বস্তুর কোনটির ওপর নির্ভর করে?

    A
    উপাদান

    B
    অবস্থা

    C
    ঘনত্ব

    D
    আয়তন

    Note: Not available
    1. Report
  3. Question: কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 10JK^-1 বলতে কী বুঝায়?

    A
    বস্তর তাপমাত্রা 1k বাড়াতে 10J তাপের প্রয়োজন

    B
    বস্তর তাপমাত্রা 1k বাড়াতে 1J তাপের প্রয়োজন

    C
    বস্তর তাপমাত্রা 10k বাড়াতে 10J তাপের প্রয়োজন

    D
    বস্তর তাপমাত্রা 10k বাড়াতে 1J তাপের প্রয়োজন

    Note: Not available
    1. Report
  4. Question: ক্যালরিমিতির মূলনীতি কোনটি?

    A
    গৃহতি+বর্জিত তাপ

    B
    গৃহীত তাপ> বর্জিত তাপ

    C
    গৃহীত তাপমাত্রা = বর্জিত তাপমাত্রা

    D
    গৃহীত তাপ < বর্জিত তাপ

    Note: Not available
    1. Report
  5. Question: 10^0C তাপমাত্রার পানি এবং 70^oC তাপমাত্রার পানিকে মিশ্রিত করলে নিম্নের কোনটি ঘটবে?

    A
    10^0C তাপমাত্রার পানি তাপ ছড়াবে

    B
    10^0C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে

    C
    70^0C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে

    D
    দুই ধরনের পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

    Note: Not available
    1. Report
  6. Question: কীসের রূপান্তরের সময় পদার্থ যে তাপ শোষণ করে তা তার আন্তঃআণবিক বন্ধন ভাঙতে কাজ করে?

    A
    তরল অবস্থা থেকে কঠিন অবস্থায়

    B
    কঠিন অবস্থা থেকে বায়বীয় অবস্থা

    C
    কঠিন অবস্থা থেকে তরল অবস্থা

    D
    তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায়

    Note: Not available
    1. Report
  7. Question: তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে কী বলে?

    A
    বাষ্পায়ন

    B
    স্ফুটন

    C
    উর্ধ্বপাতন

    D
    গলন

    Note: বাষ্পীভবন: পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণতহওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। এই বাষ্পীভবন দুটি পদ্ধতি হতে পারে। ১. বাষ্পায়ন ও ২. স্ফুটন। বাষ্পায়ন: যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। স্ফুটন: তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলা হয়।
    1. Report
  8. Question: কক্ষ তাপমাত্রায় ও স্বাভাবিক চাপের একটি বাটিতে কিছু পানি রেখে দিলে কি পরিবর্তন হবে?

    A
    পানির স্তর উপরে উঠবে

    B
    পানির স্তর নিচে নামবে

    C
    পানির স্তরের পরিবর্তন হবে না

    D
    সমস্ত পানি বরফ হবে

    Note: Not available
    1. Report
  9. Question: বাষ্প থেকে তরল হওয়ার প্রক্রিয়া কোনটি?

    A
    বাষ্পায়ন

    B
    স্ফুটন

    C
    ঘনীভবন

    D
    উর্ধ্বপাতন

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোনটির জন্যে উষ্ণতার হ্রাস ঘটানো হয়?

    A
    বাষ্পীভবন

    B
    গলন

    C
    ঘনীভবন

    D
    আদ্রতা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd