Question: তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে কী বলে?
A
বাষ্পায়ন
B
স্ফুটন
C
উর্ধ্বপাতন
D
গলন
Note: বাষ্পীভবন: পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণতহওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। এই বাষ্পীভবন দুটি পদ্ধতি হতে পারে।
১. বাষ্পায়ন ও ২. স্ফুটন।
বাষ্পায়ন: যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে।
স্ফুটন: তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলা হয়।