বল
 
  1. Question: মহাকর্ষ বলের হচ্ছে-

    A
    নিউক্লিয়াসের মধ্যে নিউক্লীয় বল

    B
    দুটি আহিত বস্তুর মধ্যে তড়িৎ বল

    C
    বস্তুর ওজন

    Note: Not available
    1. Report
  2. Question: নিউটনের গতিবিষয়ক প্রথম সূত্রে-

    A
    গতিশীল বস্তুটি সুষম দ্রুতিতে বক্রপথে চলে

    B
    গতিশীল বস্তুটি সুষম দ্রুতিতে সরল পথে চলে

    C
    বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তুর স্থির থাকে

    Note: Not available
    1. Report
  3. Question: নিউটনের প্রথম সূত্রটি-

    A
    বলের সংজ্ঞা প্রদান করে

    B
    পদার্থের জড়তা ধর্মকে প্রকাশ করে

    C
    পদার্থের প্লবতা ধর্মকে প্রকাশ করে

    Note: Not available
    1. Report
  4. Question: জড়তার ক্ষেত্রে-

    A
    জড়তা বস্তুর একটি প্রাকৃতিক ধর্ম

    B
    বস্তুর ভরই হচ্ছে জড়তার পরিমাপ

    C
    জড়তা পরিবর্তন ঘটাতে বল প্রয়োজন

    Note: Not available
    1. Report
  5. Question: একটি গ্লাসের উপর পোস্টকার্ড রেখে পোস্টকার্ডের উপর এক টুকরা পাথর রেখে পোস্টকার্ডটিকে জোরে টোকা দিলে পাথর গ্লাসের মধ্যে পড়ে যায়। কারণ-

    A
    অভিকর্ষজ বল পাথরকে নিচের দিকে টানে

    B
    স্থিতি জড়তার জন্য পাথর নিচে পড়ে যায়

    C
    পাথরের ওডপর গতি জড়তা কাজ করে বলে

    Note: Not available
    1. Report
  6. Question: স্পর্শ বল-

    A
    ঘর্ষণ বল

    B
    সংঘর্ষের সময় সৃষ্ট বল

    C
    দুটি চুম্বকের মধ্যে আকর্ষণ বল

    Note: Not available
    1. Report
  7. Question: একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন-

    A
    বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধাদানকারী টান বলের সৃষ্টি হয়

    B
    বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধাদানকারী ঘর্ষণবলের সৃষ্টি হয়

    C
    বস্তু দুটির তলের মধ্যে প্রত্যক্ষ সংস্পর্শ হয়

    Note: Not available
    1. Report
  8. Question: মেঝের উপর দিয়ে একটি বাক্সকে টেনে নেওয়ার সময়-

    A
    টান বল প্রয়োগ করতে হয়

    B
    বাক্সের গতির বিপরীত দিকে ঘর্ষণ বলের সৃষ্টি হয়

    C
    বাক্স ও মেঝের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধাদানকারী ঘর্ষণ বলের সৃষ্টি হয়

    Note: Not available
    1. Report
  9. Question: দূরবর্তী বল হলো-

    A
    দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল

    B
    টান বল

    C
    একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল

    Note: Not available
    1. Report
  10. Question: মৌলিক বল-

    A
    স্বাধীন

    B
    অন্য কোনো বলের কোনো রূপ নয়

    C
    থেকে উৎপন্ন হয় অন্যান্য বল

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd