Question: আমরা যখন মাটির উপর হাঁটি তখন-
Aমাটির উপর খাড়াভাবে নিচের দিকে বল প্রয়োগ করি
Bমাটির উপর পেছনের দিকে তির্যকভাবে একটি বল প্রয়োগ করি
Cআমাদের প্রযুক্ত বলের বিপরীতে একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়
Note: মাটির উপর হাঁটার কারণে আমরা সামনের দিকে অগ্রসর হই কারণ মাটির উপর পা কর্তৃক তীর্যকভাবে ক্রিয়া বল প্রয়োগ করি। মাটিও আমাদের উপর তীর্যকভাবে প্রতিক্রিয়া বল দেয়। এই ক্রিয়া বলের একটি অংশকে ভূমির সমান্তরালে ক্রিয়া করে ফলে আমরা সামনের দিকে অগ্রসর হই।