বল
 
  1. Question: প্রযুক্ত বল পারে কোনো-

    A
    স্থির বস্তুকে গতিশীল করতে

    B
    গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করতে

    C
    গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করতে

    Note: Not available
    1. Report
  2. Question: যদি একটি রিকসা এবং একটি সাইকেল সমান বেগে চলে তাহলে সাইকেলকে থামানো তুলনায় একটি রিকসাকে থামানো বেশি কষ্টকর। কারণ-

    A
    সাইকেলের ভরবেগ রিকসার ভরবেগের তুলনায় বেশি

    B
    রিকসার ভরবেগ সাইকেলের তুলনায় বেশি

    C
    রিকসার জড়তা সাইকেলের তুলনায় বেশি

    Note: Not available
    1. Report
  3. Question: বল প্রয়োগে বস্তুর আকারের ক্ষণস্থায়ী পরিবর্তনকে কাজে লাগিয়ে শক্তি-

    A
    শোষণ সম্ভব

    B
    মজুদ রাখা যায়

    C
    নতুনভাবে উৎপন্ন করা যায়

    Note: তাপ প্রয়োগে পদার্থের আকারের পরিবর্তন হয় যেমন, কঠিন, তরল ও বায়বীয় পদার্থের আয়নতন পরিবর্তন ঘটে কারণ পদার্থের ভিতরে গাঠনিক পরিবর্তন ঘটে তাপের শোষণের ফলে যা শক্তি হিসেবে পরবর্তীতে তাপ অপসারণ ঘটলে ফোটন/বিকিরণ নির্গত করে। তাছাড়া স্প্রিংকে যদি সংকুচিত করা হয় তাহলে এর মধ্যে বিভব শক্তি হিসেবে শক্তি সঞ্চিত থাকে।
    1. Report
  4. Question: বল-

    A
    প্রকৃতিতে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে

    B
    এর এক হচ্ছে `kgms^(-2)`

    C
    এর মাত্রা হচ্ছে `MLT^(-2)`

    Note: Not available
    1. Report
  5. Question: বল প্রয়োগে বস্তুর আকার-

    A
    স্থায়ীভাবে পরিবর্তনর হতে পারে

    B
    অস্থায়ীভাবে পরিবর্তন হতে পারে

    C
    এর ক্ষণস্থায়ী পরিবর্তন কাজে লাগিয়ে শক্তির শোষণ বা মজুদ রাখা হয়

    Note: Not available
    1. Report
  6. Question: গতির ওপর প্রযুক্ত বল-

    A
    কোনো স্থির বস্তুকে গথিশীল করতে পারে

    B
    গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করতে পারে

    C
    গতির দিক পরিবর্তন করতে পারে

    Note: Not available
    1. Report
  7. Question: নিউটরেন গতির তৃতীয় সূত্রের প্রয়োগ হলো-

    A
    মাটির উপর হাঁটা

    B
    বন্দুক হতে গুলি করার সময় পেছন দিকে ধাক্কা অনুভব করা

    C
    মেঝের উপর গতিশীল মার্বেল কিছু দূরত্ব অতিক্রম করে থেকে যাওয়া

    Note: Not available
    1. Report
  8. Question: যখন একটি গতিশীল বস্তু অন্য একটি স্থির বা গতিশীল বস্তুকে ধাক্কা দেয় তখন-

    A
    বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে বলা হয়

    B
    সংঘর্ষের ফলে বস্তু দুটির প্রত্যেকটির ওপর একটি বল ক্রিয়া করে

    C
    ক্রিয়াশীল দুটি বলের মান সমান কিন্তু বিপরীতমুখী

    Note: Not available
    1. Report
  9. Question: 20 kg ভরের একটি বস্তুর ওপর 200N বল 0.1s সময় কাজ করলে-

    A
    বস্তুর ভর বেগের পরিবর্তন হবে `200 kgms^(-1)`

    B
    বস্তুতে উৎপন্ন বলের ঘাত হবে `200 kgms^(-1)`

    C
    বস্তুতে উৎপন্ন বলের ঘাত হবে `20 kgms^(-1)`

    Note: Not available
    1. Report
  10. Question: আমরা যখন মাটির উপর হাঁটি তখন-

    A
    মাটির উপর খাড়াভাবে নিচের দিকে বল প্রয়োগ করি

    B
    মাটির উপর পেছনের দিকে তির্যকভাবে একটি বল প্রয়োগ করি

    C
    আমাদের প্রযুক্ত বলের বিপরীতে একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়

    Note: মাটির উপর হাঁটার কারণে আমরা সামনের দিকে অগ্রসর হই কারণ মাটির উপর পা কর্তৃক তীর্যকভাবে ক্রিয়া বল প্রয়োগ করি। মাটিও আমাদের উপর তীর্যকভাবে প্রতিক্রিয়া বল দেয়। এই ক্রিয়া বলের একটি অংশকে ভূমির সমান্তরালে ক্রিয়া করে ফলে আমরা সামনের দিকে অগ্রসর হই।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd