Question: কোন বল নিউক্লিয়াসের স্থায়ীত্বের জন্য দায়ী?
A
সবল নিউক্লীয় বল
B
দুর্বল নিউক্লীয় বল
C
মহাকর্ষ বল
D
অভিকর্ষ বল
Note: এ বল নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ করে রাখে। নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য দায়ী হলো সবল নিউক্লিয় বল। এ বল খুব অল্প পাল্লার এবং আকর্ষণ ধর্মী। এর পাল্লা 10^-15m যা নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান। মৌলিক বলগুলোর মধ্যে এই বলই সবচেয়ে শক্তিশালী।