বল
 
  1. Question: খেলনা গাড়ীর স্প্রিং সংকুচিত করে কোন শক্তি সঞ্চয় করে রাখা হয়?

    A
    গতিশক্তি

    B
    রাসায়নিক শক্তি

    C
    বিভবশক্তি

    D
    শব্দ শক্তি

    Note: স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোন অবস্থায় আনলে বস্তুর মধ্যে যে শক্তি জমা হয় তাকে বিভব শক্তি বলে। যেমন একটি বস্তুকে ভূমি থেকে উপরের দিকে উঠানো হলে, স্প্রিংকে সংকুচিত করলে এর মধ্যে এক ধরনের শক্তি জমা হয় এই শক্তিটিই বিভব শক্তি।
    1. Report
  2. Question: নিউটনের প্রথম সূত্র কোনটির গুণগত ধারণা দেয়?

    A
    বল

    B
    কাজ

    C
    ত্বরণ

    D
    শক্তি

    Note: নিউটনের প্রথম সূত্র থেকে জানা যায়, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বাইরে থেকে একটা কিছু প্রয়োগ করতে হয়। যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে বা করতে চায় তাই হচ্ছে বল। তাই নিউটরেন ১ম সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়।
    1. Report
  3. Question: নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপের সমীকরণ পাওয়া যায়?

    A
    ১ম সূত্র

    B
    ২য় সূত্র

    C
    ৩য় সূত্র

    D
    ৪র্থ সূত্র

    Note: Not available
    1. Report
  4. Question: বলের একক কোনটি?

    A
    নিউটন

    B
    প্যাসকেল

    C
    ওয়াট

    D
    কেলভিন

    Note: Not available
    1. Report
  5. Question: যে পরিমাণ বল 1 kg ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 ms^-1 ত্বরণ সৃষ্টি করে তাকে কী বলে?

    A
    1 নিউটন

    B
    1 ওয়াট

    C
    1 ফ্যারাডে

    D
    1 কুলম্ব

    Note: Not available
    1. Report
  6. Question: “প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।” এটি গতির কোন সূত্র?

    A
    তৃতীয় সূত্র

    B
    দ্বিতীয় সূত্র

    C
    প্রথম সূত্র

    D
    মহাকর্ষ সূত্র

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটির প্রভাবে আমরা রাস্তার উপর দিয়ে হাঁটতে সক্ষম হই?

    A
    মহাকর্ষ বল

    B
    প্রতিক্রিয়া বল

    C
    অভিকর্ষ বল

    D
    ক্রিয়া বল

    Note: Not available
    1. Report
  8. Question: ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?

    A
    ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান অসমান

    B
    ক্রিয়া এবং প্রতিক্রিয়া যুগপৎ ক্রিয়া করে

    C
    ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর ওপর ক্রিয়া করে

    D
    ক্রিয়া এবং প্রতিক্রিয়া বস্তুতে সাম্যাবস্থার সৃষ্টি করে

    Note: Not available
    1. Report
  9. Question: “দুটি বস্তুর সঘের্ষের পূর্বের ও পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে।” এটি কিসের সূত্র?

    A
    ভরবেগের সংরক্ষণ সূত্র

    B
    প্লবতার সূত্র

    C
    নিউটনের তৃতীয়

    D
    নিউটনের দ্বিতীয়

    Note: কোন বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোন বল কাজ না করলে বস্তুর মোট ভরবেগের কোন পরিবর্তন হয় না। একে ভরবেগের সংরক্ষণশীলতা বলা হয়।
    1. Report
  10. Question: মুক্তভাবে ভাসমান একটি নৌকা থেকে লাফ দিয়ে নামার সময় নৌকাটি পিছনের দিকে সরে যায়। এটি নিচের কোন নিয়মটি মেনে চলে?

    A
    ভরবেগের সংরক্ষণশীলতা নীতি

    B
    নিউটনের মহাকর্ষ সূত্র

    C
    শক্তির অবিনশ্বরতার সূত্র

    D
    পড়ন্ত বস্তুর সূত্র

    Note: প্রত্যেক ক্রিয়াই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আদি ভরবেগের সমষ্টি ও শেষ ভরবেগের সমষ্টি সবসময় সমান মানের হবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd