1. Question:সারাদিন আমি কীভাবে চলব? 

    Answer
    সারাদিন আমি ভালো হয়ে চলব। গুরুজন যেসব আদেশ করেন সেগুলো খুশি মনে পালন করব।

    1. Report
  2. Question:কারা গুরুজন? 

    Answer
    বয়সে বড় এবং সম্মানীয় ব্যক্তিরা গুরুজন। যেমন- মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শিক্ষকেরা আমাদের গুরুজন।

    1. Report
  3. Question:পড়ার সময় আমি কী করব? 

    Answer
    পড়ার সময় আমি মনোযোগ দিয়ে পড়ব। পাঠে অবহেলা করব না।

    1. Report
  4. Question:পড়ার সময় আমি কী করব? 

    Answer
    পড়ার সময় আমি মনোযোগ দিয়ে পড়ব। পাঠে অবহেলা করব না।

    1. Report
  5. Question:কোন ধরনের কথা আমি বলব না? 

    Answer
    আমি কখনো মিথ্যা কথা বলব না।

    1. Report
  6. Question:কাদের আমরা ভালোবাসব? 

    Answer
    আমরা ভাইবোনসহ সকলকে ভালোবাসব।

    1. Report
  7. Question:অন্যের দুঃখে আমরা কী হব? 

    Answer
    সকলের দুঃখে আমরা সুখি হব না। দুঃখী মানুষের পাশে দাঁড়াব। তাদেরকে সহানুভূতি জানাব।

    1. Report
  8. Question:কার আদেশ পালন করতে হবে? 

    Answer
    গুরুজনদের আদেশ পালন করতে হবে।

    1. Report
  9. Question:আমরা কেন কারও সাথে ঝগড়া করব না? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    ঝগড়া করা খারাপ কাজ। এজন্য আমরা কারও সাথে ঝগড়া করব না।

    1. Report
  10. Question:অন্যের দুঃখে আমরা কী করব? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    আমরা অন্যের দুঃখে সুখি হব না। অন্যের দুঃখে আমরা সাহায্য করতে এগিয়ে যাব।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd