Question:নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা হলো কীভাবে?
Answer
নাতনি বুড়িকে বেশ আদর যত্ন করল। নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেয়ে বুড়ি অনেক মোটা হয়ে গেল।
Question:নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা হলো কীভাবে?
নাতনি বুড়িকে বেশ আদর যত্ন করল। নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেয়ে বুড়ি অনেক মোটা হয়ে গেল।
Question:নাতনি বুড়িকে কী রকম করে পাঠা?
নাতনি একটা মস্ত বড় লাউয়ের খোল যোগার করল। তার ভেতরে ঢুকিয়ে দিল বুড়িকে। সাথে দিল কিছু চিড়ে আর গুড়। েএবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা। গড়িয়ে চলল সেই লাউয়ের খোল।
Question:বুড়ি কীভাবে বাঁচল?
বুড়ি বুদ্ধি করে গানের সুরে তার কুকুরগুলোকে ডাকল। একটি কুকুর কামড় দিল শেয়ালের কান্দে, একটি দিল পায়ে, আরেকটি ঘাড়ে। শেয়াল তখন নাস্তানাবুদ। এভাবে কুকুরগুলোই কুঁজো বুড়িকে বাঁচাল।
Question:কুঁজো বুড়ি কিভাবে চলল? অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
কুঁজো বুড়ি লাঠি ঠুক ঠুক করে চলল।
Question:বুড়ি শেয়ালের হাত থেকে রক্ষা পেল কীভবে? অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
নাতনীর বাড়িতে বুড়ি বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে সে কুকুরগুলোর সহযোগিতায় শেয়ালের হাত থেকে রক্ষা পেল।
Question:শেয়াল বুড়িকে কী বলেছিল?
শেয়াল বুড়িকে বলেছিল, “আমার খুব খিদে। বুড়ি, তোমাকে আমি খাব।”
Question:বুড়ি মহাচিন্তায় পড়ল কেন?
নাতনির বাড়িতে খেয়েদেয়ে বুড়ি এমন মোটা হয়েছিল যে সে হাঁটতে পারছিল না। তাছাড়া ফেরার পথে ছিল শেয়াল আর বাঘের ভয়। এসব নিয়ে বুড়ি মহাচিন্তায় পড়েছিল।
Question:পথে খাওয়ার জন্য নাতনি বুড়িকে সঙ্গে কী দিল?
পথে খাওয়ার জন্য নাতনি বুড়ির সঙ্গে চিঁড়ে ও গুড় দিল।
Question:বুড়ি শেয়ালকে কী অনুরোধ করল?
বুড়ি শেয়ালকে একটা গান গাইতে অনুরোধ করল।
Question:কুকুরগুলো শেয়ালের কী অবস্থা করল?
একটা কুকুর শেয়ালের কানে, অন্যটা পায়ে এবং আরেকটা ঘাড়ে কামড় দিল। এভাবে তারা শেয়ালকে নাস্তানাবুদ করে ছাড়ল।