Question:ছাত্ররা কী দাবি জানিয়েছিল?
Answer
ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল।
Question:ছাত্ররা কী দাবি জানিয়েছিল?
ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল।
Question:পাকিস্তানিরা কী চেয়েছিল?
পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। তারা আমাদরে মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল।
Question:১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি কে কে শহিদ হয়েছিলেন?
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আবুল বরকত, রফিকউদ্দিন, আবদুল জব্বার শহিদ হয়েছিলেন। এদিন গুলি লেগেছিল আবদুস সালামের শরীরে। তিনিও পরে শহিদ হয়েছেন। এছাড়া নাম না জানা অনেক ভাষাপ্রেমিক শহিদ হয়েছিলেন।
Question:ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের আমরা কী নামে ডাকি?
ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের আমরা ভাষা শহিদ নামে ডাকি।
Question:রফিকউদ্দিন আহমদ কেন ঢাকায় এসেছিলেন?
রফিকউদ্দিন আহমদ তাঁর বাবার ব্যবসায়ে সাহায্য করতে ঢাকায় এসেছিলেন।
Question:আবদুল জব্বারের বাড়ি কোথায়?
আবদুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফুরগাঁওয়ে।
Question:ভাষাশহিদেরা কিসের জন্য জীবন দিয়েছিলেন?
ভাষাশহিদেরা মাতৃভাষা তথা বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য জীবন দিয়েছিলেন। শহিদদের জীবনের বিনিময়ে মাতৃভাষা বাংলা আমাদের রাষ্ট্রভাষা হয়েছে।
Question:ফেব্রুয়ারি মাসে ফোটে এম কয়েকটি ফুলের নাম কী কী?
ফেব্রুয়ারি মাসে ফোটে এম কয়েকটি ফুলের নাম হলো- সাপলা, গাঁদা ও ডালিয়া।
Question:ভাষাশহিদেরা কেন অমর?
ভাষাশহিদেরা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা বাংলায় কথা বলতে পারছি। আমরা তাঁদের শ্রদ্ধা করি, স্মরণ করি। তাই তাঁরা অমর।
Question:কবিতাংশটুকু কোন কবিতার? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও।
কবিতাংশটুকু ‘চল চল চল’ কবিতার।