1. Question:কারা ব্রাক্ষণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল? 

    Answer
    পাকিস্তানি হানাদার বাহিনী ব্রাক্ষ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল।

    1. Report
  2. Question:মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল? 

    Answer
    মুক্তিযোদ্ধারা দরুইন গ্রামে অবস্থান নিয়েছিল।

    1. Report
  3. Question:মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুটি পথ খোলা ছিল? 

    Answer
    মুক্তিযোদ্ধাদের সামনে দুটি পথ খোলা ছিল। হয় সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করা, না হয় পূর্ব দিক দিয়ে পিছু হটে নিরাপদ আশ্রয়ে যাওয়া।

    1. Report
  4. Question:সঙ্গীদের জীবন বাচাতে মোস্তফা কামাল কী সিদ্ধান্ত নিলেন? 

    Answer
    সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন। তিনি সিদ্ধান্ত নিলেন শত্রুকে ঠেকিয়ে রাখতে একাই গুলি চালিয়ে যাবেন।

    1. Report
  5. Question:একাই একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে? 

    Answer
    ‘একাই একটি দুর্গ’ বলতে মোস্তফা কামালকে বোঝানো হয়েছে। সঙ্গীদের জীবন বাঁচাতে তিনি অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন। তাঁর গুলির তোড়ে শত্রুরা এগুতে পারল না। তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটি দুর্গে পরিণত হলেন।

    1. Report
  6. Question:৭ই মার্চের ভাষণ কে দিয়েচিলেন? 

    Answer
    ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    1. Report
  7. Question:বঙ্গবন্ধুর ভাষণ শুনে মোস্তফা কামালের বুক ফুলে ওঠে কেন? 

    Answer
    মোস্তফা কামাল একজন সাহসী দেশপ্রেমিক। এ কারণে বঙ্গবন্ধুর ভাষণ শুনে মোস্তফা কামালের বুক ফুলে ওঠে।

    1. Report
  8. Question:পাকিস্তানি বাহিনী কেন আখাউড় রেললাইন দিয়ে এগিয়ে এসেছিল? 

    Answer
    পাকিস্তানি বাহিনী চায় ব্রাক্ষ্মণবাড়িয়া দখল করতে । এ কারণে তারা কুমিল্লার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে এসেছিল।

    1. Report
  9. Question:মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে মুক্তিবাহিনীতে যোগ দিলেন। 

    Answer
    মহিউদ্দিন জাহাঙ্গীর চাকরি করতে পাকিস্তানি সামরিক বাহিনীতে। এদিকে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি তখন চকরি ছেড়ে মুক্তিবাহিনীতে যোগ দেবার কথা ভাবলেন। কয়েকদিনের ছুটি নিয়ে তিনি চলে এলেন ভারতে। ভারতে এসে তিনি সেখানকার মালদহ জেলার মেহদিপুরের মুক্তিবাহিনীতে যোগ দিলেন। এভাবেই মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিবাহিনীতে যোগ দিলেন।

    1. Report
  10. Question:মহিউদ্দিন জাহাঙ্গীর কোন যুদ্ধে মৃত্যুবরণ করেন? 

    Answer
    মুক্তিযুদ্ধ শুরু হলে মহিউদ্দিন জাহাঙ্গীর জীবন-বাজি রেখে পাকিস্তান থেকে পালিয়ে ভারত চলে আসেন। যোগ দেন মেহদিপুরের মুক্তিবাহিনীতে। দেশ শত্রুমুক্ত হবার দুদিন আগে মহানন্দার যুদ্ধে তিনি  বীরের মতো মৃত্যুবরণ করেন।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd