1. Question:তপুর মমাবাড়ি কোথায়? 

    Answer
    তপুর মামাবাড়ি শীতলপুর গ্রামে।

    1. Report
  2. Question:সবাই কখন খেলা করে? 

    Answer
    সবাই বিকেলে খেলা করে।

    1. Report
  3. Question:রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগল? 

    Answer
    রাতুলের চারপাশে সবাই একঝাঁক মাছির মতো ঘুরতে লাগল।

    1. Report
  4. Question:তপুর মামাবাড়ি শীতলপুর কোথায়? 

    Answer
    তপুর মামাবাড়ি শীতলপুর গ্রামে।

    1. Report
  5. Question:সবাই কখন খেলা করে? 

    Answer
    সবাই বিকেলে খেলা করে।

    1. Report
  6. Question:নতুন শেখা খেলার নাম কী? 

    Answer
    নতুন শেখা খেলার নাম কানামাছি।

    1. Report
  7. Question:রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগল? 

    Answer
    রাতুলের চারপাশে সবাই একঝাঁক মাছির মতো ঘুরতে লাগল।

    1. Report
  8. Question:কোন সময়ে তপু মামার বাড়িতে যায়? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    গ্রীষ্মকালে তপু মামার বাড়িতে বেড়াতে যায়।

    1. Report
  9. Question:তপু গ্রাম থেকে কোন খেলা শিখেছে এবং খেলাটি কজন মিলে খেলা যায়? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    তপু গ্রাম থেকে কানামাছি খেলা শিখেছে এবং খেলাটি সবাই মিলে দলবেঁধে খেলা যায়।

    1. Report
  10. Question:কানামাছি খেলাটির একটি ছড়া লেখো। নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    কানামাছি ভোঁ ভোঁ
    যাকে পাবি তাকে ছাঁ

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd