1. Question:ছকটি কোন প্রতিযোগিতার জন্য করা হয়েছে? নিচের অনুচ্ছেদ পড়ে উত্তর দাও : 

    Answer
    ছকটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য করা হয়েছে?

    1. Report
  2. Question:‘যেমন খুশি তেমন সাজো’ খেলায় কী করতে হয়? নিচের অনুচ্ছেদ পড়ে উত্তর দাও : 

    Answer
    যার যেমন ইচ্ছা তেমন সেজে এই খেলায় অংশ নিতে হয়। এ খেলায় কোনো নির্দিষ্ট পোশাক নেই। প্রত্যেকে নিজের ইচ্ছানুযায়ী এই খেলায় সাজতে পারে।

    1. Report
  3. Question:শানু আপার কাঝে ছক পূরণের কথা জিজ্ঞাসা করেছিল কেন? নিচের অনুচ্ছেদ পড়ে উত্তর দাও : 

    Answer
    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি ছক। ছকটি সাহানা আপা পূরণ করে সবাইকে শিখিয়ে দিলেন।

    1. Report
  4. Question:বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলতে কী বোঝ? নিচের অনুচ্ছেদ পড়ে উত্তর দাও : 

    Answer
    প্রতি বছর খেলাধুলার যে প্রতিযোগিতা হয় তাকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলে। সবার অংশগ্রহণে এ রকম খেলাধুলা হয়ে থাকে। এসব আয়োজনে নানা রকম খেলায় অংশ নেওয়া যায়। খেলার যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় তারা পুরষ্কার পায়।

    1. Report
  5. Question:বার্ষিক ক্রীড়া প্রতিযোগতার ছক কী কাজে লাগে? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ছক থাকলে সবাই সুন্দরভাবে অংশ নিতে পারে। এ ধরনের প্রতিযোগিতা অানে ঝামেলাপূর্ণ। প্রতিযোগিতার ছক বা তালিকা দেওয়া থাকলে অংশগ্রহণে সুবিধা হয়। পছন্দ মতো খেলাও খেলা যায়। এ ধরনের ছকে সব সুনির্দিষ্ট থাকে বলে খেলার মাঠের পরিবেশ ভালো থাকে।

    1. Report
  6. Question:বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তোমার পছন্দের খেলাগুলো সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। 

    Answer
    ১। ‘যেমন খুশি তেমন সাজো’ খেলায় ইচ্ছেমতো সাজা যায়।
    ২। মারবেল দৌড় খেলায় মুখে মারবেল নিয়ে সকলে প্রথম হওয়ার জন্য সাবধানে দৌড়াতে থাকে।
    ৩। এক পা মাটিতে এবং অন্য পা হাত দিয়ে পিছনে ভাঁজ করে ধরে রেখে লড়াই খেলতে হয়।
    ৪। মনে রাখার খেলায় যার স্মরণশক্তি বেশি সেই জিততে পারে।
    ৫। বস্তা দৌড় খেলাতে দুই পা বস্তার মধ্যে রেখে, ব্যাঙের মতো লাফিয়ে সামনে এগোতে হয়।

    1. Report
  7. Question:ক্লাসে বিজ্ঞপ্তি নিয়ে কে এসেছিলেন? 

    Answer
    ক্লাসে বিজ্ঞপ্তি নিয়ে এসেছিলেন স্কুলের পিয়ন।

    1. Report
  8. Question:বিজ্ঞাপ্তি দেখার পর সাহানা আপা সবাইকে কী বললেন? 

    Answer
    বিজ্ঞাপ্তি দেখার পর সাহানা আপা সবাইকে বললেন, তোমাদের জন্য একটা  খবর আছে, পাল্লা দেওয়ার খবর।

    1. Report
  9. Question:বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খবর জারি করেছিলেন কে? 

    Answer
    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খবর জারি করেছিলেন মাকসুদা বেগম। তিনি নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

    1. Report
  10. Question:ঘোষণা শোনার পর শানু কী জানতে চেয়েছিল? 

    Answer
    ঘোষণা শোনার পর শানু কীভাবে ছক পূরণ করতে হবে সে সম্পর্কে জানতে চেয়েছিল।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd